ETV Bharat / state

দেশের পর এবার এরাজ্যেও হিংসা বন্ধ করবে বিজেপি, রামনবমীর অনুষ্ঠানে বললেন দিলীপ - Dilip Ghosh - DILIP GHOSH

Dilip Hits Back Mamata: রাম নবমী প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলকে আক্রমণ করলেন দিলীপ ৷ জানালেন, মুখ্যমন্ত্রীর মাথায় শুধু হিংসার কথা ঘোরে ৷

Dilip Hits Back Mamata
রামনবমীর অনুষ্ঠানে দিলীপ ঘোষ
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 17, 2024, 11:15 AM IST

Updated : Apr 17, 2024, 1:37 PM IST

মমতাকে আক্রমণ দিলীপ ঘোষের

দুর্গাপুর, 17 এপ্রিল: "ওনার মাথায় শুধু দাঙ্গার কথা ঘোরে ৷" রামনবমী প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের কটাক্ষে এমনই বললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ ৷ মঙ্গলবার দুর্গাপুরের এমএএমসি এলাকায় রামনবমীর পুজোর উদ্বোধন করেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক এবং দলের কর্মী-সমর্থকরা ৷ সেখানেই মুখ্যমন্ত্রী ও তৃণমূলকে আক্রমণ করেন দিলীপ ৷

উত্তরবঙ্গের জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, দেশজুড়ে রামনবনীর শোভাযাত্রা বের করা হবে ৷ প্রধানমন্ত্রীকে আক্রমণ করে মমতা বলেন, "দেশজুড়ে রামনবমীর মিছিল করে দাঙ্গা করতে চাইছে বিজেপি ৷" দুর্গাপুরে বাসন্তী পুজোর উদ্বোধন করে তৃণমূল সুপ্রিমোর সেই বক্তব্যের প্রেক্ষিতে দিলীপ বলেন, "উনার মাথায় শুধু দাঙ্গা ঘোরে । ভারতীয় জনতা পার্টি সারাদেশ জুড়ে দাঙ্গা বন্ধ করেছে ৷ পশ্চিমবঙ্গেও বন্ধ করবে। রামনবমীর মিছিলে হাজার হাজার মানুষ রাস্তায় নামবে ৷"

মঙ্গলবার ময়নাগুড়ির জনসভায় যোগ দেওয়ার আগে মুখ্যমন্ত্রীকে দেখে 'চোর চোর' বলে স্লোগান দিতে শুরু করেন একদল লোক ৷ সেই ঘটনার উত্তরে মমতা বলেন, "চালসায় আমার গাড়ি দেখে বলছে চোর চোর ! আমি দোকান থেকে চা খেলেও পয়সা দিয়ে খাই ৷ সরকার থেকে কোনও বেতন-ভাতা নিই না ৷ আমি সরকারি গাড়ি চড়ি না ৷ এত বড় সাহস আমার গাড়ি দেখে বলছে চোর !" এরপরই তাঁর সংযোজন, "নির্বাচন না-থাকলে জিভ টেনে ছিঁড়ে দিতাম ৷ এটা অবশ্য আমি করব না ৷ এটা মোদি বলেন ৷ বেছে বেছে প্রতিশোধ নেওয়ার কথা ওরা বলে ৷"

মমতার পালটা প্রতিক্রিয়ায় দিলীপ বলেন, "সেই অধিকার উনি হারিয়ে ফেলেছেন। চোরেদের সরকার, চোরদের পার্টি, চোরেদের সঙ্গে থেকে আজ মানুষ সাহস পেয়েছেন তাঁকে চোর বলার । সারা ভারতবর্ষে বহু মুখ্যমন্ত্রী রয়েছেন ৷ তাঁদেরকে দেখে কেউ চোর বলে না ! জেল খেটে আসার পরও কেউ চোর বলে না ! উনাকে কেন এখন শুনতে হচ্ছে একথা? যেমন কর্ম করেছেন, তেমন ফল ভুগতে হচ্ছে ৷"

বুধবার দুর্গাপুরের একাধিক রামনবমী কমিটির উদ্যোগে আয়োজিত র‍্যালিতে যোগ দিচ্ছেন বিজেপির এই হেভিওয়েট প্রার্থী । এই প্রসঙ্গে তিনি বলেন, "আমরা ৫০০ বছর লড়াই করে রাম মন্দির বানিয়েছি । তার বিজয় উৎসব হবে এ বছর ।" এদিন সকালে দুর্গাপুরের কাদা রোড, চণ্ডীদাস বাজারে, ক্ষুদিরাম ময়দানে রামনবমীর শোভাযাত্রায় যোগ দেওয়ার পর বিকেলে দিলীপ যাবেন কাঁকসার পানাগড়, মানকর এবং পুর্ব বর্ধমানে । দিলীপ ঘোষের কথায়, "এবার দুর্গাপুরের রেকর্ড সংখ্যক মানুষ রামনবমীর শোভাযাত্রায় অংশ নেবেন।"

