ETV Bharat / state

গতবারের চেয়ে ভোট কমল তিন কেন্দ্রেই, প্রথম দফার তথ্য সামনে আনল কমিশন - Lok Sabha Elections 2024

Phase 1 Election in WB: 2019 লোকসভা ভোটে সামিল হয়েছিলেন আরও বেশি ভোটার ৷ গতকাল প্রথম দফার তিন কেন্দ্র মিলিয়ে ভোটদানের হার কমেছে প্রায় তিন শতাংশ ৷ ভোটদানের তথ্য দিয়ে জানাল নির্বাচন কমিশন ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 20, 2024, 4:33 PM IST

Updated : Apr 20, 2024, 5:12 PM IST

কলকাতা, 20 এপ্রিল: দেশের 102টি কেন্দ্রে প্রথম দফার ভোটে শুরু হয়েছে লোকসভা নির্বাচন ৷ বিভিন্ন রাজ্যের 102টি কেন্দ্রের মধ্যে ছিল এ রাজ্যের এ রাজ্যের তিন কেন্দ্র জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার ৷ তারপরে আজ মোট ভোটদানের প্রকৃত ছবিটা সামনে আনল জাতীয় নির্বাচন কমিশন ৷

নির্বাচন কমিশনের দেওয়া তথ্যে দেখা যাচ্ছে, 2019 লোকসভা নির্বাচনে ভোটদান আরও অবাধে হয়েছিল ৷ এবছর তিন কেন্দ্রেই ভোটদানের হার কমেছে ৷ ফলে তিন কেন্দ্র মিলিয়েও ভোটের হারে পিছিয়ে পড়েছে 2024 সালের লোকসভা নির্বাচন ৷ পাঁচ বছর আগে তিন কেন্দ্রে গড় ভোট পড়েছিল 84.79 শতাংশ ৷ গতকাল সেটা কমে দাঁড়িয়েছে 81.86 শতাংশ ৷ অর্থাৎ, তিন কেন্দ্র মিলিয়ে 2.96 শতাংশ ভোটদান কম হয়েছে ৷

জলপাইগুড়ি: তিন কেন্দ্রের মধ্যে জলপাইগুড়িতেই সবচেয়ে বেশি ভোটদান হয়েছে ৷ সেখানে ভোট পড়েছে 83.66 শতাংশ ৷ যা গত লোকসভার তুলনায় 2.85 শতাংশ কম ৷ 2019 সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে ভোটদানের হার ছিল 86.51 শতাংশ ৷

কোচবিহার: 2019 সালে কোচবিহারে ভোট পড়েছিল 84.09 শতাংশ ৷ 2024 সালে সেটা কমে দাঁড়িয়েছে 82.17 শতাংশে ৷ অর্থাৎ, কোচবিহারে ভোটদানের হার কমেছে 1.91 শতাংশ ৷

আলিপুরদুয়ার: 2019 সালে আলিপুরদুয়ারে ভোট পড়েছিল 83.79 শতাংশ ৷ 2024 সালে সেটা কমে দাঁড়িয়েছে 79.76 শতাংশে ৷ অর্থাৎ, ভোটদানের হার কমেছে 4.03 শতাংশ ৷ তিন কেন্দ্রের মধ্যে এখানেই ভোটদানের হার সবচেয়ে বেশি কমেছে ৷

যদিও নির্বাচন কমিশন জানিয়েছে, সাত দফা নির্বাচনের প্রথম ও বৃহত্তম ধাপের ভোটগ্রহণে সবচেয়ে বেশি ভোটদান হয়েছে লাক্ষাদ্বীপে ৷ কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট পড়েছে 83.88 শতাংশ ৷ ভোটদানের হারের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গে । তৃতীয় স্থানে রয়েছে ত্রিপুরা ৷ পড়শি রাজ্যে অবশ্য একটি আসনেই ভোট হয়েছে ৷ পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে ভোটদানের হার 81.62 শতাংশ ৷ যা পশ্চিমবঙ্গের তুলনায় মাত্র 0.24 শতাংশ কম ৷ সিকিমে ভোটদানের হার 80.03 শতাংশ ৷ সবচেয়ে কম ভোট পড়েছে বিহারে ৷ লালুর রাজ্যে ভোটদানের হার 48.88 শতাংশ ৷

