খড়গপুর ও আসানসোল, 7 নভেম্বর: বিজেপি পরিচালিত পঞ্চায়েত প্রধানের লজে চলছে দেহ ব্যবসা ! সূত্র মারফত এমনই খবর পেয়ে তল্লাশি চালাতেই হাতে নাতে ধরা পড়লেন চার মহিলা ৷ গ্রেফতার কর্মী-সহ বিজেপি নেতা বিমল দাস ওরফে টিঙ্কু ৷ ঘটনাটি ঘটেছে খড়গপুর লোকাল থানার অন্তর্গত গোপালী পঞ্চায়েত এলাকায় ৷
মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচনের মুখে বিজেপি নেতা গ্রেফতারে চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও এই ঘটনায় মুখে কুলুপ স্থানীয় নেতৃত্বের। বিজেপি জেলা মুখপাত্র অরূপ দাস বলেন,"এই ঘটনা সম্পর্কে কিছুই জানি না । খোঁজখবর নিয়ে বলতে পারব ।" ইতিমধ্যেই দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল, হিরণ চট্টোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর সঙ্গে বিমলের ছবি প্রকাশ্যে এসেছে ৷ তাতেই অস্বস্তি বেড়েছে দলে ৷
তবে এই বিষয়ে নেতার পাশেই দাঁড়িয়েছেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল ৷ তাঁর দাবি, বিমলকে লোকসভা ভোটের সময় থেকেই লাগাতার হেনস্থা করছে পুলিশ। এসপির নেতৃত্বে হচ্ছে এই ঘটনা। বিমল দাস লজের মালিক থাকলেও 2022 সাল থেকে অন্য একজনকে লিজ দেওয়া আছে। 2024 সালের অক্টোবর থেকে ওই লিজ মালিক অন্য আরেকজনকে সাব লিজ দিয়েছেন। এরপরেও বিজেপি নেতাকেই গ্রেফতার করা হয়েছে। এই ঘটনা মধ্যে দিয়ে বোঝাই যাচ্ছে পঞ্চায়েত প্রধান বা বিজেপি নেতাকে হেনস্থা করতেই এই ষড়যন্ত্র।
জানা গিয়েছে, খড়গপুর লোকাল থানার অন্তর্গত গোপালীতে এলাকার বিজেপির অঞ্চল প্রধান বিমল দাস ওরফে টিঙ্কুর একটি লজ কাম রেস্টুরেন্ট রয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে এই লজে অভিযান চালান খড়গপুর লোকাল থানার পুলিশ ও জেলা পুলিশের আধিকারিকরা । উদ্ধার হন চার মহিলা ৷ এরপর মালিক তথা অঞ্চল প্রধান বিমল দাস-সহ লজের এক কর্মীকে গ্রেফতার করা হয় ।
উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই গোপালী এলাকায় স্থানীয় বিজেপি নেতা বিমল দাসের লজে মধুচক্র চালানোর অভিযোগ আসছিল পুলিশের কাছে ।বুধবার গভীর রাতে অভিযান চালায় খড়গপুর লোকাল থানার পুলিশ ও জেলা পুলিশের আধিকারিকরা জানা গিয়েছে, লজ থেকে মধুচক্র চালানোর যাবতীয় প্রমাণ মিলেছে । বেশ কিছু নথিও পেয়েছে পুলিশ ৷ লজটি সিল করা হয়েছে বলে খবর ৷