কালিম্পং, 5 জুন: পাহাড়ে ভয়াবহ পথ দুর্ঘটনা ৷ প্রায় 500 ফুট গভীর খাদে পড়ল গাড়ি ৷ ঘটনায় মৃত্যু হয়েছে দু’মাসের এক শিশু-সহ তিন জনের। মৃতদের মধ্যে রয়েছেন, অভিজ্ঞান ছেত্রী (2 মাস), গাড়ি চালক দীপেশ কার্কি ও শিশুটির বাবা বিনোদ ছেত্রী ৷ মঙ্গলবার মাঝরাতে কালিম্পংয়ের লাভা এলাকার ঘটনা । তবে কোনও রকমে বরাত জোরে বেঁচে গিয়েছেন শিশুটির মা স্নো মোক্তান ও তাঁর বড় ছেলে অভি ছেত্রী । দু’জনেই আহত অবস্থায় কালিম্পং জেলা হাসপাতালে চিকিৎসাধীন। মৃত ও আহতরা প্রত্যেকেই কালিম্পংয়ের সাঙ্গসে গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর জানা গিয়েছে, নিহত বিনোদ ছেত্রী ও তার স্ত্রী স্নো মোক্তান ও দুই ছেলেকে নিয়ে মালবাজারের পাথরঝোরায় গিয়েছিলেন এক আত্মীয়ের বাড়ি ৷ সেখান থেকে ফেরার পথে লাভার কাছে গাড়িটি পৌঁছতেই নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’মাসের শিশু, গাড়ি চালক ও তার বাবার ৷ গুরুতর আহত অবস্থায় স্থানীয়রাই শিশুটির মা ও তার আর এক সন্তানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানেই তাঁরা চিকিৎসাধীন ৷
এদিন সকালে পুলিশ ও দমকলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন ৷ দুর্ঘটনাগ্রস্থ গাড়ি ও তিনটি দেহ উদ্ধার করেন ৷ তাঁদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেছেন ৷ দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কালিম্পং জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
মৃতের আত্মীয় পবন ছেত্রী বলেন, "রাতেই 5 সদস্য পাথরঝোরা থেকে বাড়ি ফিরছিল উদ্দেশ্যে রওনা দেয়। বিনোদ আর আমি ছোটবেলার বন্ধু। সকালে শুনি তাদের গাড়ি দুর্ঘটনার কবলে পরেছে। স্ত্রী ও একটি বাচ্চা প্রাণে বেঁচে গিয়েছে। কিন্তু চালক, বন্ধু ও তার দু’মাসের শিশুর মৃত্যু হয়েছে।"