ETV Bharat / state

'মমতা তৃণমূলকে বামপন্থী মোড়কে ঢেকে বিভ্রান্তি ছড়িয়েছেন', কটাক্ষ বিমান বসুর - Biman Basu slams TMC - BIMAN BASU SLAMS TMC

Biman Basu slams TMC: শ্রমিক ভবনে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এক অনুষ্ঠানে আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে সিআইটিইউ পশ্চিমবঙ্গ কমিটির নির্বাচনী প্রচার সামগ্রী প্রকাশ করেন। সিটু মুখপত্র শ্রমিক আন্দোলন-এর বিশেষ নির্বাচনী সংখ্যা, নির্বাচনী বুলেটিন, নির্বাচনের টকিং পয়েন্ট, জনসাধারণের কাছে আবেদন-লিফলেট ইস্তেহার প্রকাশ করেন।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 5, 2024, 10:25 AM IST

কলকাতা, 5 এপ্রিল: তৃণমূল-বিজেপি বিরোধী লড়াই আরও বেশি জোরদার করে তুলতে আহ্বান করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তাঁর অভিযোগ, "দেশে কর্তৃত্ব বজায় রাখতে আরএসএস-বিজেপি তাদের ধর্মীয় ফ্যাসিবাদী চরিত্র প্রকাশ করেছে ৷ তারা যেসব নীতি নিয়েছে তা ভয়ঙ্কর। আর কংগ্রেসকে ভেঙে তৃণমূল তৈরি করেছে এই আরএসএস। মমতা সেই তৃণমূলকে আবার বামপন্থী মোড়কে আবৃত করে বিভ্রান্তি ছড়িয়েছেন। 1996 সালে বাংলার বিধানসভা নির্বাচনে আরএসএস কলাকৌশল করেছিল। আমাদের ভোট শতাংশ কমলেও আসন বেড়ে যায়।"

বামফ্রন্ট চেয়ারম্যানের দাবি, "নাগপুরে তারা চিন্তন বৈঠক করে। কংগ্রেস মুক্ত ভারত করতে গিয়ে কংগ্রেস ভেঙে 1998 সালে তৃণমূল কংগ্রেস জন্ম নিল। কংগ্রেসের বিষয়ে সকলেই জানতেন। তাই তারা তখন নিজেদের বামপন্থী বলে দাবি করতে থাকেন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বহুবার দাবি করেন, আমরায় প্রকৃত বামপন্থী। এখন তিনি আর বলেন না। কারণ, তাদের উদ্দেশ্যে সফল। আসন্ন নির্বাচনে এই দুই দলের বিরুদ্ধেই সংগ্রাম শক্তিশালী করে তুলতে হবে।"

বৃহস্পতিবার শ্রমিক ভবনে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এক অনুষ্ঠানে আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে সিআইটিইউ পশ্চিমবঙ্গ কমিটির নির্বাচনী প্রচার সামগ্রী প্রকাশ করেন। সিটু মুখপত্র শ্রমিক আন্দোলন-এর বিশেষ নির্বাচনী সংখ্যা, নির্বাচনী বুলেটিন, নির্বাচনের টকিং পয়েন্ট, জনসাধারণের কাছে আবেদন-লিফলেট ইস্তেহার প্রকাশ করেন। বিমান বসু বলেন, "এই নির্বাচনী সামগ্রীগুলি নিয়ে এলাকায় এলাকায় মানুষের কাছে পৌঁছতে হবে, বাস্তব পরিস্থিতি তুলে ধরতে হবে।"

এদিন লড়াই আন্দোলন প্রসঙ্গে 'ইন্ডিয়া' জোট-এর উল্লেখ করে তিনি বলেন, "ওই জোটে বিভিন্ন বিরোধী দলগুলি একত্রিত হয়েছে। কিন্তু রাজ্যে-রাজ্যে পরিস্থিতি আলাদা। যেমন কেরালায় এলডিএফ–এর বিরোধী কংগ্রেস ইউডিএফ। কিন্তু এ রাজ্যে আবার কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা চলছে দেশকে বাঁচানোর স্বার্থে। নির্বাচনে লড়াইকে একটা সার্বিক চেহারা দেওয়া আমাদের উদ্দেশ্যে। ধর্মীয় ফ্যাসিবাদী চরিত্র ফুটে উঠেছে আরএসএস-বিজেপি’র ভূমিকায়। ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব কথার মানে কী ?"

