কলকাতা, 3 এপ্রিল: সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন ব্যারাকপুরের 'বাহুবলী' অর্জুন সিং। ব্যারাকপুর থেকে লোকসভা নির্বাচনে তাঁকেই টিকিট দিয়েছে পদ্ম শিবির। তারপরই তাঁর বাড়ির চারদিকে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পুলিশি নজরদারি বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে অভিযোগ অর্জুনের ।
ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের গেরুয়া শিবিরের প্রার্থীর অভিযোগ, বিজেপির হয়ে ব্যারাকপুর লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতার কথা ঘোষণার পর পরই তাঁর বাড়ির চারদিক সিসিটিভি ক্যামেরা দিয়ে মুড়ে দিয়েছে পুলিশ । তাঁর সঙ্গে কে বা কারা দেখা করছেন তার উপরও চলছে নজরদারি । এর ফলে তাঁর ব্যক্তিগত গোপনীয়তা নষ্ট হচ্ছে বলে অভিযোগ অর্জুনের আইনজীবীর । অভিযোগ শোনার পর মামলার অনুমতি দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত । আগামী মঙ্গলবার এই মামলার শুনানি হওয়ার কথা ।
উল্লেখ্য, তৃণমূলের বিগ্রেড সমাবেশের পরপরই অর্জুন সিংয়ের বিজেপি যোগের জল্পনা শুরু হয়ে যায় । তিনি তৃণমূলের টিকিট পাননি বলেই বিজেপিতে যোগ দেবেন সে বিষয়ে নিশ্চিত ছিলেন অনেকেই। সেই জল্পনা সত্যি করে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পাচ্ছেন অর্জুন। তা সত্তেও পুলিশ তাঁর উপর নজরদারি করছে বলে অভিযোগ করেন তিনি ।
প্রসঙ্গত, বিজেপিতে যোগদানের পর রাজ্যের শাসক দলের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনেছিলেন অর্জুন সিং । তাঁর অভিযোগ, গত বিধানসভা নির্বাচনের সময় প্রায় 50 জনের বেশি বিজেপি কর্মী খুন হন । সে জন্যই নিজের অনুগামীদের বাঁচাতে তিনি কিছুদিনের জন্য তৃণমূলে চলে যান । কিন্তু সন্দেশখালির ঘটনার পর ফের তিনি তৃণমূল ছাড়ার সিদ্ধান্ত নেন । দেশের কোথাও সাধারণ মানুষের উপর এই ভাবে অত্যাচার করা হয় না বলেও মন্তব্য করেন অর্জুন ।
আরও পড়ুন:
অভিজিৎ গঙ্গোপাধ্যায়-সহ 4 বিজেপি নেতার নিরাপত্তার মেয়াদ বাড়াল কেন্দ্র
লোকসভা নির্বাচনের আগে আশীর্বাদ নিতে মুকুলের বাড়িতে অর্জুন
ভোটের দিন ব্যারাকপুরে 'অর্জুন' ম্যাজিক হবে, পার্থকে হুশিয়ারি পদ্মপ্রার্থীর