ETV Bharat / state

'আরজি কর করে দেব', বাংলার মা-বোনকে ভয় দেখাচ্ছে তৃণমূল; দাবি অধীরের - RG Kar Doctor Rape and Murder Case

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 6, 2024, 10:08 PM IST

Adhir Chowdhury on RG Kar Incident: আরজি করের ঘটনায় উত্তপ্ত বাংলা ৷ তারপরও ধর্ষণের মতো জঘন্য অপরাধ হয়েই চলেছে ৷ এদিকে সিবিআই তদন্ত নিয়েও প্রশ্ন উঠছে ৷ এনিয়ে কী বললেন অধীর চৌধুরী ?

Adhir Chowdhury
আরজি কর (নিজস্ব ছবি)

তেহট্ট, 6 সেপ্টেম্বর: আরজি করে পড়ুয়া-চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনায় বিচার চেয়ে আন্দোলন চলছে রাজ্যের সর্বত্র ৷ এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী দিশেহারা হয়ে গিয়েছেন। এমনই বললেন প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী ৷ একের পর এক ধর্ষণের ঘটনা ঘটে চলেছে রাজ্যের বিভিন্ন প্রান্তে ৷ এই প্রসঙ্গে অধীর বলেন, "বাংলায় ধর্ষণের বিরাম নেই । বাংলার বিভিন্ন জেলায় এই ঘটনা ঘটে চলেছে ৷"

আরজি কর নিয়ে অধীর চৌধুরীর বক্তব্য (ইটিভি ভারত)

তিনি আরও বলেন, "এখন শাসক দল বাংলার মা-বোনকে ভয় দেখাচ্ছে। বলছে, আরজি কর করে দেব ৷ আরজি করের ঘটনা এখন তৃণমূলের গুন্ডাদের কাছে মানুষকে ভয় দেখানোর অস্ত্রে রূপান্তরিত করেছে ৷ তাই মানুষকে প্রতিবাদ করতে হবে, মানুষকে রুখতে হবে ৷" শুক্রবার নদিয়ার তেহট্ট ব্লকের নাজিরপুর কালী মন্দির ময়দানে কংগ্রেসের দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমন মন্তব্য করলেন কংগ্রেস নেতা ৷ সরকার এবং প্রশাসন মানুষকে বাঁচাবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি ৷

সিবিআই সঠিক তদন্ত করছে কি না এই প্রশ্নের উত্তরে অধীর বলেন, "সেটা একমাত্র সিবিআই বলতে পারবে ৷ মুখ্যমন্ত্রী বলেছিলেন সময় দিলে সাত দিনের মধ্যে ব্যবস্থা নেবে ৷ সিবিআই তদন্ত করা মানে এমন নয় যে রাজ্যের আর কিছু করার নেই ৷ আরেকটা প্রতারণা হচ্ছে আমাদের সঙ্গে ৷ আমাদের ফের বোকা বানানোর চেষ্টা করা হচ্ছে ৷ দেশে ফাঁসির আইন আছে । তাই রাজ্যেও ফাঁসির আইন হচ্ছে ৷ তাহলে সিবিআই থাকলেও কেন রাজ্যের তদন্ত হবে না ! সিবিআই-এর নাম করে রাজ্যের দায়িত্ব থেকে মুক্তি পেতে চাইছে ৷ কেউ নিষেধ করেনি৷"

মুখ্যমন্ত্রীর সময় দেওয়া নিয়ে তিনি আরও বলেন, " তিনি কথা দিয়েছিলেন, আমাকে 7 দিন সময় দিলে আমি সব ধরে দেব ৷ তাহলে তিনি কোর্টে গিয়ে বলুন, সিবিআই পারছে না, আমাকে দিন ৷ কারণ তদন্ত হচ্ছে কোর্টের নির্দেশে ৷"

তেহট্ট, 6 সেপ্টেম্বর: আরজি করে পড়ুয়া-চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনায় বিচার চেয়ে আন্দোলন চলছে রাজ্যের সর্বত্র ৷ এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী দিশেহারা হয়ে গিয়েছেন। এমনই বললেন প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী ৷ একের পর এক ধর্ষণের ঘটনা ঘটে চলেছে রাজ্যের বিভিন্ন প্রান্তে ৷ এই প্রসঙ্গে অধীর বলেন, "বাংলায় ধর্ষণের বিরাম নেই । বাংলার বিভিন্ন জেলায় এই ঘটনা ঘটে চলেছে ৷"

আরজি কর নিয়ে অধীর চৌধুরীর বক্তব্য (ইটিভি ভারত)

তিনি আরও বলেন, "এখন শাসক দল বাংলার মা-বোনকে ভয় দেখাচ্ছে। বলছে, আরজি কর করে দেব ৷ আরজি করের ঘটনা এখন তৃণমূলের গুন্ডাদের কাছে মানুষকে ভয় দেখানোর অস্ত্রে রূপান্তরিত করেছে ৷ তাই মানুষকে প্রতিবাদ করতে হবে, মানুষকে রুখতে হবে ৷" শুক্রবার নদিয়ার তেহট্ট ব্লকের নাজিরপুর কালী মন্দির ময়দানে কংগ্রেসের দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমন মন্তব্য করলেন কংগ্রেস নেতা ৷ সরকার এবং প্রশাসন মানুষকে বাঁচাবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি ৷

সিবিআই সঠিক তদন্ত করছে কি না এই প্রশ্নের উত্তরে অধীর বলেন, "সেটা একমাত্র সিবিআই বলতে পারবে ৷ মুখ্যমন্ত্রী বলেছিলেন সময় দিলে সাত দিনের মধ্যে ব্যবস্থা নেবে ৷ সিবিআই তদন্ত করা মানে এমন নয় যে রাজ্যের আর কিছু করার নেই ৷ আরেকটা প্রতারণা হচ্ছে আমাদের সঙ্গে ৷ আমাদের ফের বোকা বানানোর চেষ্টা করা হচ্ছে ৷ দেশে ফাঁসির আইন আছে । তাই রাজ্যেও ফাঁসির আইন হচ্ছে ৷ তাহলে সিবিআই থাকলেও কেন রাজ্যের তদন্ত হবে না ! সিবিআই-এর নাম করে রাজ্যের দায়িত্ব থেকে মুক্তি পেতে চাইছে ৷ কেউ নিষেধ করেনি৷"

মুখ্যমন্ত্রীর সময় দেওয়া নিয়ে তিনি আরও বলেন, " তিনি কথা দিয়েছিলেন, আমাকে 7 দিন সময় দিলে আমি সব ধরে দেব ৷ তাহলে তিনি কোর্টে গিয়ে বলুন, সিবিআই পারছে না, আমাকে দিন ৷ কারণ তদন্ত হচ্ছে কোর্টের নির্দেশে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.