ETV Bharat / sports

যশস্বীময় ভাইজ্যাগ, থ্রি-লায়ন্সের বিরুদ্ধে বড় রানের লক্ষ্যে ভারত - যশস্বী জয়সওয়াল

India vs England Test: বিশাখাপত্তনম টেস্টে প্রথমদিনটা ভারতের নামেই গেল ৷ বা বলা যেতে পারে, যশস্বী জয়সওয়ালের নামে ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে এই মুহূর্তে সুবিধাজনক পরিস্থিতিতে রয়েছে ভারত ৷ যেখানে কেরিয়ারের প্রথম দ্বিশতরানের খুব কাছে দাঁড়িয়ে রয়েছেন তরুণ বাঁ-হাতি ওপেনার ৷

Image Courtesy: BCCI X
Image Courtesy: BCCI X
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 2, 2024, 5:20 PM IST

Updated : Feb 2, 2024, 5:57 PM IST

বিশাখাপত্তনম, 2 ফেব্রুয়ারি: প্রথম টেস্টে সেঞ্চুরির খুব কাছে পৌঁছেও তা হাতছাড়া করেছিলেন ৷ শুধু সেঞ্চুরি নয়, আরও বড় ইনিংস খেলতে পারলে হয়তো হায়দরাবাদ টেস্ট ভারতের হত ৷ কিন্তু, যা হয়ে গেছে, তা হয়ে গেছে ৷ এবার নতুন শুরু ৷ আর সেই নতুন শুরুতে দাপট দেখালেন যশস্বী জয়সওয়াল ৷ শুধু নামে যশস্বী নয়, কাজেও যশস্বী ৷ তাঁর 179 রানের অপরাজিত ইনিংসে প্রথমদিনের শেষে ভারত 6 উইকেট হারিয়ে 336 রান তুলেছে ৷

আজকের দিনের শুরুটা জিমি অ্যান্ডারসনের সামনে কিছুটা সামলেই করেছিলেন ৷ যতই ঘরের মাঠে ব্যাটিং উইকেট হোক না কেন, উলটোদিকের লোকটির অভিজ্ঞতা 184 টেস্টের ৷ আর তাঁর উইকেট সংখ্যা এই ম্যাচ মিলিয়ে 691 ৷ ফলে আর যাই হোক, সেখানে নিজের মস্তানি দেখানোর প্রয়োজনবোধ করেননি যশস্বী ৷ জিমিকে সামলে খেলে, বাকি অনভিজ্ঞ ব্রিটিশ বোলিংয়ের বিরুদ্ধে আক্রমণে গিয়েছেন তিনি ৷ ফল পেলেন ৷ প্রায় 70 এর স্ট্রাইকরেটে এ দিন টেস্ট ক্রিকেটের দ্বিতীয় সেঞ্চুরি করলেন জয়সওয়াল ৷ আর দিনের খেলা শেষে 69.65 স্ট্রাইকরেটে 257 বলে 179 রানে অপরাজিত গেলেন ৷

তবে, এদিকে যখন যশস্বীকে দেখে বিশাখাপত্তনমের পিচ ব্যাটিং স্বর্গ মনে হচ্ছিল ৷ তখনই উলটোদিকে রোহিত, শুভমন, শ্রেয়সদের কাছে বিশাখাপত্তনমের পিচ নয়, তাঁদের মাথায় ঢুকে গিয়েছিল ব্রিটিশ স্পিনাররা ৷ তাই তাঁরা যতক্ষণ বাইশ গজে সময় কাটালেন, সেই পুরো সময়টাই মনে হয়েছে, এই বুঝি উইকেট গেল ৷ কমাত্র ব্যতিক্রমী দেখাল রজত পাতিদারকে ৷ হয়তো প্রথম ম্যাচে না খেলার কারণে ৷ তবে, তাঁর আউটটাও ছিল দুর্ভাগ্যজনক ৷ বল বুঝে ঠিকঠাক ডিফেন্স করেছিলেন ৷ বল ব্যাটের মাঝেও লাগে ৷ কিন্তু, মাটিতে এক ড্রপে সোজা উইকেটে ঢুকে যায় ৷

তবে, রোহিত-সহ বাকিদের দেখে মনে হল, এখনও প্রথম টেস্ট ও ব্রিটিশ স্পিনাররা তাঁদের মাথায় ঢুকে রয়েছেন ৷ এ দিন রোহিত শুরু থেকেই গুটিয়ে ছিলেন ৷ 41 বল খেলে মাত্র 14 রান করলেন ৷ কিন্তু, একটিও বাউন্ডারি নেই ৷ জো রুটের নির্বিষ অফস্পিনকেও ডিফেন্স করলেন ৷ যেখানে উলটোদিকে তরুণ যশস্বী অনায়াসেই সেই সব বল বাউন্ডারির বাইরে পাঠাচ্ছিলেন ৷

