ETV Bharat / state

আন্দোলনের নামে ধুন্ধুমার! অন্তঃসত্ত্বা মহিলাকে হাসপাতালে ঢুকতে বাধা বিজেপির - Barasat BJP Squabble

BJP Ruckus in Barasat: আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার প্রতিবাদ করছিল বিজেপি ৷ এর মধ্যে এক অন্তঃসত্ত্বা মহিলাকে হাসপাতালে ঢুকতে বাধা দিল বিজেপির কর্মী-নেতারা ৷ এমনই অভিযোগ উঠেছে বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৷

BJP Ruckus in Barasat
অন্তঃসত্ত্বা মহিলাকে হাসপাতালে ঢুকতে বাধা বিজেপির (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 13, 2024, 10:59 PM IST

বারাসত, 13 অগস্ট: আন্দোলনের নামে গুণ্ডামির অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে ! প্রতিবাদের নামে অন্তঃসত্ত্বা মহিলাকে হাসপাতালে ঢুকতে বাধা দেওয়া হল ৷ এরই সঙ্গে তাঁর স্বামীর কপালে জুটল ঘাড় 'ধাক্কা'-ও । ধাক্কা মারতে মারতে নিয়ে যাওয়া হল হাসপাতালের গেটের এক কোণে ৷ আর সবটাই চলল পুলিশের সামনে ৷ তাই পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে ৷

মঙ্গলবার এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৷ পরে দলের জেলা সভাপতি এবং পুলিশের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ৷ ঘটনার জেরে চরম অস্বস্তিতে পড়তে হয়েছে বিজেপির জেলা নেতৃত্বকে ৷ ঘটনাটিকে অনভিপ্রেত অ্যাখা দিয়েও গোটা ঘটনার দায়ভার ওই অন্তঃসত্ত্বা মহিলার স্বামীর ঘাড়েই চাপিয়েছেন গেরুয়া শিবিরের নেতারা ৷ তবে বিজেপির এই ভূমিকায় কটাক্ষ করেছে শাসক শিবির, যা ঘিরে চড়ছে রাজনীতির পারদ ৷

আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সুবিচার চেয়ে এদিন বিকেলে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে গেরুয়া শিবির ৷ বারাসতে দলের জেলা কার্যালয় থেকে মিছিল শুরু হয়ে এদিন তা গিয়ে পৌঁছায় বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালের গেটের সামনে ৷

এদিনের এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন বিজেপির মহিলা মোর্চার রাজ‍্য সভানেত্রী ফাল্গুনি পাত্র, দলের বারাসত সাংগঠনিক জেলার সভাপতি তরুণকান্তি ঘোষ প্রমুখ ৷ হাসপাতাল গেটের সামনে টোটোতে মাইক বেধে এদিন নৃশংস এই হত্যা-কাণ্ডের প্রতিবাদে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জবাব চেয়ে স্লোগান দিতে থাকেন বিজেপির কর্মী, সমর্থকরা ৷

চলে বিক্ষোভও ৷ গন্ডগোল ঠেকাতে এদিন হাসপাতাল চত্বরে পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছিল ৷ প্রথমে শান্তিপূর্ণভাবেই চলছিল এই আন্দোলন ৷ কিন্তু, এরপরেই তাল কাটে ৷ সূত্রের খবর, আন্দোলনের পাশ থেকে এদিন একটি টোটো ঢুকতে গেলে চরম বিশৃঙ্খলা তৈরি হয় সেখানে ৷ জানা যায়, টোটো-টিতে একজন অন্তঃসত্ত্বা মহিলা ছিলেন ৷ প্রসব যন্ত্রণা শুরু হওয়ায় তাঁকে বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে এসেছিলেন মহিলার স্বামী ৷ সেই সময় আন্দোলনকারীদের বাধার মুখে পড়ে প্রতিবাদ করেন তিনি ৷

এনিয়ে প্রথমে বচসা ৷ পরে হাতাহাতিতে জড়িয়ে পড়ে দু'পক্ষই ৷ অভিযোগ, ঘাড় ধাক্কা দিয়ে ওই ব‍্যক্তিকে বিজেপির কয়েকজন কর্মীকে মারতে মারতে নিয়ে যায় গেটের এক কোণে ৷ বাড়াবাড়ি শুরু হতেই তাতে হস্তক্ষেপ করতে দেখা যায় জেলা নেতাদের ৷ তাঁদের মধ্যস্থতায় শেষমেশ অন্তঃসত্ত্বা ওই মহিলা ঢুকতে পারেন হাসপাতালের ভিতরে ৷