আরও পড়ুন:

মমতাকে আক্রমণ দিলীপ ঘোষের

দুর্গাপুর, 17 এপ্রিল: "ওনার মাথায় শুধু দাঙ্গার কথা ঘোরে ৷" রামনবমী প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের কটাক্ষে এমনই বললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ ৷ মঙ্গলবার দুর্গাপুরের এমএএমসি এলাকায় রামনবমীর পুজোর উদ্বোধন করেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক এবং দলের কর্মী-সমর্থকরা ৷ সেখানেই মুখ্যমন্ত্রী ও তৃণমূলকে আক্রমণ করেন দিলীপ ৷

উত্তরবঙ্গের জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, দেশজুড়ে রামনবনীর শোভাযাত্রা বের করা হবে ৷ প্রধানমন্ত্রীকে আক্রমণ করে মমতা বলেন, "দেশজুড়ে রামনবমীর মিছিল করে দাঙ্গা করতে চাইছে বিজেপি ৷" দুর্গাপুরে বাসন্তী পুজোর উদ্বোধন করে তৃণমূল সুপ্রিমোর সেই বক্তব্যের প্রেক্ষিতে দিলীপ বলেন, "উনার মাথায় শুধু দাঙ্গা ঘোরে । ভারতীয় জনতা পার্টি সারাদেশ জুড়ে দাঙ্গা বন্ধ করেছে ৷ পশ্চিমবঙ্গেও বন্ধ করবে। রামনবমীর মিছিলে হাজার হাজার মানুষ রাস্তায় নামবে ৷"

মঙ্গলবার ময়নাগুড়ির জনসভায় যোগ দেওয়ার আগে মুখ্যমন্ত্রীকে দেখে 'চোর চোর' বলে স্লোগান দিতে শুরু করেন একদল লোক ৷ সেই ঘটনার উত্তরে মমতা বলেন, "চালসায় আমার গাড়ি দেখে বলছে চোর চোর ! আমি দোকান থেকে চা খেলেও পয়সা দিয়ে খাই ৷ সরকার থেকে কোনও বেতন-ভাতা নিই না ৷ আমি সরকারি গাড়ি চড়ি না ৷ এত বড় সাহস আমার গাড়ি দেখে বলছে চোর !" এরপরই তাঁর সংযোজন, "নির্বাচন না-থাকলে জিভ টেনে ছিঁড়ে দিতাম ৷ এটা অবশ্য আমি করব না ৷ এটা মোদি বলেন ৷ বেছে বেছে প্রতিশোধ নেওয়ার কথা ওরা বলে ৷"

মমতার পালটা প্রতিক্রিয়ায় দিলীপ বলেন, "সেই অধিকার উনি হারিয়ে ফেলেছেন। চোরেদের সরকার, চোরদের পার্টি, চোরেদের সঙ্গে থেকে আজ মানুষ সাহস পেয়েছেন তাঁকে চোর বলার । সারা ভারতবর্ষে বহু মুখ্যমন্ত্রী রয়েছেন ৷ তাঁদেরকে দেখে কেউ চোর বলে না ! জেল খেটে আসার পরও কেউ চোর বলে না ! উনাকে কেন এখন শুনতে হচ্ছে একথা? যেমন কর্ম করেছেন, তেমন ফল ভুগতে হচ্ছে ৷"

বুধবার দুর্গাপুরের একাধিক রামনবমী কমিটির উদ্যোগে আয়োজিত র‍্যালিতে যোগ দিচ্ছেন বিজেপির এই হেভিওয়েট প্রার্থী । এই প্রসঙ্গে তিনি বলেন, "আমরা ৫০০ বছর লড়াই করে রাম মন্দির বানিয়েছি । তার বিজয় উৎসব হবে এ বছর ।" এদিন সকালে দুর্গাপুরের কাদা রোড, চণ্ডীদাস বাজারে, ক্ষুদিরাম ময়দানে রামনবমীর শোভাযাত্রায় যোগ দেওয়ার পর বিকেলে দিলীপ যাবেন কাঁকসার পানাগড়, মানকর এবং পুর্ব বর্ধমানে । দিলীপ ঘোষের কথায়, "এবার দুর্গাপুরের রেকর্ড সংখ্যক মানুষ রামনবমীর শোভাযাত্রায় অংশ নেবেন।"

আরও পড়ুন:

Last Updated : Apr 17, 2024, 1:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.