ETV Bharat / state

‘মুখপোড়া হনুমান’ হয়ে গিয়েছে রাজ্য, আরজি কর ইস্যুতে মন্তব্য বিমানের - JUNIOR DOCTORS PROTEST

জুনিয়র ডাক্তারদের একাংশের আমরণ অনশন নিয়ে উদ্বেগপ্রকাশ বিমান বসুর ৷ সেই সঙ্গে তাঁদের দাবিগুলির অধিকাংশ দ্রুত মেনে নেওয়া সম্ভব বলে মনে করেন বামফ্রন্ট চেয়ারম্যান ৷

JUNIOR DOCTORS PROTEST
আরজি কর ইস্যুতে রাজ্য সরকারকে নিশানা বিমান বসুর ৷ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 11, 2024, 5:38 PM IST

গাইঘাটা, 11 অক্টোবর: আসন্ন বিপদ থেকে রাজ্যকে একমাত্র উদ্ধার করতে পারে সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আরজি কর ইস্যুতে জুনিয়র ডাক্তারদের আন্দোলন ও আমরণ অনশন প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু ৷ সেই সঙ্গে তাঁর কটাক্ষ, দেশের সামনে রাজ্যের মুখ পুড়িয়ে বর্তমান সরকার ৷ তাঁর কথায়, মুখ পোড়া হনুমান হয়ে গিয়েছে রাজ্য ৷

শুক্রবার উত্তর 24 পরগনার গাইঘাটায় একটি সমাবেশ থেকে বিমান বসু বলেন, "এটা খুব ভাবনার বিষয় ৷ জুনিয়র ডাক্তারদের একাংশ আমরণ অনশনে বসেছেন ৷ প্রায় 10 জন জুনিয়র ডাক্তার অনশন করছেন ৷ আমি শুনলাম তাঁদের অনেকের শারীরিক অবস্থা খুবই আশঙ্কাজনক ৷ একজন অনশনকারী জুনিয়র ডাক্তারকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছে গতকাল রাতে ৷ সিসিইউ-তে ভর্তি আছেন ৷ এটা ভালো খবর নয় ৷"

আরজি কর ইস্যুতে রাজ্য সরকারকে নিশানা বিমান বসুর ৷ (ইটিভি ভারত)

এরপরেই বিমান বসু উদ্বেগের সঙ্গে বলেন, "এখন যদি এই অনশনকারী জুনিয়র ডাক্তারদের কোনও দুর্ঘটনা ঘটে, তা খুব একটা ভালো হবে না ৷ এটা আমাদের রাজ্যের জন্য ভালো খবর নয় ৷ দেশের সামনে আমাদের মুখ পুড়বে ৷ আগেই অনেকটা মুখ পুড়েছে ৷ এতটাই যে পুড়ে গিয়ে মুখ পোড়া হনুমানের মতো হয়ে গিয়েছে ৷" তবে, বিমান বসু বিশ্বাস করেন, এই পরিস্থিতি থেকে রাজ্যকে একমাত্র উদ্ধার করতে পারেন মুখ্যমন্ত্রী ৷ আর সেটাও সহানুভূতি এবং নমনীয়তার সঙ্গে ৷

প্রবীণ বামফ্রন্ট নেতা বলেন, "একমাত্র আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী পারেন পরিস্থিতি স্বাভাবিক করতে ৷ জুনিয়র ডাক্তারদের যে দশদফা দাবি ৷ তার মধ্যে পাঁচটি দাবি এক্ষুণি মেনে নেওয়া সম্ভব ৷ আর বাকি পাঁচটা দাবি মানার জন্য ডেটলাইন দিন ৷ তবেই পরিস্থিতি ঠিক হবে ৷" উল্লেখ্য, গত শনিবার রাত সাড়ে 8টা থেকে আমরণ অনশনে বসেছিলেন 6 জন জুনিয়র ডাক্তার ৷ পরবর্তী সময়ে ধর্মতলার মঞ্চে জুনিয়র ডক্টরস ফ্রন্টের সদস্য অনিকেত মাহাতো অনশনে বসেন ৷ তাঁকে বৃহস্পতিবার রাতে আরজি কর হাসপাতালে ভর্তি করানো হয় ৷

গাইঘাটা, 11 অক্টোবর: আসন্ন বিপদ থেকে রাজ্যকে একমাত্র উদ্ধার করতে পারে সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আরজি কর ইস্যুতে জুনিয়র ডাক্তারদের আন্দোলন ও আমরণ অনশন প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু ৷ সেই সঙ্গে তাঁর কটাক্ষ, দেশের সামনে রাজ্যের মুখ পুড়িয়ে বর্তমান সরকার ৷ তাঁর কথায়, মুখ পোড়া হনুমান হয়ে গিয়েছে রাজ্য ৷

শুক্রবার উত্তর 24 পরগনার গাইঘাটায় একটি সমাবেশ থেকে বিমান বসু বলেন, "এটা খুব ভাবনার বিষয় ৷ জুনিয়র ডাক্তারদের একাংশ আমরণ অনশনে বসেছেন ৷ প্রায় 10 জন জুনিয়র ডাক্তার অনশন করছেন ৷ আমি শুনলাম তাঁদের অনেকের শারীরিক অবস্থা খুবই আশঙ্কাজনক ৷ একজন অনশনকারী জুনিয়র ডাক্তারকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছে গতকাল রাতে ৷ সিসিইউ-তে ভর্তি আছেন ৷ এটা ভালো খবর নয় ৷"

আরজি কর ইস্যুতে রাজ্য সরকারকে নিশানা বিমান বসুর ৷ (ইটিভি ভারত)

এরপরেই বিমান বসু উদ্বেগের সঙ্গে বলেন, "এখন যদি এই অনশনকারী জুনিয়র ডাক্তারদের কোনও দুর্ঘটনা ঘটে, তা খুব একটা ভালো হবে না ৷ এটা আমাদের রাজ্যের জন্য ভালো খবর নয় ৷ দেশের সামনে আমাদের মুখ পুড়বে ৷ আগেই অনেকটা মুখ পুড়েছে ৷ এতটাই যে পুড়ে গিয়ে মুখ পোড়া হনুমানের মতো হয়ে গিয়েছে ৷" তবে, বিমান বসু বিশ্বাস করেন, এই পরিস্থিতি থেকে রাজ্যকে একমাত্র উদ্ধার করতে পারেন মুখ্যমন্ত্রী ৷ আর সেটাও সহানুভূতি এবং নমনীয়তার সঙ্গে ৷

প্রবীণ বামফ্রন্ট নেতা বলেন, "একমাত্র আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী পারেন পরিস্থিতি স্বাভাবিক করতে ৷ জুনিয়র ডাক্তারদের যে দশদফা দাবি ৷ তার মধ্যে পাঁচটি দাবি এক্ষুণি মেনে নেওয়া সম্ভব ৷ আর বাকি পাঁচটা দাবি মানার জন্য ডেটলাইন দিন ৷ তবেই পরিস্থিতি ঠিক হবে ৷" উল্লেখ্য, গত শনিবার রাত সাড়ে 8টা থেকে আমরণ অনশনে বসেছিলেন 6 জন জুনিয়র ডাক্তার ৷ পরবর্তী সময়ে ধর্মতলার মঞ্চে জুনিয়র ডক্টরস ফ্রন্টের সদস্য অনিকেত মাহাতো অনশনে বসেন ৷ তাঁকে বৃহস্পতিবার রাতে আরজি কর হাসপাতালে ভর্তি করানো হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.