ডায়মন্ড হারবার, 14 মে: লেখক অরিন্দম দাসের কথায়, "চাই না এমন নির্বাচন, চাই না এমন ভোট । যেখানে মানুষেরা নয় এক জোট । শান্তি ভুলে মানুষ ভোটযুদ্ধে আত্মহারা ৷ সভ্যতার প্রদীপ নিভে রাজপথে বয় রক্তনদীর ধারা..."
গণতন্ত্রের উৎসব নির্বাচন ৷ অথচ এই উৎসব এলেই ঝরে রক্ত ৷ হিংসার বলি হন অসংখ্য মানুষ ৷ খালি হয়ে যায় কত মায়ের কোল ৷ স্বামীহারা হন কত স্ত্রী, অনাথ হয়ে যায় কত শিশু ৷ এবারের লোকসভা নির্বাচনে যাতে তেমনটা না হয়, তাই 'শান্তির দূত' হিসাবে গ্রামে গঞ্জে-মেঠো পথ থেকে নদী পথে পৌঁছে যাচ্ছেন পূর্ব বর্ধমানের বাউল শিল্পী স্বপন দত্ত ৷ শান্তিপূর্ণ ভোটের আর্জি জানাচ্ছেন তিনি ৷ গানে গানে চলছে তাঁর এই মানবিক প্রচার ৷
বাউল স্বপন দত্ত বলেন, "ভোট এলেই সর্বত্রই ভয় আতঙ্কের ছবি দেখা যায় । বাংলার বিভিন্ন প্রান্তে ঘটে হিংসার ঘটনা । তাই বলে ভোটদান থেকে বিরত থাকলে চলবে না । মানুষের মধ্য থেকে সেই আতঙ্ক দূর করতে হবে । সাধারণ মানুষকে আরও অনেক সচেতন হতে হবে । আর সেই কাজ করতেই আমার এই উদ্যোগ । আমি আশাবাদী আমার এই উদ্যোগ সমাজে ছাপ ফেলবে । রাজনৈতিক দলগুলির মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আসন্ন নির্বাচনকে উৎসবের রূপ দেবে ।"
এর আগে রাজ্যের একাধিক লোকসভা কেন্দ্রের মানুষকে সতর্ক করেছেন বাউল শিল্পী ৷ এবার তিনি এলেন ডায়মন্ড হারবারে ৷ শেষ দফায় এই লোকসভা কেন্দ্রে ভোট ৷ এখানে লড়ছেন তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো হেভিওয়েট প্রার্থীরা ৷ আগের চারটে দফার মতো আর অশান্তি যাতে না ছড়ায়, সেই লক্ষ্য স্বপন দত্তের ৷
তাঁর কথায়, "ভোটে যেন কোনওভাবেই মারামারি, কাটাকাটি, বোমাবাজি অথবা হিংসার ঘটনা যেন না ঘটে । ভোটে যেন কোন মায়ের কোল খালি না হয় । ভোট হল গণতন্ত্রের বড় উৎসব । সেখানে কেন হিংসার ঘটনা ঘটবে? ৷" যাতে শান্তিপূর্ণভাবে ভোট হয় তার জন্য তিনি পুলিশ, রাজনৈতিক দলগুলি এবং নির্বাচন কমিশনের কাছে গানের মাধ্যমে দায়িত্ব পালনের আবেদন জানিয়েছেন । তাঁর এই গানে গানে প্রচারকে কুর্নিশ জানাচ্ছেন ভোটাররাও ৷
এ বিষয়ে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ভোটার রূপেশ রায়ের বক্তব্য, "এক অভিনব উদ্যোগ নিয়েছেন বাউল শিল্পী । নিজ উদ্যোগে এলাকার মানুষ দেখে যেভাবে বাউল গানের মাধ্যমে সচেতন করছেন এই শিল্পী তা সত্যিই প্রশংসার যোগ্য । বাউল গান আমরা খুব ভালোবাসি এবং এই গানের মাধ্যমে আশা করি মানুষ অনেকটাই সচেতন হবে । অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করার দায়িত্ব যেমন রাজ্যের নির্বাচন কমিশনের সেই রকম সাধারণ মানুষেরও । আমরা চাই রক্তপাতহীন, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হোক ।"
কোন পারিশ্রমিকের বিনিময়ে নয়, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে নিজের উদ্যোগে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করছেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত এই বাউল শিল্পী । তিনি বলেন, "এলাকার মানুষদের সচেতন করতে আমি পাহাড় থেকে সাগর পর্যন্ত যাত্রা করছি ৷ এই যাত্রা শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছি । ইতিমধ্যেই আমি 23টি জেলাতে আমার এই বাউল গানের মাধ্যমে এলাকার মানুষদের সচেতন করেছি । সাধারণ মানুষদের সাড়াও পেয়েছি অভূতপূর্ব । আমার এই গানের মাধ্যমে অনেক মানুষ সচেতন হয়েছে ৷ কয়েকটি দফায় বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটের উপর শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে । আগামী দফায়ও অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন হবে এমনটাই আশা করছি ।"
আগামী 1 জুন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে নির্বাচন । গরমকে উপেক্ষা করে সকল রাজনৈতিক দলের কর্মী সমর্থক থেকে শুরু করে প্রার্থীরা ভোট ময়দানে নেমে পড়েছেন । চলছে জোরকদমে ভোট প্রচার । এই আসনে তৃণমূল প্রার্থী ও বিদায়ী সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রধানত লড়াই বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ওরফে ববির সঙ্গে ৷ এই কেন্দ্রে সিপিএম প্রার্থী করেছে প্রতিকুর রহমানকে । আইএসএফের তরফে লড়ছেন মজনু লস্কর ।
আরও পড়ুন: