ETV Bharat / state

3 মার্চ থেকে উচ্চমাধ্যমিক, রেজিস্ট্রেশন করেও পরীক্ষা দিচ্ছে না 55 হাজার পড়ুয়া - HS EXAM 2025

এবারে সমস্ত উচ্চমাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে থাকছে মেটাল ডিটেক্টর ৷ প্রশ্নপত্রে থাকবে ইউনিক সিরিয়াল নম্বর । পাশপাশি অ্যাডমিট কার্ডে থাকবে পরীক্ষা কেন্দ্রের নাম ৷

HS exam 2025
3 মার্চ থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 27, 2025, 12:44 PM IST

সল্টলেক, 27 ফেব্রুয়ারি: আগামী 3 মার্চ থেকে শুরু হচ্ছে এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা ৷ এবার উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা 5 লক্ষ 8 হাজার 413 জন । তবে একাদশ শ্রেণিতে রেজিস্ট্রেশন করালেও এবার উচ্চমাধ্যমিকে বসছে না প্রায় 55 হাজার পরীক্ষার্থী । কী কারণ ?

প্রায় 55 হাজার জন পড়ুয়ার পরীক্ষা না দেওয়ার পিছনে কারণ হিসাবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, "মাধ্যমিক পরীক্ষার পর বহু পড়ুয়াই অন্য কোর্সে চলে যায় । একাদশ শ্রেণিতে রেজিস্ট্রেশন করে নেয় অনেকে ৷ কিন্তু, পরে আবার অনেকেই ডিপ্লোমা করার দিকে চলে যায় । অনেকে বিভিন্ন চাকরিতে যোগ দেয় ৷ তাই সেই ক্ষেত্রে এবার উচ্চমাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা কমেছে । তবে মাত্র 10 শতাংশ মতো 'ড্রপ আউট' ৷ তবে এটাকে 'ড্রপ আউট' বলা ঠিক না ৷ অনেকে অন্যদিকে পড়তে চলে যায় ৷ অনেকে একবছর ড্রপ করে পরের বছর ভালো করে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দেয় ৷ সেই সংখ্যাটা খুবই সামান্য ৷"

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য (ইটিভি ভারত)

এই বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হবে 18 মার্চ । সকাল 9টা থেকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশের অনুমতি মিলবে সকল পড়ুয়াদের । সকাল 10টা থেকে শুরু হবে পরীক্ষা । পরীক্ষা শেষ হবে বেলা 1টা 15 মিনিটে । এই বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থীদের সংখ্যা গত বছরে তুলনায় আড়াই লক্ষ কম । 2023 সালে মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছিল 5 লক্ষ 65 হাজার 428 জন । যদিও একাদশ শ্রেণিতে রেজিস্ট্রেশন করেছিল প্রায় 5 লক্ষ 64 হাজার জন । পরে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কমে দাঁড়ায় 5 লক্ষ 8 হাজার 413 জন ৷

যদিও এই বছর পরীক্ষায় ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা 47 হাজার 571 জন বেশি । এবার ছাত্রের সংখ্যা 2 লক্ষ 30 হাজার 421 জন ৷ ছাত্রীর সংখ্যা 2 লক্ষ 77 হাজার 992 জন । 23টা জেলাতেই এগিয়ে রয়েছে ছাত্রীরা । এই বছরেই শেষবারের মতো হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা । আগামী বছর থেকে শুরু হবে সেমিস্টার পদ্ধতি । তখন বছরে দু'বার উচ্চমাধ্য়মিক পরীক্ষা হবে ৷

এবার শেষ উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে সংসদ । এই বছর মোট উচ্চমাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের সংখ্যা 2089টি । তার মধ্যে স্পর্শকাতর কেন্দ্র হল 136 । এই বছর সমস্ত পরীক্ষা কেন্দ্রে প্রবেশের আগে মেটাল ডিটেক্টর দিয়ে চেক করা হবে পড়ুয়াদের । তার সঙ্গে প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্রের কম করেও দু'জন পর্যবেক্ষক থাকবেন । তাদের মধ্যে একজন ভেন্যু সুপারভাইজারের ঘর থেকে প্রশ্নপত্র নিয়ে আসবেন । অন্য আরেকজন কোনও পরীক্ষার্থীর কাছে মোবাইল ফোন অথবা কোনও ইলেকট্রনিক গেজেট রয়েছে কি না তা নিশ্চিত করবেন । তার সঙ্গে প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্রে কম করে দুটো সিসিটিভি ক্যামেরা বাধ্যতামূলক ।

একইসঙ্গে কোন কেন্দ্রে উচ্চমাধ্যমিক পরীক্ষা পড়েছে, এই বছর পড়ুয়াদের অ্যাডমিট কার্ডে তার উল্লেখ থাকছে ৷ বেশ কিছু বছর ধরে অ্যাডমিট কার্ডে পরীক্ষা কেন্দ্রের নাম থাকত না ৷ তবে 2024 সালে যারা উচ্চমাধ্যমিকের জন্য রেজিস্ট্রেশন করেছে, তাদের অ্যাডমিট কার্ডে পরীক্ষা কেন্দ্রের নাম থাকছে ৷ কোনও রকম বিভ্রান্তি এড়াতে এই সিদ্ধান্ত সংসদের ৷

অন্যদিকে, এবার প্রশ্নপত্র যাতে ফাঁস না হয় সে ক্ষেত্রে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ । এবার প্রশ্নপত্রে থাকবে ডিজিটাল সিরিয়াল নম্বর । এছাড়াও থাকবে ইউনিক সিরিয়াল নম্বর । যা লিখতে হবে উত্তরপত্রে । তার পাশাপাশি কিউআর কোড এবং বারকোড থাকবে প্রত্যেকটি প্রশ্নপত্রে ।

সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, "যদি এরপরেও কেউ প্রশ্নপত্রের ছবি তুলে অন্য কাউকে পাঠান তাহলে কে এই কাজ করেছে তা আমরা খুব দ্রুততায় ধরে ফেলব । কারণ নিরাপত্তাজনিত আরও একটি বিষয় প্রশ্নপত্র থাকবে ।" তবে একাধিকবার চেক করার পরেও যদি কোনও পরীক্ষার্থীর কাছ থেকে ইলেকট্রনিক গেজেট বা যোগাযোগের মাধ্যম পাওয়া যায়, তাহলে সেই পড়ুয়ার ওই বছরের সমস্ত পরীক্ষা বাতিল করে দেওয়া হবে । এমনটাই স্পষ্ট জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ৷

সল্টলেক, 27 ফেব্রুয়ারি: আগামী 3 মার্চ থেকে শুরু হচ্ছে এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা ৷ এবার উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা 5 লক্ষ 8 হাজার 413 জন । তবে একাদশ শ্রেণিতে রেজিস্ট্রেশন করালেও এবার উচ্চমাধ্যমিকে বসছে না প্রায় 55 হাজার পরীক্ষার্থী । কী কারণ ?

প্রায় 55 হাজার জন পড়ুয়ার পরীক্ষা না দেওয়ার পিছনে কারণ হিসাবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, "মাধ্যমিক পরীক্ষার পর বহু পড়ুয়াই অন্য কোর্সে চলে যায় । একাদশ শ্রেণিতে রেজিস্ট্রেশন করে নেয় অনেকে ৷ কিন্তু, পরে আবার অনেকেই ডিপ্লোমা করার দিকে চলে যায় । অনেকে বিভিন্ন চাকরিতে যোগ দেয় ৷ তাই সেই ক্ষেত্রে এবার উচ্চমাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা কমেছে । তবে মাত্র 10 শতাংশ মতো 'ড্রপ আউট' ৷ তবে এটাকে 'ড্রপ আউট' বলা ঠিক না ৷ অনেকে অন্যদিকে পড়তে চলে যায় ৷ অনেকে একবছর ড্রপ করে পরের বছর ভালো করে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দেয় ৷ সেই সংখ্যাটা খুবই সামান্য ৷"

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য (ইটিভি ভারত)

