ETV Bharat / state

'ভাইপোর বিজেপিতে যাওয়ার রাস্তা পরিষ্কার করছেন না তো ?', আশঙ্কা কংগ্রেস সভাপতি অধীরের - Abhishek Banerjee Political Career

Adhir on Abhishek Banerjee: প্রবীণ নেতা তাপস রায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন ৷ এ নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর আশঙ্কা, তাপস রায় তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাওয়ার রাস্তা পরিষ্কার করছেন ৷

ETV Bharat
অধীর চৌধুরীর আশঙ্কা অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যোগ দিতে পারেন
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 8, 2024, 12:53 PM IST

কংগ্রেস সভাপতির আশঙ্কা আগামী দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যোগ দিতে পারেন

বহরমপুর, 8 মার্চ: "বিজেপিতে যাওয়ার জন্য আগামী দিনে ভাইপো তাঁর রাস্তা পরিষ্কার করছে না তো", আশঙ্কা প্রকাশ করে বললেন কংগ্রেস সভাপতি তথা সাংসদ অধীর চৌধুরী ৷ প্রাক্তন তৃণমূল নেতা তাপস রায়ের তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া প্রসঙ্গে বঙ্গের কংগ্রেস নেতা বলেন, "যাঁরা যোগ দিচ্ছে, তাঁরা কার যোগ দেওয়ার রাস্তা পরিষ্কার করছে, সেটা ভাবতে হবে তো ৷ বাংলায় নতুন ও পুরাতনের মধ্যে হঠাৎ একটা লড়াই শুরু হয়েছিল ৷ তাঁদের মধ্যে যাঁরা পুরাতনদের বিরুদ্ধে, সেই লড়াইয়ের একজন সৈনিক ছিলেন তাপস রায় ৷"

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইঙ্গিত করে তিনি আরও বলেন, "নতুনদের লড়াইয়ের যাঁরা নায়ক, নতুনদের অধিকার পাইয়ে দেওয়ার যাঁরা নায়ক, তাঁরা যদি বিজেপিতে যায়, যাঁর প্রেরণায় পুরনোদের বিরুদ্ধে নতুনরা জায়গা করতে চেয়েছিল, সেই প্রেরণাকারী তৃণমূল থেকে বিজেপিতে যাওয়ার রাস্তা পরিষ্কার করছেন কি না, সেই প্রশ্ন উঠবে ৷"

বহরমপুরে সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী বলেন, "প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে বিজেপিতে যোগ দেবেন, তা তো জানাই ছিল ৷ কিন্তু রাজনৈতিক জীবনে তিনি বিজেপিতে যোগ দিলে আমরা বলব তিনি ভুল করেছেন ৷ বিচারপতি থাকা অবস্থায় তিনি যে সিদ্ধান্তগুলি নিয়েছিলেন, সেগুলি বাংলার মানুষের মধ্যে উৎসাহ, আশা জুগিয়েছিল, বিশেষত নির্যাতিত বঞ্চিতদের ক্ষেত্রে ৷"

বিজেপি প্রসঙ্গে অধীরের মত, "বিজেপিকে যদি কেউ হাতিয়ার দেয়, তাহলে বিজেপি তো এগোবেই ৷ তবে বিজেপি ঘোলা জলে মাছ ধরতে এসেছে ৷ সন্দেশখালি থেকে বাংলার মানুষ বহুদিন ধরেই আন্দোলন করছে ৷ সেদিন মোদিজি চুপ করে ছিলেন ৷ আজ মোদিজি পেখম মেলে সন্দেশখালিতে যাতায়াত করা শুরু করেছেন ৷ তাঁর মনে হয়েছে সন্দেশখালির ঘটনায় বিভাজনের রাজনীতি করা সম্ভব ৷"

আরও পড়ুন:

