হুগলি ও রায়গঞ্জ এবং বাঁকুড়া, 2 মে: পরীক্ষা শেষের 80 দিনের মাথায় বুধবার ফলপ্রকাশ হল 2024 মাধ্যমিক পরীক্ষার ৷ পর্যদ সভাপতি জানিয়েছেন পাশের হার গতবারের তুলনায় বেড়েছে ৷ শতাংশের হিসেবে এবার প্রতি 100 জনে উত্তীর্ণ হয়েছে 86.31 জন। 2023-এ যা ছিল 86.15 শতাংশ। জেলাভিত্তিক পাশের হারে এবার প্রথম স্থানে রয়েছে কালিম্পং। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে পূর্ব মেদিনীপুর ও কলকাতা ৷ আর প্রথম দশে রয়েছ 57 জন ৷
প্রথম হয়েছে একজন ৷ দ্বিতীয়ও তাই ৷ তবে তৃতীয় হয়েছে তিনজন। চতুর্থ এবং পঞ্চম স্থানে একজন করে রয়েছে। ষষ্ঠ স্থান অধিকার করেছে চারজন। আটজন রয়েছে সপ্তম স্থানে। অষ্টম স্থান অধিকার করেছে চার জন। নবম স্থান অধিকার করেছে 16 জন পড়ুয়া। দশম স্থানে আছে 18 জন। সেই তালিকায় থাকা হুগলির নীলাঙ্কন, রায়গঞ্জের ভৌমি ও বাঁকুড়ার সৌভিক ইটিভি ভারতে শেয়ার করল নানা কথা ৷
- মাধ্যমিকে দশম স্থান অধিকার করেছে হুগলির নীলাঙ্কন মণ্ডল। তার প্রাপ্ত নম্বর 684। বাড়ি হুগলির পাণ্ডুয়া স্টেশন রোডে। নীলাঙ্কন ব্যান্ডেল এলিট কো-এড স্কুলের ছাত্র। বাবা পার্থ সারথি মণ্ডল পদার্থবিজ্ঞানের শিক্ষক। মা সুজাতা মণ্ডল গৃহবধূ। ছোটবেলা থেকেই গল্পের বই পড়া এবং গিটার বাজানোর শখ নীলাঙ্কনের। বাংলা এবং ভৌতবিজ্ঞান ছাড়া বাকি পাঁচটি বিভাগে পাঁচজন শিক্ষক ছিল নীলাঙ্কনের। বাবা ভৌতবিজ্ঞান শিক্ষক হওয়ায় তাঁর কাছেই ভৌতবিজ্ঞান পড়ত নীলাঙ্কন। আগামিদিনে গবেষণা করতে চায় নীলাঙ্কন।
- মাধ্যমিকে একই স্থান অধিকার করেছে রায়গঞ্জ গার্লস স্কুলের ছাত্রী ভৌমি সরকার। তার প্রাপ্ত নম্বর 684। বাবা সৌমেন্দ্র সরকার রায়গঞ্জ আদালতের কর্মী। মা হ্যাপি মণ্ডল সরকার ৷ তিনি ইটাহারের বাড়ি হাইস্কুলের শিক্ষিকা। ভৌমি বলে, "আমার ফল যে ভালো হবে তা আশা করেছিলাম। তবে মেধাতালিকায় জায়গা করব তা আশা করিনি ৷" আগামিদিনে মেডিক্যালের সর্বভারতীয় প্রবেশিকা (NEET)-য় বসতে চায় ভৌমি ৷ বাবা সৌমেন্দু সরকার জানিয়েছেন, ভৌমি যতদূর পড়তে চায় তিনি ওকে সাহায্য করবেন। মেয়ের সাফল্যে খুশি মা ও বাবা।
- মাধ্যমিকে দশম স্থান অধিকার করেছে বাঁকুড়া জেলা স্কুলের ছাত্র সৌভিক দত্তও। তার মোট প্রাপ্ত নম্বর 684। বাঁকুড়া শহরের বাসিন্দা সৌভিক জানিয়েছে, আগামিদিনে নিট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সে ডাক্তার হতে চায়। পড়াশোনোর পাশাপাশি ক্রিকেট তার খুব ফেভারিট। সে এবারে আইপিএল দেখছে ৷ কোটিপতি লিগে তার ফেভারিট বিরাট কোহলি। সাধারণভাবে নিয়মমাফিক পড়াশোনা করত বলেই সৌভিক ইটিভি ভারতকে জানিয়েছে ৷ সে আশা করেছিল ভালো ফল হবে আর তাতেই কার্যকরী হয়েছে।
আরও পড়ুন: