ETV Bharat / state

'যত চুরি, করান পিসিমনি!'; নয়া প্যারোডিতে মমতাকে নিশানা রুদ্রনীলের - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : May 6, 2024, 7:07 PM IST

Updated : May 6, 2024, 7:13 PM IST

Rudranil Ghosh: নির্বাচনী প্যারোডির মাধ্যমে রাজ্যের শাসক শিবিররের তুলোধনা করলেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ ৷ রাজ্যের শাসক শিবিরকে চোরের সঙ্গেও তুলনা করলেন তিনি ৷

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)
মঞ্চ থেকে প্যারোডি করলেন রুদ্রনীল (নিজস্ব ভিডিয়ো)

দুর্গাপুর, 6 মে: "সবাই জানে যত চুরি, করান পিসিমনি / তাঁর কাছেই টাকার গুঁড়ি..." নির্বাচন হোক কিংবা বিরোধী নেতার জেলে যাওয়া- নিজের লেখা প্যারোডির জন্য সংবাদ শিরোনামে প্রায় স্থানই করে নেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ ৷ 2024 সালের লোকসভা নির্বাচনের মধ্যে তাঁর সেই বিশেষ দিকটি ফের সামনে এল ৷ সোমবার দুর্গাপুরের জনসভা থেকে তাঁর লেখা কবিতার খোঁচায় রাজ্যের শাসক শিবির তৃণমূল এবং তার সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে একের পর এক আক্রমণ করলেন তিনি ৷

কোথাও চোরের সঙ্গে তো কোথাও আবার বাঁশের সঙ্গে তৃণমূলের তুলনা করেছেন রুদ্রনীল ৷ কোথাও আবার তিনি লিখেছেন, "জ্বলে পুড়ে যাবে তুমি সারাটা জীবন...বাঁচতে লাগাও তাই পদ্ম মলম...।" লেখার শুরু থেকে শেষ রাজ্যের বর্তমান প্রেক্ষাপটের জন্য শাসককেই দায়ী করেছেন বিজেপির এই তারকা প্রচারক ৷ এই মুহুর্তে সন্দেশখালি ইস্যুতে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি ৷ তৃণমূলের অভিযোগ, রাজনীতির রং চড়িয়ে ভোটের আবহে মাইলেজ পেতে টাকার বিনিময়ে পুরো ঘটনাটিকে সাজিয়েছিল বিজেপি ৷ অন্যদিকে বিজেপির অভিযোগ, সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিয়োটি সম্পূর্ণ ভুয়ো ৷ সোমবার নিজের বক্তব্যে সেই বিষয়টিকেও তুলে ধরেন রুদ্রনীল ৷

শাসক শিবিরের দিকে প্রশ্ন ছুড়ে তিনি বলেন, "এখন বলা হচ্ছে সন্দেশখালির ঘটনা সাজানো । তাহলে কেন শাজাহানকে এ রাজ্যের পুলিশ গ্রেফতার করেছিল? কেন জমি ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হল?" শাসক সরকারকে লক্ষ্মীর ভাণ্ডার নিয়েও কটাক্ষ করেন রুদ্রনীল ৷ পাশাপাশি, এবারের নির্বাচনে রাজ্যে বিজেপি দারুণ ফল করবেও সাফ জানালেন তিনি।"

আরও পড়ুন:

মঞ্চ থেকে প্যারোডি করলেন রুদ্রনীল (নিজস্ব ভিডিয়ো)

দুর্গাপুর, 6 মে: "সবাই জানে যত চুরি, করান পিসিমনি / তাঁর কাছেই টাকার গুঁড়ি..." নির্বাচন হোক কিংবা বিরোধী নেতার জেলে যাওয়া- নিজের লেখা প্যারোডির জন্য সংবাদ শিরোনামে প্রায় স্থানই করে নেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ ৷ 2024 সালের লোকসভা নির্বাচনের মধ্যে তাঁর সেই বিশেষ দিকটি ফের সামনে এল ৷ সোমবার দুর্গাপুরের জনসভা থেকে তাঁর লেখা কবিতার খোঁচায় রাজ্যের শাসক শিবির তৃণমূল এবং তার সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে একের পর এক আক্রমণ করলেন তিনি ৷

কোথাও চোরের সঙ্গে তো কোথাও আবার বাঁশের সঙ্গে তৃণমূলের তুলনা করেছেন রুদ্রনীল ৷ কোথাও আবার তিনি লিখেছেন, "জ্বলে পুড়ে যাবে তুমি সারাটা জীবন...বাঁচতে লাগাও তাই পদ্ম মলম...।" লেখার শুরু থেকে শেষ রাজ্যের বর্তমান প্রেক্ষাপটের জন্য শাসককেই দায়ী করেছেন বিজেপির এই তারকা প্রচারক ৷ এই মুহুর্তে সন্দেশখালি ইস্যুতে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি ৷ তৃণমূলের অভিযোগ, রাজনীতির রং চড়িয়ে ভোটের আবহে মাইলেজ পেতে টাকার বিনিময়ে পুরো ঘটনাটিকে সাজিয়েছিল বিজেপি ৷ অন্যদিকে বিজেপির অভিযোগ, সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিয়োটি সম্পূর্ণ ভুয়ো ৷ সোমবার নিজের বক্তব্যে সেই বিষয়টিকেও তুলে ধরেন রুদ্রনীল ৷

শাসক শিবিরের দিকে প্রশ্ন ছুড়ে তিনি বলেন, "এখন বলা হচ্ছে সন্দেশখালির ঘটনা সাজানো । তাহলে কেন শাজাহানকে এ রাজ্যের পুলিশ গ্রেফতার করেছিল? কেন জমি ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হল?" শাসক সরকারকে লক্ষ্মীর ভাণ্ডার নিয়েও কটাক্ষ করেন রুদ্রনীল ৷ পাশাপাশি, এবারের নির্বাচনে রাজ্যে বিজেপি দারুণ ফল করবেও সাফ জানালেন তিনি।"

আরও পড়ুন:

Last Updated : May 6, 2024, 7:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.