  1. 'বাংলাদেশি পুরোহিতকে খুন করেছে বিএসএফ', বিস্ফোরক অভিযোগ মমতার
  2. পদ্মে যোগ তাপসের,'দুর্ভাগ্যজনক' বললেন কুণাল
  3. 'বিচারপতির আসনে বসেই বিজেপির সঙ্গে যোগাযোগ', অভিষেকের নিশানায় অভিজিৎ

কংগ্রেস সভাপতির আশঙ্কা আগামী দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যোগ দিতে পারেন

বহরমপুর, 8 মার্চ: "বিজেপিতে যাওয়ার জন্য আগামী দিনে ভাইপো তাঁর রাস্তা পরিষ্কার করছে না তো", আশঙ্কা প্রকাশ করে বললেন কংগ্রেস সভাপতি তথা সাংসদ অধীর চৌধুরী ৷ প্রাক্তন তৃণমূল নেতা তাপস রায়ের তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া প্রসঙ্গে বঙ্গের কংগ্রেস নেতা বলেন, "যাঁরা যোগ দিচ্ছে, তাঁরা কার যোগ দেওয়ার রাস্তা পরিষ্কার করছে, সেটা ভাবতে হবে তো ৷ বাংলায় নতুন ও পুরাতনের মধ্যে হঠাৎ একটা লড়াই শুরু হয়েছিল ৷ তাঁদের মধ্যে যাঁরা পুরাতনদের বিরুদ্ধে, সেই লড়াইয়ের একজন সৈনিক ছিলেন তাপস রায় ৷"

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইঙ্গিত করে তিনি আরও বলেন, "নতুনদের লড়াইয়ের যাঁরা নায়ক, নতুনদের অধিকার পাইয়ে দেওয়ার যাঁরা নায়ক, তাঁরা যদি বিজেপিতে যায়, যাঁর প্রেরণায় পুরনোদের বিরুদ্ধে নতুনরা জায়গা করতে চেয়েছিল, সেই প্রেরণাকারী তৃণমূল থেকে বিজেপিতে যাওয়ার রাস্তা পরিষ্কার করছেন কি না, সেই প্রশ্ন উঠবে ৷"

বহরমপুরে সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী বলেন, "প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে বিজেপিতে যোগ দেবেন, তা তো জানাই ছিল ৷ কিন্তু রাজনৈতিক জীবনে তিনি বিজেপিতে যোগ দিলে আমরা বলব তিনি ভুল করেছেন ৷ বিচারপতি থাকা অবস্থায় তিনি যে সিদ্ধান্তগুলি নিয়েছিলেন, সেগুলি বাংলার মানুষের মধ্যে উৎসাহ, আশা জুগিয়েছিল, বিশেষত নির্যাতিত বঞ্চিতদের ক্ষেত্রে ৷"

বিজেপি প্রসঙ্গে অধীরের মত, "বিজেপিকে যদি কেউ হাতিয়ার দেয়, তাহলে বিজেপি তো এগোবেই ৷ তবে বিজেপি ঘোলা জলে মাছ ধরতে এসেছে ৷ সন্দেশখালি থেকে বাংলার মানুষ বহুদিন ধরেই আন্দোলন করছে ৷ সেদিন মোদিজি চুপ করে ছিলেন ৷ আজ মোদিজি পেখম মেলে সন্দেশখালিতে যাতায়াত করা শুরু করেছেন ৷ তাঁর মনে হয়েছে সন্দেশখালির ঘটনায় বিভাজনের রাজনীতি করা সম্ভব ৷"

আরও পড়ুন:

  1. 'বাংলাদেশি পুরোহিতকে খুন করেছে বিএসএফ', বিস্ফোরক অভিযোগ মমতার
  2. পদ্মে যোগ তাপসের,'দুর্ভাগ্যজনক' বললেন কুণাল
  3. 'বিচারপতির আসনে বসেই বিজেপির সঙ্গে যোগাযোগ', অভিষেকের নিশানায় অভিজিৎ
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.