গত লোকসভা নির্বাচনে রাজ্যে 18টি আসন জিতেছিল গেরুয়া শিবির ৷ উত্তরবঙ্গ উজার করে পদ্মশিবিরের ভোটবাক্স ভরিয়েছিল ৷ ফলে বঙ্গে আরও জোরালোভাবে দাঁত ফোটাতে উত্তরবঙ্গই বিজেপির তুরুপের তাস ৷ নিজেদের গড় ধরে রাখতে সচেষ্ট বিজেপি ৷ তৃণমূলও চাইছে পুরনো জায়গা ফিরে পেতে ৷ ফলে রাজনীতির মানচিত্রে ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে উত্তরবঙ্গ ৷

প্রথম দফায় তিন জেলা ও শিলিগুড়ির পুলিশ কমিশনারেট মিলিয়ে মোট ভোটারদের সংখ্যা 19 লক্ষ 66 হাজার 893 । তার মধ্যে 11 লক্ষ 52 হাজার 88 জন ভোটার আজ ভোট দিয়েছেন । ভোটকর্মী ছিলেন 27 হাজার 907 জন । 100 শতাংশ বুথেই ওয়েব কাস্টিং হয়েছে । যদিও 581 জন মাইক্রো অবজারভার ছিলেন । এর সঙ্গে ছিলেন তিন জন জেনারেল অবজারভার এবং পুলিশ ও আয়-ব্যয় পর্যবেক্ষক । মোট 263 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল । পাশাপাশি ছিল 10 হাজার 150 জন রাজ্য পুলিশ।

দেশের সাধারণ নির্বাচনের ইতিহাস তিন কেন্দ্রকে ‘শান্ত’ তমকা দিলেও রাজ্যের 2021 বিধানসভা নির্বাচনে শীতলকুচি দেখেছিল দেশে ৷ সিআইএসএফ জওয়ানের ছোড়া গুলিতে প্রাণ হারিয়েছিলেন 4 জন ৷ ফলে উত্তরবঙ্গের নির্বাচন নিয়ে এবার নির্বাচন কমিশন আরও বেশি সতর্ক ৷ প্রথম দফায় বিভিন্ন জায়গা থেকে 556টি অভিযোগ জমা পড়লেও কমিশন জানিয়েছে, তিন জেলাতেই শান্তিপূর্ণভাবে হয়েছে ভোটগ্রহণ ৷ দু-একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটের উপর নির্বাচন ছিল শান্তিপূর্ণ । গতকাল সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক ডক্টর আরিজ আফতাব ।

আরও পড়ুন:

  1. তিন জেলায় বিক্ষিপ্ত অশান্তি, ধারা বজায় রেখেই শান্তিপূর্ণ ভোট উত্তরবঙ্গে
  2. বিশ্বের সর্ববৃহৎ নির্বাচনের প্রথম দফায় ভোট পড়ল 60 শতাংশের বেশি
  3. ডুডল বদলে দেশের নির্বাচনী উৎসবে শরিক গুগল

কলকাতা, 20 এপ্রিল: দেশের 102টি কেন্দ্রে প্রথম দফার ভোটে শুরু হয়েছে লোকসভা নির্বাচন ৷ বিভিন্ন রাজ্যের 102টি কেন্দ্রের মধ্যে ছিল এ রাজ্যের এ রাজ্যের তিন কেন্দ্র জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার ৷ তারপরে আজ মোট ভোটদানের প্রকৃত ছবিটা সামনে আনল জাতীয় নির্বাচন কমিশন ৷

নির্বাচন কমিশনের দেওয়া তথ্যে দেখা যাচ্ছে, 2019 লোকসভা নির্বাচনে ভোটদান আরও অবাধে হয়েছিল ৷ এবছর তিন কেন্দ্রেই ভোটদানের হার কমেছে ৷ ফলে তিন কেন্দ্র মিলিয়েও ভোটের হারে পিছিয়ে পড়েছে 2024 সালের লোকসভা নির্বাচন ৷ পাঁচ বছর আগে তিন কেন্দ্রে গড় ভোট পড়েছিল 84.79 শতাংশ ৷ গতকাল সেটা কমে দাঁড়িয়েছে 81.86 শতাংশ ৷ অর্থাৎ, তিন কেন্দ্র মিলিয়ে 2.96 শতাংশ ভোটদান কম হয়েছে ৷

জলপাইগুড়ি: তিন কেন্দ্রের মধ্যে জলপাইগুড়িতেই সবচেয়ে বেশি ভোটদান হয়েছে ৷ সেখানে ভোট পড়েছে 83.66 শতাংশ ৷ যা গত লোকসভার তুলনায় 2.85 শতাংশ কম ৷ 2019 সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে ভোটদানের হার ছিল 86.51 শতাংশ ৷

কোচবিহার: 2019 সালে কোচবিহারে ভোট পড়েছিল 84.09 শতাংশ ৷ 2024 সালে সেটা কমে দাঁড়িয়েছে 82.17 শতাংশে ৷ অর্থাৎ, কোচবিহারে ভোটদানের হার কমেছে 1.91 শতাংশ ৷

