ETV Bharat / state

ডোমকলে বজ্রপাতের শব্দ শুনেই অজ্ঞান 29 পড়ুয়া, আতঙ্কিত অভিভাবকরা - 29 Students Fainted - 29 STUDENTS FAINTED

29 Students Fainted: বৃহস্পতিবার দুপুরে মুর্শিদাবাদের ডোমকল থানার ভগীরথপুর উচ্চ বিদ্যালয়ের 29 জন পড়ুয়া বজ্রপাতের শব্দ শুনেই অজ্ঞান হয়ে যায় ৷ তাঁদের ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় ৷ এই নিয়ে আতঙ্কিত অভিভাবকরা ৷

29 Students Fainted
ডোমকলে বজ্রপাতের শব্দ শুনেই অজ্ঞান 29 পড়ুয়া (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 11, 2024, 7:40 PM IST

ডোমকল, 11 জুলাই: স্কুল চলাকালীন বজ্রাঘাতে জখম হল একই স্কুলের 29 জন পড়ুয়া । বৃহস্পতিবার দুপুরের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে মুর্শিদাবাদের ডোমকল থালার ভগীরথপুর উচ্চ বিদ্যালয়ে । তড়িঘড়ি আহত ছাত্র-ছাত্রীদের উদ্ধার করে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় ।

ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন অভিভাবকরা । খবর পেয়ে অভিভাবকরা ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে ভিড় করেন । হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, পড়ুয়াদের কারও অবস্থা আশঙ্কাজনক নয় । কয়েক ঘণ্টা নজরদারিতে রাখার পরই ছেড়ে দেওয়া হবে । চিকিৎসা চলছে ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুরে টিফিনের সময় শুরু হয় বৃষ্টি । সেই সময় কোনও ক্লাসে তখনও শিক্ষক না থাকায় পড়ুয়ারা ঘর থেকে বারান্দার বেরিয়ে এসেছিল । তখনও বিকট আওয়াজে বজ্রপাত হলে বহু ছেলে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ে । আতঙ্কে অনেকে ছোটাছুটি শুরু করে দেয় ।

স্কুল সূত্রে খবর, প্রায় 35 জন ছাত্র-ছাত্রীকে উদ্ধার করে তড়িঘটি গাড়িতে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে আনা হয় । চিকিৎসকরাও তৎপরতার সঙ্গে চিকিৎসা শুরু করে দেন । বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম রেজা বলেন, ‘‘টিফিন শেষ হওয়ার পরই বৃষ্টি শুরু হয় । পড়ুয়ারা অধিকাংশ ঘরে ছিল । তখনই বজ্রপাত হয় । তবে আতঙ্ক বেশি ছড়ায় ।’’

ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার সৌরভ শীল বলেন, ‘‘29 জনকে ভর্তি করা হয়েছিল । সবাই সুস্থ আছে । দু'ঘণ্টা অবজারভেশনে রেখে ছেড়ে দেওয়া হবে । আতঙ্কের কোনও কারণ নেই ।’’ অভিভাবক গোলাম রসুল বলেন, ‘‘খবর শুনেই হন্তদন্ত হয়ে হাসপাতালে ছুটে আসি । ছেলে সুস্থ আছে । ভয়ের কিছু নেই বললেন ডাক্তারবাবু ।’’

ডোমকল, 11 জুলাই: স্কুল চলাকালীন বজ্রাঘাতে জখম হল একই স্কুলের 29 জন পড়ুয়া । বৃহস্পতিবার দুপুরের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে মুর্শিদাবাদের ডোমকল থালার ভগীরথপুর উচ্চ বিদ্যালয়ে । তড়িঘড়ি আহত ছাত্র-ছাত্রীদের উদ্ধার করে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় ।

ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন অভিভাবকরা । খবর পেয়ে অভিভাবকরা ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে ভিড় করেন । হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, পড়ুয়াদের কারও অবস্থা আশঙ্কাজনক নয় । কয়েক ঘণ্টা নজরদারিতে রাখার পরই ছেড়ে দেওয়া হবে । চিকিৎসা চলছে ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুরে টিফিনের সময় শুরু হয় বৃষ্টি । সেই সময় কোনও ক্লাসে তখনও শিক্ষক না থাকায় পড়ুয়ারা ঘর থেকে বারান্দার বেরিয়ে এসেছিল । তখনও বিকট আওয়াজে বজ্রপাত হলে বহু ছেলে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ে । আতঙ্কে অনেকে ছোটাছুটি শুরু করে দেয় ।

স্কুল সূত্রে খবর, প্রায় 35 জন ছাত্র-ছাত্রীকে উদ্ধার করে তড়িঘটি গাড়িতে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে আনা হয় । চিকিৎসকরাও তৎপরতার সঙ্গে চিকিৎসা শুরু করে দেন । বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম রেজা বলেন, ‘‘টিফিন শেষ হওয়ার পরই বৃষ্টি শুরু হয় । পড়ুয়ারা অধিকাংশ ঘরে ছিল । তখনই বজ্রপাত হয় । তবে আতঙ্ক বেশি ছড়ায় ।’’

ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার সৌরভ শীল বলেন, ‘‘29 জনকে ভর্তি করা হয়েছিল । সবাই সুস্থ আছে । দু'ঘণ্টা অবজারভেশনে রেখে ছেড়ে দেওয়া হবে । আতঙ্কের কোনও কারণ নেই ।’’ অভিভাবক গোলাম রসুল বলেন, ‘‘খবর শুনেই হন্তদন্ত হয়ে হাসপাতালে ছুটে আসি । ছেলে সুস্থ আছে । ভয়ের কিছু নেই বললেন ডাক্তারবাবু ।’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.