বালুরঘাট, 6 সেপ্টেম্বর: তিন বছরের শিশুকে ধর্ষণের মামলায় অভিযুক্ত যুবককে 20 বছরের সশ্রম কারাদণ্ড দিল বালুরঘাট জেলা আদালত ৷ গত বুধবার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে বালুরঘাট জেলা আদালতের স্পেশাল পকসো কোর্টের বিচারক শরন্যা সেন প্রসাদ ৷ এরপর শুক্রবার সাজা ঘোষণা করলেন বিচারক । এদিন বালুরঘাটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন জেলা আদালতের সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী ।
2020 সালের জানুয়ারি মাসের ঘটনা । বালুরঘাট থানার অন্তর্গত বাড়িতে একাই ছিল তিন বছরের এক শিশু । মা বাইরে কাজে যাওয়ায় শিশুটি বাড়ির সামনে একাই খেলা করছিল ৷ সেই সময় প্রতিবেশী যুবক শিশুটিকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে । এরপর মা বাড়ি ফিরলে তাকে সবটা জানায় সে ৷ তার শরীরে অস্বস্তির কথাও বলে । প্রাথমিকভাবে দেখে মা বোঝেন তাঁর বাচ্চাকে শারীরিক নির্যাতন করা হয়েছে । এরপরেই বালুরঘাট থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন ।
সেই মামলাতেই অভিযুক্তকে 20 বছরেই সশ্রম কারাদণ্ড ও 10 হাজার টাকা জরিমানা করে আদালত ৷ পাশাপাশি টাকা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক ৷
এই বিষয়ে সাংবাদিক বৈঠক করে দক্ষিণ দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক চন্দ্র মণ্ডল জানান, 2020 সালের 18 জানুয়ারি বালুরঘাট থানার অন্তর্গত এক ভদ্রমহিলা থানায় এসে অভিযোগ জানান ৷ সেখানে তিনি লেখেন সেদিন তিনি বাইরে থাকার সময় বাড়িতে তিন বছরের মেয়ে খেলা করছিল । সেই সময় প্রতিবেশী যুবক মেয়েকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে । এই অভিযোগের ভিত্তিতে বালুরঘাট থানা অভিযুক্তকে গ্রেফতার করে ৷ শিশুটির শারীরিক পরীক্ষা করানো হয় । প্রায় 24 দিনের মধ্যেই আদালতে চার্জশিট জমা দেয় বালুরঘাট থানা । এই মামলায় আজ অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেন বিচারক ৷