কলকাতা, 2 অগস্ট: পোর্টট্রাস্ট কর্মচারী কোঅপারেটিভ নির্বাচনে কারচুপির অভিযোগ উঠল ৷ আপাতত 31 সেপ্টেম্বর পর্যন্ত কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো স্পেশাল অফিসারই পরিচালনা করবেন কোঅপারেটিভ। শুক্রবার এই নির্দেশ দিল বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চ। আগামী 10 দিনের মধ্যে সব পক্ষকে তাদের বক্তব্য লিখিতভাবে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত ৷ তিন সপ্তাহ পরে ফের মামলার শুনানি ৷
পোর্টট্রাস্টের নির্বাচনে একাধিক অনিয়মের অভিযোগ উঠেছিল রাজ্যের প্রাক্তন সমবায় মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধে ৷ নির্বাচনে এবং কাউন্টিংয়ে এজেন্ট বসতে না দেওয়ার অভিযোগও ছিল তাঁর বিরুদ্ধে ৷ অভিযোগ সিসিটিভি ঢাকা দিয়ে ভোট হয়েছিল ৷ পাশাপাশি রিটার্নিং অফিসারকে ঘটনার দিন ফোন করলেও যোগাযোগ করা সম্ভব হয়নি ৷ এই অভিযোগে আদালতের দ্বারস্থ হয় সিটুর সমর্থকরা।
12 সেপ্টেম্বর 2023 সালে পোর্ট ট্রাস্টের এমপ্লয়িজ কোঅপারেটিভের নির্বাচনে জয় লাভ করেন কলকাতা পোর্ট শ্রমিক ইউনিয়নের প্রার্থীরা। তাঁদের প্রেসিডেন্ট ছিলেন অরূপ রায় বলেই অভিযোগ মামলাকারী আইনজীবীর। সেই নির্বাচনকে চ্যালেঞ্জ করেই মামলা দায়ের হয়েছিল বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে ৷ যতদিন মামলাটি বিচারাধীন থাকবে, ততদিনের জন্য একজন স্পেশাল অফিসারকে ওই কোঅপারেটিভ পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা ৷ পরে মামলাটি আসে বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চে ৷
এদিন বিচারপতি চন্দ নির্দেশ দেন, পোর্ট ট্রাস্টের এমপ্লয়িজ কোআপারেটিভ 30 সেপ্টেম্বর পর্যন্ত পরিচালনা করবেন স্পেশাল অফিসার ৷ প্রাক্তন সমবায় মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধে নির্বাচনের আগে এবং পরে প্রভাব খাটিয়ে কারচুপি করার অভিযোগে তৈরি হওয়া নবনির্বাচিত ইউনিয়নের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা ৷ সেই নির্দেশ বহাল রাখলেন বিচারপতি কৌশিক চন্দ।