ETV Bharat / state

ভোটে তৃণমূলের ভরাডুবির পর পানীয় জলের সংকট, কুলটিতে রাস্তা অবরোধ বিজেপি বিধায়কের - Water Crisis in Kulti - WATER CRISIS IN KULTI

Drinking Water Crisis in Kulti: ভোটে কুলটিতে বিজেপি ভালো ফল করার পর থেকেই গোটা বিধানসভা এলাকাতেই পানীয় জলের সংকট দেখা দিয়েছে । প্রতিহিংসার রাজনীতি করছে তৃণমূল । এমন অভিযোগ তুলে বিজেপি বিধায়কের নেতৃত্বে গাছ ফেলে পথ অবরোধ করে স্থানীয় বাসিন্দারা ৷

Water Crisis in Kulti
রাস্তা অবরোধ করে বিক্ষোভ বিজেপি বিধায়কের (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 16, 2024, 2:48 PM IST

কুলটি, 16 জুন: লোকসভা ভোটে পশ্চিম বর্ধমানের কুলটি বিধানসভা এলাকায় তৃণমূলের ভরাডুবি হয়েছে । প্রায় প্রতিটি ওয়ার্ডে খারাপ ফল করেছে শাসকদল । অভিযোগ, ভোটের ফল প্রকাশের পর থেকেই গোটা কুলটি জুড়ে পানীয় জলের হাহাকার এবং কার্যত এই ঘটনাকে 'ম্যানমেড' বলে আখ্যা দিয়ে পথ অবরোধে নামলেন কুলটির বিধায়ক অজয় পোদ্দার । রবিবার ছুটির দিন সকালে কুলটির বরাকর বাসট্যান্ড সংলগ্ন এলাকায় জিটি রোড অবরোধ করলেন বিজেপি বিধায়ক-সহ স্থানীয় বাসিন্দারা ।

কুলটিতে পানীয় জলের হাহাকার (ইটিভি ভারত)

জানা গিয়েছে, ভোটের পর থেকেই কুলটির বিভিন্ন ওয়ার্ডে পানীয় জলের সংকট দেখা দিয়েছে । এমনিতেই কুলটিতে পানীয় জলের সমস্যা চিরকালীন । কেন্দ্রের টাকায় কুলটিতে পানীয় জলের বড় প্রকল্প হলেও তা ব্যর্থ বলে অভিযোগ উঠেছে । বড় বড় রিজার্ভার তৈরি হয়েছে ৷ তাতেও পানীয় জল ওঠে না বলেই অভিযোগ । একদিকে পরিকাঠামোগত ত্রুটি, অন্যদিকে ভোটের পর থেকে প্রতিহিংসার রাজনীতি করছে তৃণমূল ৷ জলের সমস্যায় এমনই অভিযোগ তুলেছে বিরোধীরা ।

গোটা কুলটি বিধানসভা এলাকাতেই কার্যত বিজেপি লিড পেয়েছে । আর সেই কারণেই পানীয় জলের সমস্যার কারণে ওয়ার্ডে ওয়ার্ডে যে জল ট্যাঙ্কার পাঠানো হত, তা এখন বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন কুলটির বিজেপি বিধায়ক অজয় পোদ্দার । আর এই অভিযোগ তুলে তিনি রবিবার সকালে কুলটির বরাকর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় পথ অবরোধ করলেন । স্থানীয় বাসিন্দারাও তাঁর সঙ্গ দেয় ।

দীর্ঘক্ষণ ধরে পথ অবরোধ হওয়ায় আসানসোল বরাকর রোডে বাস চলাচল এদিন বন্ধ হয়ে যায় । সমস্যায় পড়ে সাধারণ মানুষ । খবর পেয়ে ঘটনাস্থলে আসে কুলটি থানার পুলিশ । পুলিশ এসে বিধায়কের সঙ্গে কথা বলে । পুলিশ আধিকারিক বিধায়ককে জানান যে, পৌরনিগমের সঙ্গে তাঁকে আলোচনায় বসিয়ে বিষয়টি নিয়ে সমাধান সূত্র বের করতে হবে ৷ পুলিশের এই অনুরোধের পরেই অবরোধ তুলে নেন অজয় পোদ্দার । যদিও বিধায়ক জানিয়েছেন, পানীয় জলের স্থায়ী সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা ।

কুলটি, 16 জুন: লোকসভা ভোটে পশ্চিম বর্ধমানের কুলটি বিধানসভা এলাকায় তৃণমূলের ভরাডুবি হয়েছে । প্রায় প্রতিটি ওয়ার্ডে খারাপ ফল করেছে শাসকদল । অভিযোগ, ভোটের ফল প্রকাশের পর থেকেই গোটা কুলটি জুড়ে পানীয় জলের হাহাকার এবং কার্যত এই ঘটনাকে 'ম্যানমেড' বলে আখ্যা দিয়ে পথ অবরোধে নামলেন কুলটির বিধায়ক অজয় পোদ্দার । রবিবার ছুটির দিন সকালে কুলটির বরাকর বাসট্যান্ড সংলগ্ন এলাকায় জিটি রোড অবরোধ করলেন বিজেপি বিধায়ক-সহ স্থানীয় বাসিন্দারা ।

কুলটিতে পানীয় জলের হাহাকার (ইটিভি ভারত)

জানা গিয়েছে, ভোটের পর থেকেই কুলটির বিভিন্ন ওয়ার্ডে পানীয় জলের সংকট দেখা দিয়েছে । এমনিতেই কুলটিতে পানীয় জলের সমস্যা চিরকালীন । কেন্দ্রের টাকায় কুলটিতে পানীয় জলের বড় প্রকল্প হলেও তা ব্যর্থ বলে অভিযোগ উঠেছে । বড় বড় রিজার্ভার তৈরি হয়েছে ৷ তাতেও পানীয় জল ওঠে না বলেই অভিযোগ । একদিকে পরিকাঠামোগত ত্রুটি, অন্যদিকে ভোটের পর থেকে প্রতিহিংসার রাজনীতি করছে তৃণমূল ৷ জলের সমস্যায় এমনই অভিযোগ তুলেছে বিরোধীরা ।

গোটা কুলটি বিধানসভা এলাকাতেই কার্যত বিজেপি লিড পেয়েছে । আর সেই কারণেই পানীয় জলের সমস্যার কারণে ওয়ার্ডে ওয়ার্ডে যে জল ট্যাঙ্কার পাঠানো হত, তা এখন বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন কুলটির বিজেপি বিধায়ক অজয় পোদ্দার । আর এই অভিযোগ তুলে তিনি রবিবার সকালে কুলটির বরাকর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় পথ অবরোধ করলেন । স্থানীয় বাসিন্দারাও তাঁর সঙ্গ দেয় ।

দীর্ঘক্ষণ ধরে পথ অবরোধ হওয়ায় আসানসোল বরাকর রোডে বাস চলাচল এদিন বন্ধ হয়ে যায় । সমস্যায় পড়ে সাধারণ মানুষ । খবর পেয়ে ঘটনাস্থলে আসে কুলটি থানার পুলিশ । পুলিশ এসে বিধায়কের সঙ্গে কথা বলে । পুলিশ আধিকারিক বিধায়ককে জানান যে, পৌরনিগমের সঙ্গে তাঁকে আলোচনায় বসিয়ে বিষয়টি নিয়ে সমাধান সূত্র বের করতে হবে ৷ পুলিশের এই অনুরোধের পরেই অবরোধ তুলে নেন অজয় পোদ্দার । যদিও বিধায়ক জানিয়েছেন, পানীয় জলের স্থায়ী সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.