আলিপুরদুয়ার, 14 ডিসেম্বর: ভারতীয় জাতীয় পতাকার অপমান ও সংখ্যালঘুদের উপর অত্যাচার ৷ এবার বাংলাদেশিদের জন্য বন্ধ হল আলিপুরদুয়ারের হোটেল এবং রিসর্টের দরজাও । আগেই শিলিগুড়ি এবং মালদার হোটেলগুলিতে বাংলাদেশিদের জন্য 'নো এন্ট্রি' ঘোষণা করা হয়েছিল । এবার সে পথে হাঁটল আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হোটেল অ্যান্ড রিসর্ট ওনার্স অ্যাসোসিয়েশন ৷
গত কয়েক মাস ধরে উত্তপ্ত বাংলাদেশ । ওপার বাংলায় সংখ্যালঘুদের উপর আক্রমণের ঘটনা সামনে আসছে ৷ ভারতের সম্পর্কে একের পর এক নানান মন্তব্য করা হচ্ছে বাংলাদেশের তরফে । ভারতের জাতীয় পতাকা অবমাননার ছবি ধরা পড়েছে সোশাল মিডিয়ায় । সেই সব বিষয়কে সামনে রেখেই আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হোটেল অ্যান্ড রিসর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে বাংলাদেশিদের নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলা পর্যটনের জন্য অন্যতম জনপ্রিয় স্থান । আলিপুরদুয়ার জেলার মধ্যেই রয়েছে চিলাপাতা, জয়ন্তী,বক্সা, জলদাপাড়া । শীতের মরশুমে পর্যটকদের ঢল নামে এইসব এলাকায় । হোটেল, হোমস্টেগুলিতে জায়গা পাওয়া যায় না । বাংলাদেশি পর্যটকরাও এসব জায়গায় সৌন্দর্য উপভোগ করতে আসেন । কিন্তু এবার ওপার বাংলার এই পরিস্থিতিতে কোনওভাবেই বাংলাদেশিদের ছাড় দেওয়া হবে না । এই জন্য বাংলাদেশিদের বয়কট করা হয়েছে ।
আলিপুরদুয়ার টাউন হোটেল ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক পবনকুমার পুরোহিত বলেন, "আজ আমরা সর্ব সম্মতিক্রমে বাংলাদেশের নাগিরিকদের আপাতত বয়কটের সিদ্ধান্ত নিয়েছি । এই বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত হয় । সেখানে প্রায় সব হোটেল ও হোমস্টে মালিকরা উপস্থিত হন । সবাই এই বিষয়ে একমত । "
তাঁদের বয়কটের মাধ্যমে বাংলাদেশের বাসিন্দাদের কাছে এই বিষয়ে বার্তা দিতে চাইছেন হোটেল মালিকরা । তাঁরা জানান, দেশের জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে বাংলাদেশিদের বয়কট করা হচ্ছে । এই বিষয়টি চিঠির আকারে আলিপুরদুয়ারের জেলাশাসক ও পুলিশ সুপারের কাছেও সংগঠনের তরফ থেকে জমা দেওয়া হবে ।
আলিপুরদুয়ার টাউন হোটেল অনার্স ওয়েলফেয়ার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক বিষ্ণু ভৌমিক বলেন, আমরা বাংলাদেশের নাগরিকদের আপাতত বয়কট করছি । যদি আমাদের দেশের জাতীয় পতাকার সম্মান ফিরিয়ে দেওয়া হয় ৷ তাহলে বাংলাদেশিদের বয়কট করার সিদ্ধান্ত থেকে পিছু হটার বিষয়ে ভেবে দেখা হবে ৷
হোটেল মালিক সংগঠনের তরফে জানা গিয়েছে, প্রতি বছর মেডিক্যাল ভিসা নিয়ে আলিপুরদুয়ারে বেড়াতে আসেন 1500 থেকে 2000 বাংলাদেশি নাগরিক । আলিপুরদুয়ার জেলায় ছোট-বড় মিলিয়ে কয়েকশো হোটেল এবং রিসর্ট রয়েছে । সেখানেই থাকেন বাংলাদেশিরা ৷ তবে এবার আর সেটা হবে না ৷