দার্জিলিং, 30 মার্চ: বিজেপির পথে বিজেপিই কাঁটা ৷ পাহাড়ের বিজেপির পদ্ম প্রতীকের প্রার্থী রাজু বিস্তার বিরুদ্ধে ভোটে নামলেন বিজেপিরই বিধায়ক ৷ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে রাজু বিস্তার নাম ঘোষণার পরই গুঞ্জন শুরু হয় ৷ তাঁকে কিছুতেই মেনে নিতে চাননি কার্শিয়ঙের 'বিদ্রোহী' বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা ৷ তিনি দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে নির্দলে লড়বেন হয়ে বলে ডাক দিয়েছিলেন ৷ কথামতোই শনিবার দুপুরে দার্জিলিং লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন তিনি। যা নিয়ে পাহাড়ে বেজায় অস্বস্তিতে পদ্মশিবির ৷
এদিন দার্জিলিংয়ে জেলাশাসকের দফতরে মনোনয়ন জমা দেওয়ার পর তিনি বলেন, "আমার প্রধান দাবি যে কোনও শর্তে পশ্চিমবঙ্গ থেকে পাহাড়কে আলাদা করতে হবে। আমি বিধানসভায় 4 বার আলাদা রাজ্যের প্রসঙ্গ উত্থাপন করেছি। আমি পাহাড়ের বিভিন্ন দলের সঙ্গে কথা বলেছি। এবার আমি আলাদা রাজ্যের দাবিকে সামনে রেখে ভোটে দাঁড়ালাম। দেখি আমাকে কে কে সমর্থন করে।" যদিও বিষ্ণুপ্রসাদ শর্মার বক্তব্য, তিনি কখনোই দলের বিরুদ্ধে নন। তিনি এখনও বিজেপিতেই আছেন। দলের পাশে দাঁড়িয়ে কার্শিয়ঙের বিজেপি বিধায়ক বলেন, "দলের বেছে নেওয়া লোকসভা প্রার্থীর বিরুদ্ধে আমি ভোটে লড়ছি। কিন্তু দলের বিরুদ্ধে আমার লড়াই নয়।"
উল্লেখ্য, পদ্ম শিবিরের বিষ্ণুপ্রসাদ শর্মা, রাজু বিস্তার নাম ঘোষণার পরই হুঁশিয়ারি দিয়েছিলেন, তাঁকে প্রার্থী না-করলে নির্দল হিসেবে তিনি প্রার্থী হবেন ৷ এদিন সেই সিদ্ধান্তে অনড় থেকেই মনোনয়ন জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিষ্ণুপ্রসাদ ৷ মনোনয়ন জমা দেওয়ার আগে এদিন মহাকাল মন্দিরে পুজোও দেন কার্শিয়ঙের বিজেপি বিধায়ক ৷ বিষ্ণুপ্রসাদ প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নেওয়ায় তাঁকে কটাক্ষ করেছেন রাজু বিস্তা ৷ দার্জিলিংয়ের বিদায়ী সাংসদের দাবি, লোকসভা নির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে লড়ার আগে বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়া উচিত বিষ্ণুপ্রসাদের ৷
আরও পড়ুন: