ETV Bharat / state

নতুন বাবা-মায়ের সঙ্গে মেদিনীপুরের হোম থেকে বেলজিয়ামে পাড়ি 2 শিশুকন্যার

Child Adopt from Midnapore: নতুন বাবা-মায়ের হাত ধরে বেলজিয়ামে পাড়ি মেদিনীপুর হোমের দুই শিশু কন্যার ৷ এই নিয়ে জেলা থেকে বিদেশে পাড়ি দেওয়া শিশুর সংখ্যা দাঁড়াল 45 ৷ খুশি অতিরিক্ত জেলাশাসক থেকে শিশুগুলি ৷

Child Adopt
শিশু কন্যা দত্তক
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 21, 2024, 1:54 PM IST

মেদিনীপুরের দুই শিশুকে দত্তক নিলেন বেলজিয়াম দম্পতি

মেদিনীপুর, 21 ফেব্রুয়ারি: মেদিনীপুরের দুই শিশুকন্যাকে দত্তক নিলেন বেলজিয়ামের এক দম্পতি ৷ বিদেশে পাড়ি দিতে চলেছে জেলার আরও দুই অনাথ শিশু ৷ এই নিয়ে পশ্চিম মেদিনীপুর থেকে বিদেশে পাড়ি দেওয়া শিশুর সংখ্যা দাঁড়াল 45 ৷

পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বালিকা হোমে বড় হচ্ছে বেশ কয়েকটি অনাথ শিশু । তাদের মধ্যে থেকে দুই শিশুকন্যার দায়িত্বভার নিতে চলছে বেলজিয়ামের দম্পতি । ভারতীয় বংশোদ্ভূত আদিল মাসুদ ও তাঁর স্ত্রী রেহিলা বানু বেলজিয়ামের ব্রাসেলসের বাসিন্দা ৷ পেশায় কেমিক্যাল ইন্ডাস্ট্রির কর্মী এই দম্পতি । দশ বছরের বিবাহিত জীবন তাঁদের ৷

বিয়ের এত বছর পরও কোনও বাচ্চা না হওয়ায় অবশেষে দত্তক নেওয়ার পথে হাঁটেন তাঁরা ৷ সেই মতো দম্পতি অনলাইনের মাধ্যমে রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলার বালিকা হোমের সঙ্গে যোগাযোগ করেন । এরপর বিদ্যাসাগর হোমের দুই শিশুকন্যাকে দত্তক নিয়ে যাবতীয় নিয়ম কানুন সম্পূর্ণ করেন তাঁরা ৷ ইতিমধ্যে কাগজপত্র সব প্রস্তুত হয়ে গিয়েছে ৷

এ দিন জেলাশাসকের পুরনো বিল্ডিংয়ে অতিরিক্ত জেলাশাসক কেম্পাহোন্নায়ার হাত ধরে এই দুই শিশু পেল তাদের নতুন মা-বাবাকে । এই দুই শিশু গত দেড় বছর ধরে বিদ্যাসাগর বালিকা হোমে বড় হচ্ছিল । এ দিন এই ছোট্ট অনুষ্ঠানে উপস্থিত হন অতিরিক্ত জেলাশাসক, বেলজিয়ামের দম্পতি এবং বিদ্যাসাগর বালিকা হোম কর্তৃপক্ষ ।

এ দিন আদিল মাসুদ বলেন, "বিয়ের 10 বছর পেরোলেও আমাদের কোনও বাচ্চা নেই । তাই আমরা দত্তক নেওয়ার ইচ্ছে প্রকাশ করি । বেলজিয়ামে বাচ্চা নিতে গেলে নানারকম ঝামেলা রয়েছে ৷ তাই আমরা ভারত থেকেই বাচ্চা দত্তক নেওয়ার আবেদন করেছিলাম অনলাইনের মাধ্যমে । যেহেতু একটা বাচ্চা দত্তক নিয়ে তাকে বড় করতে সমস্যা হতে পারে ৷ তাই দুই বোনকে একসঙ্গে আমরা দত্তক নিলাম । ওরা ভবিষ্যতে যা হতে চায় তাই হবে ৷ সর্বদা আমরা পাশে থেকে সাহায্য করার চেষ্টা করব তাদের ।"

অতিরিক্ত জেলাশাসক কেম্পাহোন্নায়া বলেন, "দত্তক নেওয়ার একটা নির্দিষ্ট পদ্ধতি রয়েছে ৷ সেই পদ্ধতি মেনে এই দুই শিশু বেলজিয়াম যাচ্ছে । এই নিয়ে জেলার 45টি শিশু বিদেশে গেল । বিদ্যাসাগর হোমে এখনও ছ'টি শিশু রয়েছে যারা বাইরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে । আমরা ওই বাবা-মা হারা শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি ।"

আরও পড়ুন:

