ETV Bharat / state

সোনার দোকানের সামনে থেকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার 2 দুষ্কৃতী - Miscrients Arrested in Bankura - MISCRIENTS ARRESTED IN BANKURA

Bankura Robbery Case: বাঁকুড়া সদর থানা এলাকার একটি সোনার দোকানের সামনে থেকে অস্ত্র-সহ দুই দূষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ । গত কয়েকদিনে রাজ্যের একাধিক জায়গায় সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে ৷ এবারও বাঁকুড়াতেও সোনার দোকানের সামনে থেকে গ্রেফতার হল 2 দুষ্কৃতী ৷

Bankura Robbery Case
সোনার দোকানের সামনে গ্রেফতার দুই (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 28, 2024, 4:31 PM IST

Updated : Jun 28, 2024, 4:42 PM IST

বাঁকুড়া, 28 জুন: সোনার দোকানের সামনে থেকে গ্রেফতার দুই দুষ্কৃতী ৷ ঘটনাটি ঘটেছে বাঁকুড়ায় ৷ মাত্র কয়েকদিন আগে আসানসোলের রানিগঞ্জে দিনে দুপুরে একটি সোনার দোকানে তাণ্ডব চালায় ভিন রাজ্যের 7 জন সশস্ত্র দুষ্কৃতী ৷ ডাকাতির উদ্দেশ্যে দোকানে ঢুকে লুটপাট চালায় তারা । 'ওয়ান ম্যান আর্মি' হয়ে শ্রীপুর ফাঁড়ির আইসি মেঘনাথ মণ্ডল তাদের বিরুদ্ধে লড়াই চালান ।

এরপর একের পর এক দুষ্কৃতী ধরা পড়ে রানিগঞ্জ থানার পুলিশের হাতে। এবার বাঁকুড়া সদর থানা এলাকায় ওই একই সংস্থার সোনার দোকানের সামনে অস্ত্র-সহ ভীন রাজ্যের দুই দূষ্কৃতীকে গ্রেফতার করলো বাঁকুড়া সদর থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম অজিত কুমার এবং রোহিত কুমার রায় ৷ দু'জনেরই বাড়ি বিহারে।

জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় বাঁকুড়া শহরের কাটজুড়িডাঙ্গা মোড় এলাকার একটি সোনার শোরুমের সামনে থেকে ওই দুই দূস্কৃতিকে পুলিশ গ্রেফতার করে । পরে শুক্রবার পুলিশের তরফ থেকে ধৃতদের বাঁকুড়া জেলা আদালতে তোলা হলে বিচারক 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে খবর, এদিন সন্ধ্যায় কাটজুড়িডাঙ্গা একটি নামি সোনার গহনার শোরুমের সামনে সন্দেহভাজন 6 জনকে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়রাই পুলিশে খবর দেন ।

পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে দু'জনকে ধরে ফেলে । ধৃতদের কাছ থেকে তিনটি কার্তুজ-সহ একটি বন্দুক, দু'টি অ্যানড্রয়েড ফোন, একটি ছোটো ফোন, একটি মোটর বাইক এবং বেশ কিছু নগদ টাকা উদ্ধার করা হয় । ধৃতদের সঙ্গে কথা বলে বিষয়টি বিস্তারিত জানার কাজ শুরু করেছে পুলিশ ৷ ঠিক কী কারণে এই দু'জন এখানে এসেছিল তা জানার কাজ হচ্ছে ৷

বাঁকুড়া, 28 জুন: সোনার দোকানের সামনে থেকে গ্রেফতার দুই দুষ্কৃতী ৷ ঘটনাটি ঘটেছে বাঁকুড়ায় ৷ মাত্র কয়েকদিন আগে আসানসোলের রানিগঞ্জে দিনে দুপুরে একটি সোনার দোকানে তাণ্ডব চালায় ভিন রাজ্যের 7 জন সশস্ত্র দুষ্কৃতী ৷ ডাকাতির উদ্দেশ্যে দোকানে ঢুকে লুটপাট চালায় তারা । 'ওয়ান ম্যান আর্মি' হয়ে শ্রীপুর ফাঁড়ির আইসি মেঘনাথ মণ্ডল তাদের বিরুদ্ধে লড়াই চালান ।

এরপর একের পর এক দুষ্কৃতী ধরা পড়ে রানিগঞ্জ থানার পুলিশের হাতে। এবার বাঁকুড়া সদর থানা এলাকায় ওই একই সংস্থার সোনার দোকানের সামনে অস্ত্র-সহ ভীন রাজ্যের দুই দূষ্কৃতীকে গ্রেফতার করলো বাঁকুড়া সদর থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম অজিত কুমার এবং রোহিত কুমার রায় ৷ দু'জনেরই বাড়ি বিহারে।

জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় বাঁকুড়া শহরের কাটজুড়িডাঙ্গা মোড় এলাকার একটি সোনার শোরুমের সামনে থেকে ওই দুই দূস্কৃতিকে পুলিশ গ্রেফতার করে । পরে শুক্রবার পুলিশের তরফ থেকে ধৃতদের বাঁকুড়া জেলা আদালতে তোলা হলে বিচারক 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে খবর, এদিন সন্ধ্যায় কাটজুড়িডাঙ্গা একটি নামি সোনার গহনার শোরুমের সামনে সন্দেহভাজন 6 জনকে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়রাই পুলিশে খবর দেন ।

পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে দু'জনকে ধরে ফেলে । ধৃতদের কাছ থেকে তিনটি কার্তুজ-সহ একটি বন্দুক, দু'টি অ্যানড্রয়েড ফোন, একটি ছোটো ফোন, একটি মোটর বাইক এবং বেশ কিছু নগদ টাকা উদ্ধার করা হয় । ধৃতদের সঙ্গে কথা বলে বিষয়টি বিস্তারিত জানার কাজ শুরু করেছে পুলিশ ৷ ঠিক কী কারণে এই দু'জন এখানে এসেছিল তা জানার কাজ হচ্ছে ৷

Last Updated : Jun 28, 2024, 4:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.