মধ্যমগ্রাম, 29 নভেম্বর: একাধিকবার বিভিন্ন প্রশাসনিক সভায় পুকুর ভরাট নিয়ে কঠোর হতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কিন্তু, সেই বার্তাই সাড় ! অভিযোগ, প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে প্রকাশ্যে চলছে পুকুর ভরাট ৷ এমনকি স্থানীয় কাউন্সিলর কিংবা পুরসভার বিরুদ্ধেও নির্বিকার থাকার অভিযোগ তুলেছে ওয়ার্ডের তৃণমূল নেতৃত্ব ৷ উত্তর 24 পরগনার মধ্যমগ্রাম পুরসভার 13 নম্বর ওয়ার্ডের ঘটনা ৷
অভিযোগ, ওই ওয়ার্ডের ফরওয়ার্ড ব্লকের কাউন্সিলর প্রিয়াঙ্কা মল্লিকের মদতে বেআইনিভাবে পুকুর ভরাট চলছে ৷ এই অভিযোগে কাউন্সিলরের বিরুদ্ধে পোস্টার লাগিয়েছে 13 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ৷ এমনকি 13 নম্বর ওয়ার্ড অধিবাসীবৃন্দের নাম করেও বেশকিছু পোস্টার পড়েছে পুকুর ভরাটের বিরুদ্ধে ৷ যদিও, যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলর প্রিয়াঙ্কা মল্লিক ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিন নম্বর চণ্ডীগড়ের বাসিন্দা সিদ্ধার্থ হালদারের বাড়ি লাগোয়া 21 শতক জমিতে একটি পুকুর রয়েছে ৷ ওই পুকুরটি বহু পুরনো ৷ এক সময় বাসিন্দারা সেই পুকুরে স্নান-সহ দৈনন্দিন কাজে ব্যবহার করতেন ৷ বছর দেড়েক আগে পুকুরটি একবার ভরাটের চেষ্টাও হয়েছিল বলে অভিযোগ ৷ কিন্তু, প্রশাসনের বাধায় ব্যর্থ হয়েছিল সেই চেষ্টা ৷ পুরসভা তখন পুকুর ভরাটের কাজ বন্ধ করে দেয় ৷
অভিযোগ, সম্প্রতি পাড় মেরামতির নামে ফের ওই পুকুর ভরাটের কাজ শুরু হয়েছে ৷ তবে, লুকিয়ে চুরিয়ে নয় ৷ একেবারে প্রকাশ্যে, দিনের আলোতে ৷ অভিযোগ, দিনের অধিকাংশ সময়ে মাটি, রাবিশ ফেলে একটু একটু করে তা ভরাট করা হচ্ছে ৷ বিষয়টি নিয়ে সরব হয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ৷ এমনকি, পুকুর ভরাটের অভিযোগে স্থানীয়রা পোস্টারও লাগিয়েছে ওয়ার্ডে ৷
পুরসভা তথা প্রশাসনের বিরুদ্ধেও উদাসীনতার অভিযোগ উঠেছে ৷ আর সেই সুযোগকেই কাজে লাগিয়ে পুকুরে মাটি ফেলার অভিযোগ করেছে ওয়ার্ড তৃণমূল নেতৃত্ব ৷ যদিও পুর কর্তৃপক্ষের দাবি, "কাজ বন্ধ করতে ইতিমধ্যে 'স্টপ ওয়ার্ক' নোটিশ দেওয়া হয়েছে ৷ তারপরেও বেআইনিভাবে কোনও কাজ হয়ে থাকলে, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে ৷"
এক্ষেত্রে স্থানীয় বাম কাউন্সিলর প্রিয়াঙ্কা মল্লিকের বিরুদ্ধে সরাসরি মদত দেওয়ার অভিযোগ করেছে শাসকদল ৷ এই বিষয়ে অলোক রায় নামে ওয়ার্ডের এক বাসিন্দা তথা তৃণমূল নেতা বলেন, "আরজি কর-কাণ্ডে জাস্টিসের দাবিতে যাঁকে দিনরাত পথে নামতে দেখা গিয়েছে, সেই ফরওয়ার্ড ব্লকের স্থানীয় কাউন্সিলর এই ঘটনায় সম্পূর্ণ নিশ্চুপ ৷ উনি, একবারও ঘটনাস্থলে এসে পুকুর ভরাটের প্রতিবাদ করেননি ৷ তাই, আমাদের মনে হচ্ছে এই ঘটনার পিছনে ওঁর মদত রয়েছে ৷ আমরা চাই, পরিবেশ রক্ষার স্বার্থে এই পুকুর ভরাট বন্ধ হোক ৷"
যদিও, বাসিন্দাদের অভিযোগ উড়িয়ে দিয়েছেন 13 নম্বর ওয়ার্ডের ফরওয়ার্ড ব্লক কাউন্সিলর প্রিয়াঙ্কা মল্লিক ৷ তাঁর দাবি, "যেটা রটানো হচ্ছে সেটা ঠিক নয় ৷ ওটা আসলে একটা ডোবা ৷ পুকুর কিংবা জলাশয় নয় ৷ দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকার ফলে ডোবাটির একদিকে পাড় ভাঙতে শুরু করেছে ৷ অন্যদিকে, সাপ ও মশার উপদ্রবে অতিষ্ঠ হয়ে উঠেছেন আশপাশের লোকজন ৷ তাঁদের দাবিকে মান্যতা দিয়েই পুকুরের পাড় সংস্কারের কাজ চলছে ৷ কোনও ভরাট হচ্ছে না সেখানে ৷ এটা নিয়ে চক্রান্ত চলছে আমার বিরুদ্ধে ৷"
বিষয়টি নিয়ে মধ্যমগ্রাম পুরসভার পুরপ্রধান নিমাই ঘোষ বলেন, "পুরসভার পক্ষ থেকে আগেই স্টপ ওয়ার্কের নির্দেশিকা জারি করা হয়েছে ৷ তারপরেও কীভাবে সেখানে পুকুর ভরাট হচ্ছে, তা অবশ্যই খতিয়ে দেখব ৷ তারপর প্রয়োজনীয় পদক্ষেপ করব ৷ পুকুর ভরাট কোনওভাবেই বরদাস্ত করবে না পুরসভা ৷"