এনিয়ে পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ মহিলার স্বামী বলেন, "পুলিশ তো সামনেই ছিল ৷ কিছুই করেনি ৷ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল গোটা ঘটনাটি ৷" তাঁকে বিজেপি দলের একাংশের হাতে এদিন যে আক্রান্ত হতে হয়েছে, তাও স্পষ্ট করেছেন অন্তঃসত্ত্বা মহিলার স্বামী ৷ যদিও ভুল বোঝাবুঝির জেরেই এই ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন বিজেপির বারাসত সাংগঠনিক জেলার সভাপতি তরুণকান্তি ঘোষ ৷

বারাসত, 13 অগস্ট: আন্দোলনের নামে গুণ্ডামির অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে ! প্রতিবাদের নামে অন্তঃসত্ত্বা মহিলাকে হাসপাতালে ঢুকতে বাধা দেওয়া হল ৷ এরই সঙ্গে তাঁর স্বামীর কপালে জুটল ঘাড় 'ধাক্কা'-ও । ধাক্কা মারতে মারতে নিয়ে যাওয়া হল হাসপাতালের গেটের এক কোণে ৷ আর সবটাই চলল পুলিশের সামনে ৷ তাই পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে ৷

মঙ্গলবার এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৷ পরে দলের জেলা সভাপতি এবং পুলিশের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ৷ ঘটনার জেরে চরম অস্বস্তিতে পড়তে হয়েছে বিজেপির জেলা নেতৃত্বকে ৷ ঘটনাটিকে অনভিপ্রেত অ্যাখা দিয়েও গোটা ঘটনার দায়ভার ওই অন্তঃসত্ত্বা মহিলার স্বামীর ঘাড়েই চাপিয়েছেন গেরুয়া শিবিরের নেতারা ৷ তবে বিজেপির এই ভূমিকায় কটাক্ষ করেছে শাসক শিবির, যা ঘিরে চড়ছে রাজনীতির পারদ ৷

আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সুবিচার চেয়ে এদিন বিকেলে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে গেরুয়া শিবির ৷ বারাসতে দলের জেলা কার্যালয় থেকে মিছিল শুরু হয়ে এদিন তা গিয়ে পৌঁছায় বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালের গেটের সামনে ৷

এদিনের এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন বিজেপির মহিলা মোর্চার রাজ‍্য সভানেত্রী ফাল্গুনি পাত্র, দলের বারাসত সাংগঠনিক জেলার সভাপতি তরুণকান্তি ঘোষ প্রমুখ ৷ হাসপাতাল গেটের সামনে টোটোতে মাইক বেধে এদিন নৃশংস এই হত্যা-কাণ্ডের প্রতিবাদে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জবাব চেয়ে স্লোগান দিতে থাকেন বিজেপির কর্মী, সমর্থকরা ৷

চলে বিক্ষোভও ৷ গন্ডগোল ঠেকাতে এদিন হাসপাতাল চত্বরে পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছিল ৷ প্রথমে শান্তিপূর্ণভাবেই চলছিল এই আন্দোলন ৷ কিন্তু, এরপরেই তাল কাটে ৷ সূত্রের খবর, আন্দোলনের পাশ থেকে এদিন একটি টোটো ঢুকতে গেলে চরম বিশৃঙ্খলা তৈরি হয় সেখানে ৷ জানা যায়, টোটো-টিতে একজন অন্তঃসত্ত্বা মহিলা ছিলেন ৷ প্রসব যন্ত্রণা শুরু হওয়ায় তাঁকে বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে এসেছিলেন মহিলার স্বামী ৷ সেই সময় আন্দোলনকারীদের বাধার মুখে পড়ে প্রতিবাদ করেন তিনি ৷

এনিয়ে প্রথমে বচসা ৷ পরে হাতাহাতিতে জড়িয়ে পড়ে দু'পক্ষই ৷ অভিযোগ, ঘাড় ধাক্কা দিয়ে ওই ব‍্যক্তিকে বিজেপির কয়েকজন কর্মীকে মারতে মারতে নিয়ে যায় গেটের এক কোণে ৷ বাড়াবাড়ি শুরু হতেই তাতে হস্তক্ষেপ করতে দেখা যায় জেলা নেতাদের ৷ তাঁদের মধ্যস্থতায় শেষমেশ অন্তঃসত্ত্বা ওই মহিলা ঢুকতে পারেন হাসপাতালের ভিতরে ৷

এনিয়ে পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ মহিলার স্বামী বলেন, "পুলিশ তো সামনেই ছিল ৷ কিছুই করেনি ৷ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল গোটা ঘটনাটি ৷" তাঁকে বিজেপি দলের একাংশের হাতে এদিন যে আক্রান্ত হতে হয়েছে, তাও স্পষ্ট করেছেন অন্তঃসত্ত্বা মহিলার স্বামী ৷ যদিও ভুল বোঝাবুঝির জেরেই এই ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন বিজেপির বারাসত সাংগঠনিক জেলার সভাপতি তরুণকান্তি ঘোষ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.