ETV Bharat / state

রেশন দুর্নীতি মামলায় ইডি দফতরে বাকিবুর ঘনিষ্ঠ আনিসুর রহমান - West Bengal Ration Scam - WEST BENGAL RATION SCAM

WB Ration Scam: রেশন দুর্নীতি মামলায় ইডি দফতরে হাজিরা বাকিবুর রহমান ঘনিষ্ঠ আনিসুর রহমানের। তাঁর বাড়িতে তল্লাশি চালানোর পর একাধিক নথি নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল ইডি।

Ration Scam
ইডি দফতরে আনিসুর (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 1, 2024, 7:19 PM IST

কলকাতা, 1 অগস্ট: রেশন দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) দফতরে হাজিরা দিলেন বাকিবুর রহমান ঘনিষ্ঠ আনিসুর রহমান। এর আগে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠিয়েছিল ইডি।

রেশন দুর্নীতি মামলায় আনিসুরকে তলব করেছিল ইডি ৷ সেই মতো বৃহস্পতিবার সকালে সল্টলেকে সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে আসেন আনিসুর রহমান। রেশন বন্টন দুর্নীতি মামল প্রথম গ্রেফতার করা হয়েছে বাকিবুর রহমানকে ৷ জানা গিয়েছে, এই আনিসুর রহমান সেই বাকিবুরের ঘনিষ্ঠ। ইতিমধ্যে আনিসুরের বাড়িতেও তল্লাশি অভিযান চালিয়েছে ইডি আধিকারিকরা। এরপরই তাঁকে বেশ কিছু নথিপত্র নিয়ে এদিন আসতে বলা হয়েছিল ইডি দফতরে।

সেই মতো, দেগঙ্গার তৃণমূলের ব্লক সভাপতি আনিসুর রহমান ও তাঁর দাদা চালকল মালিক আলিফ নূর রহমান এসে পৌঁছয় সিজিও কমপ্লেক্সের ইডি দফতরে । মঙ্গলবার 21 ঘণ্টা দীর্ঘ তল্লাশি অভিযানের পর ব্যাঙ্ক এবং ব্যবসায়িক নথি নিয়ে তাঁকে সিজিও কমপ্লেক্সে তলব করেছিল ইডি। সেই মতো তৃণমূল নেতা আনিসুর রহমান ও তার দাদা আলিফ নুর বৃহস্পতিবার সকালে এসে পৌঁছন ইডি দফতরে।

সূত্রের খবর, ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, ব্যবসায়ী বাকিবুর রহমান তাদের জিজ্ঞাসাবাদে একাধিক তথ্য উঠে আসে ৷ সেখান থেকেই নাম উঠে আসে জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ ব্যবসায়ী বারিক বিশ্বাস এবং দেগঙ্গার তৃণমূল ব্লক সভাপতি আনিসুর রহমানের।

অন্যদিকে, আনিসুর রহমান এদিন ইডি দফতরে এসে জানান, তিনি রাজনীতিই করেন ৷ ব্যবসার সঙ্গে তাঁর কোনও সম্পর্কই নেই ৷ যদিও, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, ঘটনার সূত্রপাত 2011 সালে । রেশন দুর্নীতিকাণ্ড সামনে আসার পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হয়েছেন বহু নেতা-প্রভাবশালীরা ৷ তাঁদের মধ্যে অন্যতম আকর্ষণীয় চরিত্র এই বাকিবুর রহমান । আর এই বাকিবুরের ঘনিষ্ঠই ছিলেন আনিসুর রহমান ৷

কলকাতা, 1 অগস্ট: রেশন দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) দফতরে হাজিরা দিলেন বাকিবুর রহমান ঘনিষ্ঠ আনিসুর রহমান। এর আগে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠিয়েছিল ইডি।

রেশন দুর্নীতি মামলায় আনিসুরকে তলব করেছিল ইডি ৷ সেই মতো বৃহস্পতিবার সকালে সল্টলেকে সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে আসেন আনিসুর রহমান। রেশন বন্টন দুর্নীতি মামল প্রথম গ্রেফতার করা হয়েছে বাকিবুর রহমানকে ৷ জানা গিয়েছে, এই আনিসুর রহমান সেই বাকিবুরের ঘনিষ্ঠ। ইতিমধ্যে আনিসুরের বাড়িতেও তল্লাশি অভিযান চালিয়েছে ইডি আধিকারিকরা। এরপরই তাঁকে বেশ কিছু নথিপত্র নিয়ে এদিন আসতে বলা হয়েছিল ইডি দফতরে।

সেই মতো, দেগঙ্গার তৃণমূলের ব্লক সভাপতি আনিসুর রহমান ও তাঁর দাদা চালকল মালিক আলিফ নূর রহমান এসে পৌঁছয় সিজিও কমপ্লেক্সের ইডি দফতরে । মঙ্গলবার 21 ঘণ্টা দীর্ঘ তল্লাশি অভিযানের পর ব্যাঙ্ক এবং ব্যবসায়িক নথি নিয়ে তাঁকে সিজিও কমপ্লেক্সে তলব করেছিল ইডি। সেই মতো তৃণমূল নেতা আনিসুর রহমান ও তার দাদা আলিফ নুর বৃহস্পতিবার সকালে এসে পৌঁছন ইডি দফতরে।

সূত্রের খবর, ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, ব্যবসায়ী বাকিবুর রহমান তাদের জিজ্ঞাসাবাদে একাধিক তথ্য উঠে আসে ৷ সেখান থেকেই নাম উঠে আসে জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ ব্যবসায়ী বারিক বিশ্বাস এবং দেগঙ্গার তৃণমূল ব্লক সভাপতি আনিসুর রহমানের।

অন্যদিকে, আনিসুর রহমান এদিন ইডি দফতরে এসে জানান, তিনি রাজনীতিই করেন ৷ ব্যবসার সঙ্গে তাঁর কোনও সম্পর্কই নেই ৷ যদিও, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, ঘটনার সূত্রপাত 2011 সালে । রেশন দুর্নীতিকাণ্ড সামনে আসার পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হয়েছেন বহু নেতা-প্রভাবশালীরা ৷ তাঁদের মধ্যে অন্যতম আকর্ষণীয় চরিত্র এই বাকিবুর রহমান । আর এই বাকিবুরের ঘনিষ্ঠই ছিলেন আনিসুর রহমান ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.