ETV Bharat / state

30 সেকেন্ডের ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড স্বরূপনগরের সীমান্তবর্তী গ্রাম, দেখুন ভিডিয়ো - Cyclone in Swarupnagar - CYCLONE IN SWARUPNAGAR

Cyclone Hits Swarupnagar Village: শুক্রবার বিকেলে 30 সেকেন্ডের ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেল স্বরূপনগরের সীমান্তবর্তী গ্রাম । ভাঙল একের পর এক বাড়ি । ক্ষতিগ্রস্ত সবজি এবং ফসলও । মাথায় হাত কৃষকদের ।

Cyclone Hits Swarupnagar Village
30 সেকেন্ডের ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড গ্রাম (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 3, 2024, 2:14 PM IST

স্বরূপনগর, 3 অগস্ট: মাত্র 30 সেকেন্ডের ঘূর্ণিঝড় । আর তাতেই শুক্রবার বিকেলে লণ্ডভণ্ড হয়ে গেল উত্তর 24 পরগনার স্বরূপনগরের সীমান্তবর্তী তারণিপুর গ্রাম । ঝড়ের দাপটে ক্ষতিগ্রস্ত হয়েছে একের পর বাড়ি । উপড়ে গিয়েছে বেশ কয়েকটি গাছও । বাদ যায়নি সবজি খেত এবং ফসলও ।

লণ্ডভণ্ড স্বরূপনগরের সীমান্তবর্তী গ্রাম (ইটিভি ভারত)

গ্রামবাসীদের দাবি, ঝড় ও বৃষ্টির দাপটে বিঘার পর বিঘা জমির ফসল নষ্ট হয়ে গিয়েছে । কারও কলা ও পাট খেতের ক্ষতি হয়েছে, তো কারও পটল, পেঁপে, ধান ও কাঁকরোল খেত পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে । যার ফলে মাথায় হাত পড়েছে চাষিদের । তবে, ঘূর্ণিঝড়ে এখনও অবধি কোনও প্রাণহানির কোনও খবর মেলেনি ।

Cyclone Hits Swarupnagar Village
ক্ষতিগ্রস্ত ক্ষেতের ফসল (নিজস্ব ছবি)

ঘূর্ণাবর্তের জেরে অবিরাম বৃষ্টি চলছেই রাজ্যে । এর প্রভাব পড়েছে জনজীবনেও । ইতিমধ্যে টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে রাজ‍্যের একাধিক এলাকা । তারই মধ্যে আচমকা এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ে স্বরূপনগরের সীমান্তবর্তী গ্রাম তারণিপুরে । শুক্রবার বিকেলের এই ঘূর্ণিঝড়ের তাণ্ডবে দিশেহারা হয়ে পড়েন গ্রামের বাসিন্দারা । প্রাণ বাঁচাতে অনেকেই বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন বাইরে ।

সূত্রের খবর, ঘূর্ণিঝড়ের দাপট এতটাই ছিল যে ঘরের টিনের ছাউনি উড়ে গিয়ে পড়েছে এক কিলোমিটার দূরে । স্বরূপনগরের সীমান্তবর্তী এই গ্রামের মানুষের প্রধান জীবিকা হল চাষবাস । সেই চাষবাসের উপরই মারাত্মক প্রভাব ফেলেছে এই ঘূর্ণিঝড় । জানা গিয়েছে, কয়েক সেকেন্ডের ঝড়ে পটল, পেঁপে, কাঁকরোল, কলা, পাট, ধান-সহ বিভিন্ন ফসলের বিস্তর ক্ষতি হয়েছে । উড়ে গিয়েছে একের পর এক বাড়ির চাল ।

Cyclone Hits Swarupnagar Village
ঘূর্ণিঝড়ে উড়ে গিয়েছে দোকানের চাল (নিজস্ব ছবি)

এ দিকে আজহারউদ্দিন মণ্ডল নামে এক ব্যবসায়ীর কাঠের আসবাবপত্রের দোকান ছিল । ঝড়ের দাপটে ওই দোকানটি উলটে পড়ে যায় । মালপত্র সব নষ্ট হয়ে গিয়েছে । প্রশাসনের কাছে সাহায্য প্রার্থনা করেছেন তিনি । এ বিষয়ে আজহারউদ্দিন বলেন,"সরকারে ক্ষতিপূরণ পেলে উপকার হয় । স্ত্রীর গয়না বন্ধক দিয়ে এবং বেশ কিছু টাকা ধার করে এই দোকান করেছিলাম । এক বছর আগে এই দোকানটা দাঁড় করাই । এখনও ধারবাকি কিছুই শোধ করতে পারিনি । তার মধ্যে এই অবস্থা ! কী করে যে দিন চলবে, সেটাই বুঝে উঠতে পারছি না ।"

নুরেশ্বর মণ্ডল নামে এক চাষির ফসলের ব‍্যাপক ক্ষতি হয়েছে । তিনি বলেন,"দশ কাটা জমির ওপর কলা চাষ করেছিলাম । ঘূর্ণিঝড়ে সবকিছু শেষ।কলার কাঁদি পড়ে সব নষ্ট হয়ে গিয়েছে । এখন আর সেগুলো বিক্রি করতে পারব না । তাও নইনই করে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে । মুখ্যমন্ত্রীর কাছে আবেদন তিনি যদি সহানুভূতির সঙ্গে দেখতেন বিষয়টি । তাহলে উপকৃত হতেন ক্ষতিগ্রস্ত চাষিরা ।"

Cyclone Hits Swarupnagar Village
ভেঙে পড়েছে বাড়ি (নিজস্ব ছবি)

অন‍্যদিকে প্রশাসনের তরফে ইতিমধ্যে খোঁজখবর নেওয়া শুরু হয়েছে । ঠিক কত টাকার ক্ষতি হয়েছে, তার তালিকা তৈরির তোড়জোড় চলছে বলে খবর প্রশাসন সূত্রে ।

স্বরূপনগর, 3 অগস্ট: মাত্র 30 সেকেন্ডের ঘূর্ণিঝড় । আর তাতেই শুক্রবার বিকেলে লণ্ডভণ্ড হয়ে গেল উত্তর 24 পরগনার স্বরূপনগরের সীমান্তবর্তী তারণিপুর গ্রাম । ঝড়ের দাপটে ক্ষতিগ্রস্ত হয়েছে একের পর বাড়ি । উপড়ে গিয়েছে বেশ কয়েকটি গাছও । বাদ যায়নি সবজি খেত এবং ফসলও ।

লণ্ডভণ্ড স্বরূপনগরের সীমান্তবর্তী গ্রাম (ইটিভি ভারত)

গ্রামবাসীদের দাবি, ঝড় ও বৃষ্টির দাপটে বিঘার পর বিঘা জমির ফসল নষ্ট হয়ে গিয়েছে । কারও কলা ও পাট খেতের ক্ষতি হয়েছে, তো কারও পটল, পেঁপে, ধান ও কাঁকরোল খেত পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে । যার ফলে মাথায় হাত পড়েছে চাষিদের । তবে, ঘূর্ণিঝড়ে এখনও অবধি কোনও প্রাণহানির কোনও খবর মেলেনি ।

Cyclone Hits Swarupnagar Village
ক্ষতিগ্রস্ত ক্ষেতের ফসল (নিজস্ব ছবি)

ঘূর্ণাবর্তের জেরে অবিরাম বৃষ্টি চলছেই রাজ্যে । এর প্রভাব পড়েছে জনজীবনেও । ইতিমধ্যে টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে রাজ‍্যের একাধিক এলাকা । তারই মধ্যে আচমকা এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ে স্বরূপনগরের সীমান্তবর্তী গ্রাম তারণিপুরে । শুক্রবার বিকেলের এই ঘূর্ণিঝড়ের তাণ্ডবে দিশেহারা হয়ে পড়েন গ্রামের বাসিন্দারা । প্রাণ বাঁচাতে অনেকেই বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন বাইরে ।

সূত্রের খবর, ঘূর্ণিঝড়ের দাপট এতটাই ছিল যে ঘরের টিনের ছাউনি উড়ে গিয়ে পড়েছে এক কিলোমিটার দূরে । স্বরূপনগরের সীমান্তবর্তী এই গ্রামের মানুষের প্রধান জীবিকা হল চাষবাস । সেই চাষবাসের উপরই মারাত্মক প্রভাব ফেলেছে এই ঘূর্ণিঝড় । জানা গিয়েছে, কয়েক সেকেন্ডের ঝড়ে পটল, পেঁপে, কাঁকরোল, কলা, পাট, ধান-সহ বিভিন্ন ফসলের বিস্তর ক্ষতি হয়েছে । উড়ে গিয়েছে একের পর এক বাড়ির চাল ।

Cyclone Hits Swarupnagar Village
ঘূর্ণিঝড়ে উড়ে গিয়েছে দোকানের চাল (নিজস্ব ছবি)

এ দিকে আজহারউদ্দিন মণ্ডল নামে এক ব্যবসায়ীর কাঠের আসবাবপত্রের দোকান ছিল । ঝড়ের দাপটে ওই দোকানটি উলটে পড়ে যায় । মালপত্র সব নষ্ট হয়ে গিয়েছে । প্রশাসনের কাছে সাহায্য প্রার্থনা করেছেন তিনি । এ বিষয়ে আজহারউদ্দিন বলেন,"সরকারে ক্ষতিপূরণ পেলে উপকার হয় । স্ত্রীর গয়না বন্ধক দিয়ে এবং বেশ কিছু টাকা ধার করে এই দোকান করেছিলাম । এক বছর আগে এই দোকানটা দাঁড় করাই । এখনও ধারবাকি কিছুই শোধ করতে পারিনি । তার মধ্যে এই অবস্থা ! কী করে যে দিন চলবে, সেটাই বুঝে উঠতে পারছি না ।"

নুরেশ্বর মণ্ডল নামে এক চাষির ফসলের ব‍্যাপক ক্ষতি হয়েছে । তিনি বলেন,"দশ কাটা জমির ওপর কলা চাষ করেছিলাম । ঘূর্ণিঝড়ে সবকিছু শেষ।কলার কাঁদি পড়ে সব নষ্ট হয়ে গিয়েছে । এখন আর সেগুলো বিক্রি করতে পারব না । তাও নইনই করে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে । মুখ্যমন্ত্রীর কাছে আবেদন তিনি যদি সহানুভূতির সঙ্গে দেখতেন বিষয়টি । তাহলে উপকৃত হতেন ক্ষতিগ্রস্ত চাষিরা ।"

Cyclone Hits Swarupnagar Village
ভেঙে পড়েছে বাড়ি (নিজস্ব ছবি)

অন‍্যদিকে প্রশাসনের তরফে ইতিমধ্যে খোঁজখবর নেওয়া শুরু হয়েছে । ঠিক কত টাকার ক্ষতি হয়েছে, তার তালিকা তৈরির তোড়জোড় চলছে বলে খবর প্রশাসন সূত্রে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.