আলিপুরদুয়ার, 23 অগস্ট: ফের ভূমিকম্প অনুভুত হল জেলায় ৷ ভারত-ভুটান সীমান্ত শহর-সহ বেশ কিছু জায়গায় ভূ-কম্পন অনুভূত হয়েছে ৷ শুক্রবার রাত 10টা বেজে 14 মিনিটে ভূমিকম্প হয়েছে বলে খবর ৷ রিখটার স্কেলে এদিনের কম্পের তীব্রতা ছিল 4.1 ৷ জানা গিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল প্রতিবেশী দেশ ভুটান ৷
এর আগে 9 অগস্ট সকালে ভূমিকম্পে কেঁপে উঠেছিল উত্তরবঙ্গ ৷ রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল 4.5 ৷ সেক্ষেত্রে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সিকিমের তাদং থেকে 29 কিলোমিটার দূরে। সিকিম আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী গভীরতা ছিল 10 কিলোমিটার ৷ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে ছিল উত্তরবঙ্গজুড়ে ৷
প্রায় দু'সপ্তাহের ব্যবধানে ভূমিকম্পে ফের কেঁপে উঠল উত্তরবঙ্গ ৷ মাঝেমাঝেই উত্তরবঙ্গে ভূ-কম্পন অনুভূত হওয়ার ফলে আতঙ্ক ছড়ায়। সুত্র মারফৎ জানা গিয়েছে, উত্তরবঙ্গ সিসমিক জোনে (জোন IV) অবস্থান করছে। ফলে এই এলাকায় ভূমিকম্পের একটা আশঙ্কা থেকেই যায়। সাম্প্রতিক কালে ভূমিকম্পের সর্বাধিক এপিসেন্টার (উপকেন্দ্র) ছিল প্রতিবেশী দেশ নেপাল, ভুটান ও বাংলাদেশ-সহ উত্তর-পুর্ব ভারতের একাংশ। আবার ফের ভুটানের ভুমিকম্প হল ৷
সম্প্রতি বেশ কয়েকবার ভূৃ-কম্পন অনুভূত হল উত্তরবঙ্গে। চলতি মাসের শুরুতেই অর্থাৎ 9 অগস্ট সকালে ভূমিকম্পে কেঁপে উঠেছিল পশ্চিমবঙ্গের উত্তরের কয়েকটি জেলা ৷ এছাড়াও 10 জুলাই সিকিমের মৃদু ভূ-কম্পনে কেঁপে উঠেছিল উত্তরবঙ্গ ৷এর আগে গত বছর 2 অক্টোবর ভূ-কম্পন অনুভূত হয়েছিল জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার-সহ রাজ্যের বিভিন্ন জেলায়। 2 অক্টোবর সন্ধ্যা 6.15 মিনিট 18 সেকেন্ডে এই ভূমিকম্প অনুভূত হয়েছিল ৷ সে সময় রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল 5.3। ভূমিকম্পের উৎসস্থল ছিল মেঘালয়ের নর্থ গারো হিলস।