কলকাতা, 5 এপ্রিল: তৃণমূল-বিজেপি বিরোধী লড়াই আরও বেশি জোরদার করে তুলতে আহ্বান করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তাঁর অভিযোগ, "দেশে কর্তৃত্ব বজায় রাখতে আরএসএস-বিজেপি তাদের ধর্মীয় ফ্যাসিবাদী চরিত্র প্রকাশ করেছে ৷ তারা যেসব নীতি নিয়েছে তা ভয়ঙ্কর। আর কংগ্রেসকে ভেঙে তৃণমূল তৈরি করেছে এই আরএসএস। মমতা সেই তৃণমূলকে আবার বামপন্থী মোড়কে আবৃত করে বিভ্রান্তি ছড়িয়েছেন। 1996 সালে বাংলার বিধানসভা নির্বাচনে আরএসএস কলাকৌশল করেছিল। আমাদের ভোট শতাংশ কমলেও আসন বেড়ে যায়।"

বামফ্রন্ট চেয়ারম্যানের দাবি, "নাগপুরে তারা চিন্তন বৈঠক করে। কংগ্রেস মুক্ত ভারত করতে গিয়ে কংগ্রেস ভেঙে 1998 সালে তৃণমূল কংগ্রেস জন্ম নিল। কংগ্রেসের বিষয়ে সকলেই জানতেন। তাই তারা তখন নিজেদের বামপন্থী বলে দাবি করতে থাকেন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বহুবার দাবি করেন, আমরায় প্রকৃত বামপন্থী। এখন তিনি আর বলেন না। কারণ, তাদের উদ্দেশ্যে সফল। আসন্ন নির্বাচনে এই দুই দলের বিরুদ্ধেই সংগ্রাম শক্তিশালী করে তুলতে হবে।"

বৃহস্পতিবার শ্রমিক ভবনে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এক অনুষ্ঠানে আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে সিআইটিইউ পশ্চিমবঙ্গ কমিটির নির্বাচনী প্রচার সামগ্রী প্রকাশ করেন। সিটু মুখপত্র শ্রমিক আন্দোলন-এর বিশেষ নির্বাচনী সংখ্যা, নির্বাচনী বুলেটিন, নির্বাচনের টকিং পয়েন্ট, জনসাধারণের কাছে আবেদন-লিফলেট ইস্তেহার প্রকাশ করেন। বিমান বসু বলেন, "এই নির্বাচনী সামগ্রীগুলি নিয়ে এলাকায় এলাকায় মানুষের কাছে পৌঁছতে হবে, বাস্তব পরিস্থিতি তুলে ধরতে হবে।"

এদিন লড়াই আন্দোলন প্রসঙ্গে 'ইন্ডিয়া' জোট-এর উল্লেখ করে তিনি বলেন, "ওই জোটে বিভিন্ন বিরোধী দলগুলি একত্রিত হয়েছে। কিন্তু রাজ্যে-রাজ্যে পরিস্থিতি আলাদা। যেমন কেরালায় এলডিএফ–এর বিরোধী কংগ্রেস ইউডিএফ। কিন্তু এ রাজ্যে আবার কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা চলছে দেশকে বাঁচানোর স্বার্থে। নির্বাচনে লড়াইকে একটা সার্বিক চেহারা দেওয়া আমাদের উদ্দেশ্যে। ধর্মীয় ফ্যাসিবাদী চরিত্র ফুটে উঠেছে আরএসএস-বিজেপি’র ভূমিকায়। ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব কথার মানে কী ?"

আরও পড়ুন

জোট না হওয়ার দায় বামেদের! ডায়মন্ড হারবার-যাদবপুর-সহ 5 আসনে প্রার্থী আইএসএফের

শিক্ষামন্ত্রীকে অপসারণের সুপারিশ, কী বলছেন প্রাক্তন রাজ্যপাল থেকে শুরু করে শিক্ষাবিদরা?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.