ETV Bharat / state

'সিয়ারাম নেই, সীতা নেই ! ভয়ঙ্কর ফ্যাসিবাদ', রাম মন্দির প্রসঙ্গে মন্তব্য কৌশিক সেনের - Kaushik Sen

Kaushik Sen on Ram Mandir: বইমেলায় প্রকাশিত হল কৌশিক সেনের বই 'সময়ের সাজঘর' ৷ সেখানেই রাম মন্দির উদ্বোধন নিয়ে তিনি অকপটে তাঁর মনের কথা জানালেন ইটিভি ভারতকে ৷

ETV Bharat
বইমেলায় নাট্যকার কৌশিক সেন
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 25, 2024, 10:46 PM IST

বইমেলায় ইটিভি ভারতের প্রতিনিধিকে রাম মন্দির নিয়ে নিজের মত জানালেন কৌশিক সেন

কলকাতা, 25 জানুয়ারি: 'ফ্যাসিবাদ', 'ভয়ঙ্কর' ও 'বুদ্ধিমান'- রাম মন্দির প্রসঙ্গে উঠতেই এই তিনটে শব্দেই নিজের প্রতিক্রিয়া তুলে ধরলেন নাট্যকার কৌশিক সেন ৷ তাঁর মতে, 22 জানুয়ারি এই দেশ তাঁর কাছে ছিল এক অচেনা ভারত ৷ 46তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় তাঁর 'সময়ের সাজঘর' বই প্রকাশ হয় ৷ 2012 সাল থেকে 2023 সাল পর্যন্ত, রাজনীতি থেকে শুরু করে সমস্ত ঘটনার প্রভাব কীভাবে কৌশিক সেনের থিয়েটারে পড়েছে, তা নিয়েই তাঁর বই 'সময়ের সাজঘর' ৷

সেখানে ইটিভি ভারতের প্রতিনিধি নাট্যকার কৌশিক সেনকে রাম মন্দির নিয়ে প্রশ্ন করে হলে তিনি বলেন, "এদিন আমি এক অচেনা ভারতকে দেখেছি ৷" তিনি আরও বলেন, "দেশটাকে প্রচণ্ড অচেনা লেগেছে ৷ আমার স্ত্রী রেশমী একটি গুরুত্বপূর্ণ কথা আমাকে মনে করিয়ে দিয়েছেন ৷ সেখানে 'সিয়া রাম' নেই ৷ রামকে 'রামলালা' করে রাখল ৷ সীতার নামে কোনও জয়ধ্বনি নেই ৷ ফলে রাম যদি ছোট থাকে, তাহলে রাম বড় হওয়ার পরে আর যা যা কার্যাবলী হয়েছে, তা নিয়ে প্রশ্ন করা যাবে না ৷ ভয়ঙ্কর ফ্যাসিজম, আবার বুদ্ধিমানও বটে ৷"

অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিন কলকাতায় একটি সংহতি মিছিল করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনিও বিজেপির কাছে প্রশ্ন তুলেছিলেন সীতা কেন নেই ? তিনি বলেছিলেন, "আমি রামকে মানি ৷ আমি রামের বিরুদ্ধে নই ৷ রাম, রাবণকে বধ করতে যে দেবী দুর্গার পুজো করেছিলেন, আমরা সেই দেবী দুর্গারই পুজো করি ৷ রাম-সীতাকে শ্রদ্ধা করি ৷ কিন্তু তোমরা সীতার নাম করো না কেন ? তোমরা কি নারী বিরোধী ?" এমনকী তিনি মনে করিয়ে দেন সীতা ছাড়া রাম হত না ৷

22 জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন উপলক্ষ্যে উৎসব হয় গেল দেশজুড়ে ৷ অযোধ্যায় জনপ্রিয় ক্রিকেটার থেকে অভিনেতা-অভিনেত্রীরাও এসেছিলেন ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে রাম মন্দিরের উদ্বোধন করেন ৷ পাশাপাশি রাম লালার মূর্তিতে প্রাণপ্রতিষ্ঠা পুজোয় করেন ৷

আরও পড়ুন:

  1. দেশের বাইরেও জনপ্রিয়তা পাচ্ছে মুশারফ করিমের 'হুব্বা', একান্ত সাক্ষাতকারে দাবি ব্রাত্যর
  2. মহারাষ্ট্র থেকে সুবিশাল তলোয়ার উপহার পেলেন রামলালা, ওজন কত জানেন ?
  3. বুধেও রাম মন্দিরে উপড়ে পড়ছে ভিড়, আজও 5 লক্ষ ভক্ত সমাগম

বইমেলায় ইটিভি ভারতের প্রতিনিধিকে রাম মন্দির নিয়ে নিজের মত জানালেন কৌশিক সেন

কলকাতা, 25 জানুয়ারি: 'ফ্যাসিবাদ', 'ভয়ঙ্কর' ও 'বুদ্ধিমান'- রাম মন্দির প্রসঙ্গে উঠতেই এই তিনটে শব্দেই নিজের প্রতিক্রিয়া তুলে ধরলেন নাট্যকার কৌশিক সেন ৷ তাঁর মতে, 22 জানুয়ারি এই দেশ তাঁর কাছে ছিল এক অচেনা ভারত ৷ 46তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় তাঁর 'সময়ের সাজঘর' বই প্রকাশ হয় ৷ 2012 সাল থেকে 2023 সাল পর্যন্ত, রাজনীতি থেকে শুরু করে সমস্ত ঘটনার প্রভাব কীভাবে কৌশিক সেনের থিয়েটারে পড়েছে, তা নিয়েই তাঁর বই 'সময়ের সাজঘর' ৷

সেখানে ইটিভি ভারতের প্রতিনিধি নাট্যকার কৌশিক সেনকে রাম মন্দির নিয়ে প্রশ্ন করে হলে তিনি বলেন, "এদিন আমি এক অচেনা ভারতকে দেখেছি ৷" তিনি আরও বলেন, "দেশটাকে প্রচণ্ড অচেনা লেগেছে ৷ আমার স্ত্রী রেশমী একটি গুরুত্বপূর্ণ কথা আমাকে মনে করিয়ে দিয়েছেন ৷ সেখানে 'সিয়া রাম' নেই ৷ রামকে 'রামলালা' করে রাখল ৷ সীতার নামে কোনও জয়ধ্বনি নেই ৷ ফলে রাম যদি ছোট থাকে, তাহলে রাম বড় হওয়ার পরে আর যা যা কার্যাবলী হয়েছে, তা নিয়ে প্রশ্ন করা যাবে না ৷ ভয়ঙ্কর ফ্যাসিজম, আবার বুদ্ধিমানও বটে ৷"

অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিন কলকাতায় একটি সংহতি মিছিল করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনিও বিজেপির কাছে প্রশ্ন তুলেছিলেন সীতা কেন নেই ? তিনি বলেছিলেন, "আমি রামকে মানি ৷ আমি রামের বিরুদ্ধে নই ৷ রাম, রাবণকে বধ করতে যে দেবী দুর্গার পুজো করেছিলেন, আমরা সেই দেবী দুর্গারই পুজো করি ৷ রাম-সীতাকে শ্রদ্ধা করি ৷ কিন্তু তোমরা সীতার নাম করো না কেন ? তোমরা কি নারী বিরোধী ?" এমনকী তিনি মনে করিয়ে দেন সীতা ছাড়া রাম হত না ৷

22 জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন উপলক্ষ্যে উৎসব হয় গেল দেশজুড়ে ৷ অযোধ্যায় জনপ্রিয় ক্রিকেটার থেকে অভিনেতা-অভিনেত্রীরাও এসেছিলেন ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে রাম মন্দিরের উদ্বোধন করেন ৷ পাশাপাশি রাম লালার মূর্তিতে প্রাণপ্রতিষ্ঠা পুজোয় করেন ৷

আরও পড়ুন:

  1. দেশের বাইরেও জনপ্রিয়তা পাচ্ছে মুশারফ করিমের 'হুব্বা', একান্ত সাক্ষাতকারে দাবি ব্রাত্যর
  2. মহারাষ্ট্র থেকে সুবিশাল তলোয়ার উপহার পেলেন রামলালা, ওজন কত জানেন ?
  3. বুধেও রাম মন্দিরে উপড়ে পড়ছে ভিড়, আজও 5 লক্ষ ভক্ত সমাগম

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.