প্রায় একই অবস্থা ছিল শ্রেয়স আইয়ারের ৷ তিনি শুরুতে ডিফেন্স করছিলেন ৷ আবার শেষের দিকে অতিআগ্রাসী ক্রিকেট খেলতে শুরু করলেন ৷ যেন নিজেই জানেন না, ঠিক কী করতে চান ! আর সেই দোটানার মধ্যেই টম হার্টলিকে উইকেট দিয়ে আসেন ৷ আর শুভমন গিল টিকে থাকার লড়াইয়ে আগ্রাসনকে হাতিয়ার করলেন ৷ তাতে সাময়িকভাবে সফল হলেও, টেস্ট ক্রিকেটে লম্বা ইনিংস খেলার জন্য তা কখনই কার্যকরী উপায় নয় ৷ আর সেটাই ভারতীয় ক্রিকেটের 'ব্লু-আইড বয়কে' বুঝিয়ে দিলেন জিমি অ্যান্ডারসন ৷

একের পর এক বাউন্ডারি মেরে 46 বলে 34 রানের ইনিংস খেললেন শুভমন ৷ কিন্তু, কখনই ভরসা জোগাতে পারেননি ৷ আর সেটা আরও স্পষ্ট হয়, জিমির অভিজ্ঞতার সামনে ৷ আউট হওয়ার আগে একই ওভারে ক্যাচ ড্রপ হয় শুভমনের ৷ কিন্তু, তাতে শিক্ষা নেননি ৷ বরং, দু’বল পরেই অফস্টাম্পের বাইরের বলে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি ৷ অক্ষর প্যাটেলকে (27) কিছুটা ধাতস্থ মনে হলেও, তিনিও বড় শট খেলতে গিয়ে উইকেট দিয়ে আসেন ৷

অন্যদিকে, দিনের শেষ কয়েক ওভার বাকি থাকতে নেমেছিলেন শ্রীকর ভরত ৷ কিন্তু, সেখান থেকে ঠিক কী করতে চাইছিলেন, তা বোঝা গেল না ৷ তাঁর খেসারত দিতে হল ৷ 23 বলে 17 রান করে আউট হন তিনিও ৷ প্রথমদিনের শেষে যশস্বীর সঙ্গে উইকেটে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন (5 রানে অপরাজিত) ৷ ভারতের শেষ সার্টিফায়েড ব্যাটিং-জুটি ৷

আরও পড়ুন:

  1. বিশাখাপত্তনমে যশস্বী-রাজ ! অ্যান্ডারসনদের বিরুদ্ধে সেঞ্চুরি করে উজ্জ্বল জয়সওয়াল
  2. 75 বছরে লজ্জার ইতিহাস! ভাইজ্যাক টেস্টের দলে রোহিতদের মোট রান এক ইংরেজ ব্যাটারের থেকে কম
  3. কনকাশন সাবের অপব্যবহার, টসে বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগ মনোজের

বিশাখাপত্তনম, 2 ফেব্রুয়ারি: প্রথম টেস্টে সেঞ্চুরির খুব কাছে পৌঁছেও তা হাতছাড়া করেছিলেন ৷ শুধু সেঞ্চুরি নয়, আরও বড় ইনিংস খেলতে পারলে হয়তো হায়দরাবাদ টেস্ট ভারতের হত ৷ কিন্তু, যা হয়ে গেছে, তা হয়ে গেছে ৷ এবার নতুন শুরু ৷ আর সেই নতুন শুরুতে দাপট দেখালেন যশস্বী জয়সওয়াল ৷ শুধু নামে যশস্বী নয়, কাজেও যশস্বী ৷ তাঁর 179 রানের অপরাজিত ইনিংসে প্রথমদিনের শেষে ভারত 6 উইকেট হারিয়ে 336 রান তুলেছে ৷

আজকের দিনের শুরুটা জিমি অ্যান্ডারসনের সামনে কিছুটা সামলেই করেছিলেন ৷ যতই ঘরের মাঠে ব্যাটিং উইকেট হোক না কেন, উলটোদিকের লোকটির অভিজ্ঞতা 184 টেস্টের ৷ আর তাঁর উইকেট সংখ্যা এই ম্যাচ মিলিয়ে 691 ৷ ফলে আর যাই হোক, সেখানে নিজের মস্তানি দেখানোর প্রয়োজনবোধ করেননি যশস্বী ৷ জিমিকে সামলে খেলে, বাকি অনভিজ্ঞ ব্রিটিশ বোলিংয়ের বিরুদ্ধে আক্রমণে গিয়েছেন তিনি ৷ ফল পেলেন ৷ প্রায় 70 এর স্ট্রাইকরেটে এ দিন টেস্ট ক্রিকেটের দ্বিতীয় সেঞ্চুরি করলেন জয়সওয়াল ৷ আর দিনের খেলা শেষে 69.65 স্ট্রাইকরেটে 257 বলে 179 রানে অপরাজিত গেলেন ৷