  1. মিলান থেকে মেদিনীপুর! আদিবাসী শিশুকে দত্তক নিলেন ইতালীয় দম্পতি
  2. মেয়ের জন্মদিনে আবেগঘন মা, রেনের 24 বছরের জন্মদিনে স্মৃতি রোমন্থন সুস্মিতার
  3. দত্তক কন্যার উপর অত্যাচারের অভিযোগে গুয়াহাটিতে আটক চিকিৎসক দম্পতি

মেদিনীপুরের দুই শিশুকে দত্তক নিলেন বেলজিয়াম দম্পতি

মেদিনীপুর, 21 ফেব্রুয়ারি: মেদিনীপুরের দুই শিশুকন্যাকে দত্তক নিলেন বেলজিয়ামের এক দম্পতি ৷ বিদেশে পাড়ি দিতে চলেছে জেলার আরও দুই অনাথ শিশু ৷ এই নিয়ে পশ্চিম মেদিনীপুর থেকে বিদেশে পাড়ি দেওয়া শিশুর সংখ্যা দাঁড়াল 45 ৷

পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বালিকা হোমে বড় হচ্ছে বেশ কয়েকটি অনাথ শিশু । তাদের মধ্যে থেকে দুই শিশুকন্যার দায়িত্বভার নিতে চলছে বেলজিয়ামের দম্পতি । ভারতীয় বংশোদ্ভূত আদিল মাসুদ ও তাঁর স্ত্রী রেহিলা বানু বেলজিয়ামের ব্রাসেলসের বাসিন্দা ৷ পেশায় কেমিক্যাল ইন্ডাস্ট্রির কর্মী এই দম্পতি । দশ বছরের বিবাহিত জীবন তাঁদের ৷

বিয়ের এত বছর পরও কোনও বাচ্চা না হওয়ায় অবশেষে দত্তক নেওয়ার পথে হাঁটেন তাঁরা ৷ সেই মতো দম্পতি অনলাইনের মাধ্যমে রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলার বালিকা হোমের সঙ্গে যোগাযোগ করেন । এরপর বিদ্যাসাগর হোমের দুই শিশুকন্যাকে দত্তক নিয়ে যাবতীয় নিয়ম কানুন সম্পূর্ণ করেন তাঁরা ৷ ইতিমধ্যে কাগজপত্র সব প্রস্তুত হয়ে গিয়েছে ৷

এ দিন জেলাশাসকের পুরনো বিল্ডিংয়ে অতিরিক্ত জেলাশাসক কেম্পাহোন্নায়ার হাত ধরে এই দুই শিশু পেল তাদের নতুন মা-বাবাকে । এই দুই শিশু গত দেড় বছর ধরে বিদ্যাসাগর বালিকা হোমে বড় হচ্ছিল । এ দিন এই ছোট্ট অনুষ্ঠানে উপস্থিত হন অতিরিক্ত জেলাশাসক, বেলজিয়ামের দম্পতি এবং বিদ্যাসাগর বালিকা হোম কর্তৃপক্ষ ।

এ দিন আদিল মাসুদ বলেন, "বিয়ের 10 বছর পেরোলেও আমাদের কোনও বাচ্চা নেই । তাই আমরা দত্তক নেওয়ার ইচ্ছে প্রকাশ করি । বেলজিয়ামে বাচ্চা নিতে গেলে নানারকম ঝামেলা রয়েছে ৷ তাই আমরা ভারত থেকেই বাচ্চা দত্তক নেওয়ার আবেদন করেছিলাম অনলাইনের মাধ্যমে । যেহেতু একটা বাচ্চা দত্তক নিয়ে তাকে বড় করতে সমস্যা হতে পারে ৷ তাই দুই বোনকে একসঙ্গে আমরা দত্তক নিলাম । ওরা ভবিষ্যতে যা হতে চায় তাই হবে ৷ সর্বদা আমরা পাশে থেকে সাহায্য করার চেষ্টা করব তাদের ।"

অতিরিক্ত জেলাশাসক কেম্পাহোন্নায়া বলেন, "দত্তক নেওয়ার একটা নির্দিষ্ট পদ্ধতি রয়েছে ৷ সেই পদ্ধতি মেনে এই দুই শিশু বেলজিয়াম যাচ্ছে । এই নিয়ে জেলার 45টি শিশু বিদেশে গেল । বিদ্যাসাগর হোমে এখনও ছ'টি শিশু রয়েছে যারা বাইরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে । আমরা ওই বাবা-মা হারা শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি ।"

আরও পড়ুন:

  1. মিলান থেকে মেদিনীপুর! আদিবাসী শিশুকে দত্তক নিলেন ইতালীয় দম্পতি
  2. মেয়ের জন্মদিনে আবেগঘন মা, রেনের 24 বছরের জন্মদিনে স্মৃতি রোমন্থন সুস্মিতার
  3. দত্তক কন্যার উপর অত্যাচারের অভিযোগে গুয়াহাটিতে আটক চিকিৎসক দম্পতি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.