ETV Bharat / state

'তৃণমূলের সঙ্গে আঁতাতের ফল', বঙ্গ বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অনুপম - Anupam Slams Bengal BJP Leaders - ANUPAM SLAMS BENGAL BJP LEADERS

Anupam Slams Bengal BJP Leaders: তৃণমূলের সঙ্গে আঁতাতের জন্যই রাজ্যে লোকসভা নির্বাচনে এমন ফল হয়েছে বিজেপির ৷ বঙ্গ বিজেপির নেতাদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন অনুপম হাজরা ৷

ETV BHARAT
বঙ্গ বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অনুপম (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 10, 2024, 5:29 PM IST

Updated : Jun 10, 2024, 7:54 PM IST

বোলপুর, 10 জুন: দুর্নীতিগ্রস্ত তৃণমূলের সঙ্গে আঁতাত করেছিলেন বঙ্গ বিজেপির নেতারা, তাই লোকসভা নির্বাচনের এমন ফল । দিলীপ ঘোষ, সৌমিত্র খাঁ, লকেট চট্টোপাধ্যায়ের পর এবার বাংলার বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য অনুপম হাজরার ৷ লোকসভা নির্বাচনের আগে বঙ্গ বিজেপির নেতাদের বিরুদ্ধে সরব হওয়ায় পদ খোয়াতে হয়েছিল তাঁকে ৷ দেশের পাশাপাশি বঙ্গে আশানুরূপ ফল হয়নি বিজেপির । অনুপমের দাবি, 'অযোগ্য' নেতাদের জন্যই এই ফল । এমনকি তিনি জানান, ফল প্রকাশের দু'দিন পরেই কেন্দ্রীয় নেতৃত্ব তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন । অর্থাৎ, ফের পদে ফেরার ইঙ্গিত দিয়েছে অনুপম হাজরা ৷

বঙ্গ বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অনুপম (নিজস্ব ভিডিয়ো)

লোকসভা নির্বাচনে রাজ্য-সহ দেশে আশানুরূপ ফল হয়নি বিজেপির । বঙ্গে 30টি আসনের লক্ষ্যমাত্রা রেখে 12টি আসনে জয়লাভ করে বিজেপি । দলের হেভিওয়েট নেতানেত্রীদের পরাজয় হয় ৷ এই নিয়ে ফের বিস্ফোরক বিজেপি নেতা অনুপম হাজরা ।

তিনি বলেন, "আটমাস আগে বলেছিলাম, বঙ্গ বিজেপি দুই অঙ্কের সংখ্যা পার করতে পারবে না ৷ যাক 12টা হয়েছে । শুধু লবিবাজি এই ফলের জন্য দায়ী ৷ দলের পুরনো কর্মীদের বসিয়ে রাখা হয়েছে, কাজ করতে দেওয়া হয় না ৷ ছয়টি লোকসভার নাম বলছি, বোলপুর, বীরভূম, পূর্ব-বর্ধমান, আসানসোল, বাঁকুড়া, যাদবপুর । এই কেন্দ্রগুলোয় আদি বিজেপি কর্মীদের সঙ্গে কোনও রকম যোগাযোগ করা হয়নি ৷ এসি ঘরে বসে সিদ্ধান্ত নেন বঙ্গ বিজেপির কিছু নেতা ।" অনুপমের কথায়,, "বিভিন্ন জেলার নেতারা দুর্নীতিগ্রস্ত তৃণমূলের সঙ্গে আঁতাত করেছে । এছাড়া, বঙ্গ বিজেপি অযোগ্যদের পদ দিয়েছে । তাই এই ফল ৷"

তিনি আরও জানান, এই ফলের পর কেন্দ্রীয় নেতৃত্ব তাঁর সঙ্গে যোগাযোগ করেছিল ৷ অর্থাৎ, ফের পদে ফেরার ইঙ্গিত দিয়েছেন অনুপম হাজরা ৷ পাশাপাশি তিনি যে তৃণমূলে যোগ দেবেন না সে কথাও স্পষ্ট করে দেন ৷

উল্লেখ্য, 2014 সালে অনুব্রত মণ্ডলের হাত ধরে তৃণমূলে যোগ দেওয়ার পর লোকসভা নির্বাচনে দলীয় টিকিটে বোলপুর লোকসভা কেন্দ্রের সাংসদ হন অনুপম হাজরা ৷ পরে অনুব্রতর সঙ্গে তাঁর দূরত্ব বাড়তে থাকে । অনুপমকে দল থেকে বহিষ্কার করে তৃণমূল কংগ্রেস । এরপর 2019 সালে লোকসভা নির্বাচনের প্রাক্কালে বিজেপিতে যোগ দেন তিনি ৷ পরে বিজেপির সর্বভারতীয় সম্পাদক করা হয় তাঁকে ৷

