ETV Bharat / state

ঘন কুয়াশায় দুর্ঘটনা, ট্রাক্টরের নীচে চাপা পড়ে মৃত্যু 2 যুবকের

অতিরিক্ত কুয়াশার জেরে নয়ানজুলিতে পড়ল ট্রাক্টর ৷ চাপা পড়ে মৃত্যু হল 2 জনের ৷

GANGARAMPUR DEATH
ট্রাক্টরের নীচে চাপা পড়ে মৃত্যু (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : 4 hours ago

গঙ্গারামপুর, 11 ডিসেম্বর: ট্রাক্টর মেরামত করিয়ে বাড়ি ফিরছিলেন ৷ কুয়াশার কারণে নয়ানজুলিতে ট্রাক্টরটি উল্টে মৃত্যু হল দুই যুবকের ৷ খবর পেয়ে ছুটে যায় এলাকার লোকজন। তাঁদের উদ্ধার করে আনা হয় গঙ্গারামপুর হাসপাতালে ৷ কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন দুই যুবককে। ঘটনা খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ।

জানা গিয়েছে, মঙ্গলবার রাত সাড়ে আটটা নাগাদ ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর থানার চালুন গ্রাম পঞ্চায়েতের জামডাঙ্গি মোর এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দুই যুবকের নাম আল আমিন হোসেন (18) এবং মফিকুল হোসেন (14)। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, নিজেদের ট্রাক্টর খারাপ হওয়ার কারণে গঙ্গারামপুরে এসে সেটি ঠিক করে বাড়ি ফিরছিল। বাড়ি ফেরার সময় গঙ্গারামপুর থানার জামডাঙ্গি মোড় এলাকায় কুয়াশার কারণে নয়ানজুলিতে ট্রাক্টরটি উল্টে যায়। ঘটনার পর বহু চেষ্টা করলেও স্থানীয় বাসিন্দারা দুই যুবককে উদ্ধার করতে পারেনি। এরপরে জেসিপি গাড়ি নিয়ে এসে ট্রাক্টর সরিয়ে দুই যুবককে উদ্ধার করে গঙ্গারামপুর হাসপাতালে নিয়ে আসে।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা আরমান আলি জানান, ট্রাক্টর খারাপ হয়ে যাওয়ার জন্য গঙ্গারামপুরে ঠিক করতে এসেছিল তারা। বাড়ি ফেরার সময় অতিরিক্ত কুয়াশার কারণে রাস্তা দেখতে না-পাওায় রাস্তার পাশে থাকা নয়ানজুলিতে ট্রাক্টরটি উল্টে যায় ৷ তার নীচে চাপা পড়ে মৃত্যু হয় দুই যুবকের। ঘটনার খবর পেয়ে ছুটে আসে এলাকার মানুষ ৷ জেসিবি দিয়ে তারাই দু'জনকে উদ্ধার করে ৷

গঙ্গারামপুর মহাকুমার পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য জানান, অতিরিক্ত কুয়াশার কারণেই ট্রাক্টরটি পড়ে যায় বলে প্রাথমিক অনুমান ৷ তার নীচে চাপা পড়েই মৃত্যু হয়েছে ওই দুই যুবকের । দেহ উদ্ধার করার পাশাপাশি বুধবার দুপুরে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বালুরঘাট হাসপাতালে ৷ সমস্ত ঘটনা খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ।

গঙ্গারামপুর, 11 ডিসেম্বর: ট্রাক্টর মেরামত করিয়ে বাড়ি ফিরছিলেন ৷ কুয়াশার কারণে নয়ানজুলিতে ট্রাক্টরটি উল্টে মৃত্যু হল দুই যুবকের ৷ খবর পেয়ে ছুটে যায় এলাকার লোকজন। তাঁদের উদ্ধার করে আনা হয় গঙ্গারামপুর হাসপাতালে ৷ কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন দুই যুবককে। ঘটনা খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ।

জানা গিয়েছে, মঙ্গলবার রাত সাড়ে আটটা নাগাদ ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর থানার চালুন গ্রাম পঞ্চায়েতের জামডাঙ্গি মোর এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দুই যুবকের নাম আল আমিন হোসেন (18) এবং মফিকুল হোসেন (14)। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, নিজেদের ট্রাক্টর খারাপ হওয়ার কারণে গঙ্গারামপুরে এসে সেটি ঠিক করে বাড়ি ফিরছিল। বাড়ি ফেরার সময় গঙ্গারামপুর থানার জামডাঙ্গি মোড় এলাকায় কুয়াশার কারণে নয়ানজুলিতে ট্রাক্টরটি উল্টে যায়। ঘটনার পর বহু চেষ্টা করলেও স্থানীয় বাসিন্দারা দুই যুবককে উদ্ধার করতে পারেনি। এরপরে জেসিপি গাড়ি নিয়ে এসে ট্রাক্টর সরিয়ে দুই যুবককে উদ্ধার করে গঙ্গারামপুর হাসপাতালে নিয়ে আসে।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা আরমান আলি জানান, ট্রাক্টর খারাপ হয়ে যাওয়ার জন্য গঙ্গারামপুরে ঠিক করতে এসেছিল তারা। বাড়ি ফেরার সময় অতিরিক্ত কুয়াশার কারণে রাস্তা দেখতে না-পাওায় রাস্তার পাশে থাকা নয়ানজুলিতে ট্রাক্টরটি উল্টে যায় ৷ তার নীচে চাপা পড়ে মৃত্যু হয় দুই যুবকের। ঘটনার খবর পেয়ে ছুটে আসে এলাকার মানুষ ৷ জেসিবি দিয়ে তারাই দু'জনকে উদ্ধার করে ৷

গঙ্গারামপুর মহাকুমার পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য জানান, অতিরিক্ত কুয়াশার কারণেই ট্রাক্টরটি পড়ে যায় বলে প্রাথমিক অনুমান ৷ তার নীচে চাপা পড়েই মৃত্যু হয়েছে ওই দুই যুবকের । দেহ উদ্ধার করার পাশাপাশি বুধবার দুপুরে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বালুরঘাট হাসপাতালে ৷ সমস্ত ঘটনা খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.