বারাবনি, 5 এপ্রিল: নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়াল আসানসোলের বারাবনি থানা এলাকায় । কালীপুজো উপলক্ষে ওই গ্রামে একটি মেলা চলছিল । অভিযোগ, মেলাতে দোকান দিতে আসা বহিরাগত দোকানিরা বৃহস্পতিবার রাতে এক নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে । পরিবারের কাছে 6 জনের নামে অভিযোগ পেলেও বারাবনি থানার পুলিশ পাঁচজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে । ধৃতদের প্রত্যেকের বাড়ি বীরভূম জেলায় । ধৃতদের বিরুদ্ধে 447/376 ডি এ ধারায় মামলা রুজু করা হয়েছে ৷ ধৃতদের শুক্রবার আসানসোল আদালতে পাঠানো হয় । পাশাপাশি ওই নাবালিকাকে শারীরিক পরীক্ষার জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে ।
বারাবনি থানার চিঞ্চুরিয়া গ্রামে বহু বছর ধরে চৈত্র মাসে মেলা অনুষ্ঠিত হয় । বহিরাগত দোকানিরা এই মেলায় দোকান দিতে আসেন । অভিযোগ, গতকাল রাতে এক নাবালিকা শৌচালয়ে যাওয়ার জন্য বাইরে বেরিয়েছিল । তখন ওই মেলার দোকানিরাই নাবালিকাকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ । এরপর তাকে 'গণধর্ষণ' করা হয় । ওই নাবালিকার পরিবার গভীর রাতে মেয়েকে বাড়িতে দেখতে না পেয়ে খুঁজতে বের হয় । তখন তাকে একটি ফাঁকা জায়গা থেকে বিধ্বস্ত অবস্থায় উদ্ধার করা হয় । ওই নাবালিকা পরিবারের কাছে সমস্ত কিছু খুলে বলায় পরিবারের পক্ষ থেকে গণধর্ষণের অভিযোগ করা হয় । পারিবারিক সূত্রে জানা গিয়েছে, 15 বছর বয়সি ওই নাবালিকা নবম শ্রেণিতে পড়ে ।
এই বিষয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি (হীরাপুর) ইপ্সিতা দত্ত জানান, এক নাবালিকাকে শারীরিক নির্যাতন করার অভিযোগ পেয়ে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে । তদন্ত এখন প্রাথমিক পর্যায়ে আছে । এর চেয়ে বেশি কিছু বলা যাবে না ।
অন্যদিকে এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় গ্রামে । শুক্রবার বিজেপির একটি প্রতিনিধি দল গ্রামে যায় । অন্যদিকে স্থানীয় সমাজকর্মী থেকে শুরু করে বাউরি সমাজের প্রতিনিধিরাও থানায় গিয়ে বিক্ষোভে ফেটে পড়েন । তারা সকলেই অভিযুক্তদের শাস্তির দাবিতে সরব হয়েছেন । চাপা উত্তেজনা থাকায় গ্রামে পুলিশ পিকেট করা হয়েছে ৷
আরও পড়ুন :