এই লোকসভা নির্বাচনের মাত্র আটমাস আগে বঙ্গ বিজেপির নেতাদের বিরুদ্ধে সরব হন অনুপম ৷ বিশেষ করে দলের রাজ্য সম্পাদক অমিতাভ চক্রবর্তী, জগন্নাথ চট্টোপাধ্যায়, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে সংবাদমাধ্যমে সরব হন তিনি ৷ এর খেসারতও তাঁকে দিতে হয় ৷ পদ খোয়াতে হয় তাঁকে ৷

বোলপুর, 10 জুন: দুর্নীতিগ্রস্ত তৃণমূলের সঙ্গে আঁতাত করেছিলেন বঙ্গ বিজেপির নেতারা, তাই লোকসভা নির্বাচনের এমন ফল । দিলীপ ঘোষ, সৌমিত্র খাঁ, লকেট চট্টোপাধ্যায়ের পর এবার বাংলার বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য অনুপম হাজরার ৷ লোকসভা নির্বাচনের আগে বঙ্গ বিজেপির নেতাদের বিরুদ্ধে সরব হওয়ায় পদ খোয়াতে হয়েছিল তাঁকে ৷ দেশের পাশাপাশি বঙ্গে আশানুরূপ ফল হয়নি বিজেপির । অনুপমের দাবি, 'অযোগ্য' নেতাদের জন্যই এই ফল । এমনকি তিনি জানান, ফল প্রকাশের দু'দিন পরেই কেন্দ্রীয় নেতৃত্ব তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন । অর্থাৎ, ফের পদে ফেরার ইঙ্গিত দিয়েছে অনুপম হাজরা ৷

বঙ্গ বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অনুপম (নিজস্ব ভিডিয়ো)

লোকসভা নির্বাচনে রাজ্য-সহ দেশে আশানুরূপ ফল হয়নি বিজেপির । বঙ্গে 30টি আসনের লক্ষ্যমাত্রা রেখে 12টি আসনে জয়লাভ করে বিজেপি । দলের হেভিওয়েট নেতানেত্রীদের পরাজয় হয় ৷ এই নিয়ে ফের বিস্ফোরক বিজেপি নেতা অনুপম হাজরা ।

তিনি বলেন, "আটমাস আগে বলেছিলাম, বঙ্গ বিজেপি দুই অঙ্কের সংখ্যা পার করতে পারবে না ৷ যাক 12টা হয়েছে । শুধু লবিবাজি এই ফলের জন্য দায়ী ৷ দলের পুরনো কর্মীদের বসিয়ে রাখা হয়েছে, কাজ করতে দেওয়া হয় না ৷ ছয়টি লোকসভার নাম বলছি, বোলপুর, বীরভূম, পূর্ব-বর্ধমান, আসানসোল, বাঁকুড়া, যাদবপুর । এই কেন্দ্রগুলোয় আদি বিজেপি কর্মীদের সঙ্গে কোনও রকম যোগাযোগ করা হয়নি ৷ এসি ঘরে বসে সিদ্ধান্ত নেন বঙ্গ বিজেপির কিছু নেতা ।" অনুপমের কথায়,, "বিভিন্ন জেলার নেতারা দুর্নীতিগ্রস্ত তৃণমূলের সঙ্গে আঁতাত করেছে । এছাড়া, বঙ্গ বিজেপি অযোগ্যদের পদ দিয়েছে । তাই এই ফল ৷"

তিনি আরও জানান, এই ফলের পর কেন্দ্রীয় নেতৃত্ব তাঁর সঙ্গে যোগাযোগ করেছিল ৷ অর্থাৎ, ফের পদে ফেরার ইঙ্গিত দিয়েছেন অনুপম হাজরা ৷ পাশাপাশি তিনি যে তৃণমূলে যোগ দেবেন না সে কথাও স্পষ্ট করে দেন ৷

উল্লেখ্য, 2014 সালে অনুব্রত মণ্ডলের হাত ধরে তৃণমূলে যোগ দেওয়ার পর লোকসভা নির্বাচনে দলীয় টিকিটে বোলপুর লোকসভা কেন্দ্রের সাংসদ হন অনুপম হাজরা ৷ পরে অনুব্রতর সঙ্গে তাঁর দূরত্ব বাড়তে থাকে । অনুপমকে দল থেকে বহিষ্কার করে তৃণমূল কংগ্রেস । এরপর 2019 সালে লোকসভা নির্বাচনের প্রাক্কালে বিজেপিতে যোগ দেন তিনি ৷ পরে বিজেপির সর্বভারতীয় সম্পাদক করা হয় তাঁকে ৷

এই লোকসভা নির্বাচনের মাত্র আটমাস আগে বঙ্গ বিজেপির নেতাদের বিরুদ্ধে সরব হন অনুপম ৷ বিশেষ করে দলের রাজ্য সম্পাদক অমিতাভ চক্রবর্তী, জগন্নাথ চট্টোপাধ্যায়, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে সংবাদমাধ্যমে সরব হন তিনি ৷ এর খেসারতও তাঁকে দিতে হয় ৷ পদ খোয়াতে হয় তাঁকে ৷

Last Updated : Jun 10, 2024, 7:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.