আলিপুরদুয়ার: 2019 সালে আলিপুরদুয়ারে ভোট পড়েছিল 83.79 শতাংশ ৷ 2024 সালে সেটা কমে দাঁড়িয়েছে 79.76 শতাংশে ৷ অর্থাৎ, ভোটদানের হার কমেছে 4.03 শতাংশ ৷ তিন কেন্দ্রের মধ্যে এখানেই ভোটদানের হার সবচেয়ে বেশি কমেছে ৷

যদিও নির্বাচন কমিশন জানিয়েছে, সাত দফা নির্বাচনের প্রথম ও বৃহত্তম ধাপের ভোটগ্রহণে সবচেয়ে বেশি ভোটদান হয়েছে লাক্ষাদ্বীপে ৷ কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট পড়েছে 83.88 শতাংশ ৷ ভোটদানের হারের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গে । তৃতীয় স্থানে রয়েছে ত্রিপুরা ৷ পড়শি রাজ্যে অবশ্য একটি আসনেই ভোট হয়েছে ৷ পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে ভোটদানের হার 81.62 শতাংশ ৷ যা পশ্চিমবঙ্গের তুলনায় মাত্র 0.24 শতাংশ কম ৷ সিকিমে ভোটদানের হার 80.03 শতাংশ ৷ সবচেয়ে কম ভোট পড়েছে বিহারে ৷ লালুর রাজ্যে ভোটদানের হার 48.88 শতাংশ ৷

গত লোকসভা নির্বাচনে রাজ্যে 18টি আসন জিতেছিল গেরুয়া শিবির ৷ উত্তরবঙ্গ উজার করে পদ্মশিবিরের ভোটবাক্স ভরিয়েছিল ৷ ফলে বঙ্গে আরও জোরালোভাবে দাঁত ফোটাতে উত্তরবঙ্গই বিজেপির তুরুপের তাস ৷ নিজেদের গড় ধরে রাখতে সচেষ্ট বিজেপি ৷ তৃণমূলও চাইছে পুরনো জায়গা ফিরে পেতে ৷ ফলে রাজনীতির মানচিত্রে ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে উত্তরবঙ্গ ৷

প্রথম দফায় তিন জেলা ও শিলিগুড়ির পুলিশ কমিশনারেট মিলিয়ে মোট ভোটারদের সংখ্যা 19 লক্ষ 66 হাজার 893 । তার মধ্যে 11 লক্ষ 52 হাজার 88 জন ভোটার আজ ভোট দিয়েছেন । ভোটকর্মী ছিলেন 27 হাজার 907 জন । 100 শতাংশ বুথেই ওয়েব কাস্টিং হয়েছে । যদিও 581 জন মাইক্রো অবজারভার ছিলেন । এর সঙ্গে ছিলেন তিন জন জেনারেল অবজারভার এবং পুলিশ ও আয়-ব্যয় পর্যবেক্ষক । মোট 263 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল । পাশাপাশি ছিল 10 হাজার 150 জন রাজ্য পুলিশ।

দেশের সাধারণ নির্বাচনের ইতিহাস তিন কেন্দ্রকে ‘শান্ত’ তমকা দিলেও রাজ্যের 2021 বিধানসভা নির্বাচনে শীতলকুচি দেখেছিল দেশে ৷ সিআইএসএফ জওয়ানের ছোড়া গুলিতে প্রাণ হারিয়েছিলেন 4 জন ৷ ফলে উত্তরবঙ্গের নির্বাচন নিয়ে এবার নির্বাচন কমিশন আরও বেশি সতর্ক ৷ প্রথম দফায় বিভিন্ন জায়গা থেকে 556টি অভিযোগ জমা পড়লেও কমিশন জানিয়েছে, তিন জেলাতেই শান্তিপূর্ণভাবে হয়েছে ভোটগ্রহণ ৷ দু-একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটের উপর নির্বাচন ছিল শান্তিপূর্ণ । গতকাল সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক ডক্টর আরিজ আফতাব ।

আরও পড়ুন:

  1. তিন জেলায় বিক্ষিপ্ত অশান্তি, ধারা বজায় রেখেই শান্তিপূর্ণ ভোট উত্তরবঙ্গে
  2. বিশ্বের সর্ববৃহৎ নির্বাচনের প্রথম দফায় ভোট পড়ল 60 শতাংশের বেশি
  3. ডুডল বদলে দেশের নির্বাচনী উৎসবে শরিক গুগল
Last Updated : Apr 20, 2024, 5:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.