কলকাতা, 28 অক্টোবর: বিভিন্ন মেডিক্যাল কলেজের সমস্যা সমাধানে টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত হয়েছে আগেই। সেই ফোর্সের সদস্য হতে চেয়ে মেইল করেছেন ডাক্তারদের নতুন সংগঠন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের সদস্যরা। তাদের দাবি, এই টাস্ক ফোর্সে তাদেরও রাখতে হবে । প্রস্তাবের বিরোধিতা করে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের দাবি, চোরকে সঙ্গে রাখলে আর যাই হোক চোর ধরা যায় না।
তাদের তরফে চিকিৎসক অনিকেত মাহাতো বলেন, "সরকারকে ঠিক করতে হবে কাদের নিয়ে তাঁরা এই টাস্ক ফোর্স গঠন করবে ? যারা থ্রেট কালচারে অভিযুক্ত তাদের নিয়ে নাকি এতদিন যারা আন্দোলন করেছে তাদের নিয়ে হবে এই কমিটি সেই সিদ্ধান্ত নিতে হবে সরকারকেই। সারা বাংলা দেখেছে আমাদের আন্দোলন। এমনকী আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দু'বার বৈঠক পর্যন্ত করেছি। তবে ওরা যদি সত্যি টাস্ক ফোর্সে অংশ নেয় তাহলে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের সেখানে থাকার অংশ নেওয়ার প্রশ্নই আসে না। আমি চোর ধরতে যাব চোরকে সঙ্গে নিয়ে! সেটা তো হতে পারে না।"
এর আগে, রবিবার ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের তরফে মুখ্যসচিব মনোজ পন্থকে একটি মেইল করা হয়। সেখানে তারা দাবি জানায়, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের সঙ্গে সমান অনুপাতে তাদের অ্যাসোসিয়েশনের সদস্যদেরও রাখতে হবে টাস্ক ফোর্সের কমিটিতে। এই প্রস্তাবের বিরোধিতা করেছেন আন্দোলনরত চিকিৎসকরা ।
অনিকেত আকও জানান, বৈঠকের সময় নবান্নের সভাঘরে সরকার একটা অবস্থান নিয়েছে। যদি এই মেইল থেকে মুখ্যসচিব তাদের বৈঠকে ডাকেন তাহলে বুঝতে হবে রাজ্য সরকার অন্য অবস্থান নিচ্ছে। কিন্তু রাজ্য সরকার যদি থ্রেট মুক্ত ক্যাম্পাস গড়তে চায় রাজ্যে সরকার তাহলে এবার তাদের একটা পক্ষ নিতে হবে। প্রসঙ্গত, রবিবার মুখ্যসচিব কে মেইল করেছে এই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন। সেখানে এই তাঁরা কমিটি ছাড়াও আরো ও সাতটি দাবি রেখেছেন। তবে এবার তাদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করেন কিনা সেটাই এখন দেখার।