এই বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হবে 18 মার্চ । সকাল 9টা থেকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশের অনুমতি মিলবে সকল পড়ুয়াদের । সকাল 10টা থেকে শুরু হবে পরীক্ষা । পরীক্ষা শেষ হবে বেলা 1টা 15 মিনিটে । এই বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থীদের সংখ্যা গত বছরে তুলনায় আড়াই লক্ষ কম । 2023 সালে মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছিল 5 লক্ষ 65 হাজার 428 জন । যদিও একাদশ শ্রেণিতে রেজিস্ট্রেশন করেছিল প্রায় 5 লক্ষ 64 হাজার জন । পরে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কমে দাঁড়ায় 5 লক্ষ 8 হাজার 413 জন ৷

যদিও এই বছর পরীক্ষায় ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা 47 হাজার 571 জন বেশি । এবার ছাত্রের সংখ্যা 2 লক্ষ 30 হাজার 421 জন ৷ ছাত্রীর সংখ্যা 2 লক্ষ 77 হাজার 992 জন । 23টা জেলাতেই এগিয়ে রয়েছে ছাত্রীরা । এই বছরেই শেষবারের মতো হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা । আগামী বছর থেকে শুরু হবে সেমিস্টার পদ্ধতি । তখন বছরে দু'বার উচ্চমাধ্য়মিক পরীক্ষা হবে ৷

এবার শেষ উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে সংসদ । এই বছর মোট উচ্চমাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের সংখ্যা 2089টি । তার মধ্যে স্পর্শকাতর কেন্দ্র হল 136 । এই বছর সমস্ত পরীক্ষা কেন্দ্রে প্রবেশের আগে মেটাল ডিটেক্টর দিয়ে চেক করা হবে পড়ুয়াদের । তার সঙ্গে প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্রের কম করেও দু'জন পর্যবেক্ষক থাকবেন । তাদের মধ্যে একজন ভেন্যু সুপারভাইজারের ঘর থেকে প্রশ্নপত্র নিয়ে আসবেন । অন্য আরেকজন কোনও পরীক্ষার্থীর কাছে মোবাইল ফোন অথবা কোনও ইলেকট্রনিক গেজেট রয়েছে কি না তা নিশ্চিত করবেন । তার সঙ্গে প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্রে কম করে দুটো সিসিটিভি ক্যামেরা বাধ্যতামূলক ।

একইসঙ্গে কোন কেন্দ্রে উচ্চমাধ্যমিক পরীক্ষা পড়েছে, এই বছর পড়ুয়াদের অ্যাডমিট কার্ডে তার উল্লেখ থাকছে ৷ বেশ কিছু বছর ধরে অ্যাডমিট কার্ডে পরীক্ষা কেন্দ্রের নাম থাকত না ৷ তবে 2024 সালে যারা উচ্চমাধ্যমিকের জন্য রেজিস্ট্রেশন করেছে, তাদের অ্যাডমিট কার্ডে পরীক্ষা কেন্দ্রের নাম থাকছে ৷ কোনও রকম বিভ্রান্তি এড়াতে এই সিদ্ধান্ত সংসদের ৷

অন্যদিকে, এবার প্রশ্নপত্র যাতে ফাঁস না হয় সে ক্ষেত্রে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ । এবার প্রশ্নপত্রে থাকবে ডিজিটাল সিরিয়াল নম্বর । এছাড়াও থাকবে ইউনিক সিরিয়াল নম্বর । যা লিখতে হবে উত্তরপত্রে । তার পাশাপাশি কিউআর কোড এবং বারকোড থাকবে প্রত্যেকটি প্রশ্নপত্রে ।

সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, "যদি এরপরেও কেউ প্রশ্নপত্রের ছবি তুলে অন্য কাউকে পাঠান তাহলে কে এই কাজ করেছে তা আমরা খুব দ্রুততায় ধরে ফেলব । কারণ নিরাপত্তাজনিত আরও একটি বিষয় প্রশ্নপত্র থাকবে ।" তবে একাধিকবার চেক করার পরেও যদি কোনও পরীক্ষার্থীর কাছ থেকে ইলেকট্রনিক গেজেট বা যোগাযোগের মাধ্যম পাওয়া যায়, তাহলে সেই পড়ুয়ার ওই বছরের সমস্ত পরীক্ষা বাতিল করে দেওয়া হবে । এমনটাই স্পষ্ট জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.