তবে, এদিকে যখন যশস্বীকে দেখে বিশাখাপত্তনমের পিচ ব্যাটিং স্বর্গ মনে হচ্ছিল ৷ তখনই উলটোদিকে রোহিত, শুভমন, শ্রেয়সদের কাছে বিশাখাপত্তনমের পিচ নয়, তাঁদের মাথায় ঢুকে গিয়েছিল ব্রিটিশ স্পিনাররা ৷ তাই তাঁরা যতক্ষণ বাইশ গজে সময় কাটালেন, সেই পুরো সময়টাই মনে হয়েছে, এই বুঝি উইকেট গেল ৷ কমাত্র ব্যতিক্রমী দেখাল রজত পাতিদারকে ৷ হয়তো প্রথম ম্যাচে না খেলার কারণে ৷ তবে, তাঁর আউটটাও ছিল দুর্ভাগ্যজনক ৷ বল বুঝে ঠিকঠাক ডিফেন্স করেছিলেন ৷ বল ব্যাটের মাঝেও লাগে ৷ কিন্তু, মাটিতে এক ড্রপে সোজা উইকেটে ঢুকে যায় ৷

তবে, রোহিত-সহ বাকিদের দেখে মনে হল, এখনও প্রথম টেস্ট ও ব্রিটিশ স্পিনাররা তাঁদের মাথায় ঢুকে রয়েছেন ৷ এ দিন রোহিত শুরু থেকেই গুটিয়ে ছিলেন ৷ 41 বল খেলে মাত্র 14 রান করলেন ৷ কিন্তু, একটিও বাউন্ডারি নেই ৷ জো রুটের নির্বিষ অফস্পিনকেও ডিফেন্স করলেন ৷ যেখানে উলটোদিকে তরুণ যশস্বী অনায়াসেই সেই সব বল বাউন্ডারির বাইরে পাঠাচ্ছিলেন ৷

প্রায় একই অবস্থা ছিল শ্রেয়স আইয়ারের ৷ তিনি শুরুতে ডিফেন্স করছিলেন ৷ আবার শেষের দিকে অতিআগ্রাসী ক্রিকেট খেলতে শুরু করলেন ৷ যেন নিজেই জানেন না, ঠিক কী করতে চান ! আর সেই দোটানার মধ্যেই টম হার্টলিকে উইকেট দিয়ে আসেন ৷ আর শুভমন গিল টিকে থাকার লড়াইয়ে আগ্রাসনকে হাতিয়ার করলেন ৷ তাতে সাময়িকভাবে সফল হলেও, টেস্ট ক্রিকেটে লম্বা ইনিংস খেলার জন্য তা কখনই কার্যকরী উপায় নয় ৷ আর সেটাই ভারতীয় ক্রিকেটের 'ব্লু-আইড বয়কে' বুঝিয়ে দিলেন জিমি অ্যান্ডারসন ৷

একের পর এক বাউন্ডারি মেরে 46 বলে 34 রানের ইনিংস খেললেন শুভমন ৷ কিন্তু, কখনই ভরসা জোগাতে পারেননি ৷ আর সেটা আরও স্পষ্ট হয়, জিমির অভিজ্ঞতার সামনে ৷ আউট হওয়ার আগে একই ওভারে ক্যাচ ড্রপ হয় শুভমনের ৷ কিন্তু, তাতে শিক্ষা নেননি ৷ বরং, দু’বল পরেই অফস্টাম্পের বাইরের বলে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি ৷ অক্ষর প্যাটেলকে (27) কিছুটা ধাতস্থ মনে হলেও, তিনিও বড় শট খেলতে গিয়ে উইকেট দিয়ে আসেন ৷

অন্যদিকে, দিনের শেষ কয়েক ওভার বাকি থাকতে নেমেছিলেন শ্রীকর ভরত ৷ কিন্তু, সেখান থেকে ঠিক কী করতে চাইছিলেন, তা বোঝা গেল না ৷ তাঁর খেসারত দিতে হল ৷ 23 বলে 17 রান করে আউট হন তিনিও ৷ প্রথমদিনের শেষে যশস্বীর সঙ্গে উইকেটে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন (5 রানে অপরাজিত) ৷ ভারতের শেষ সার্টিফায়েড ব্যাটিং-জুটি ৷

আরও পড়ুন:

  1. বিশাখাপত্তনমে যশস্বী-রাজ ! অ্যান্ডারসনদের বিরুদ্ধে সেঞ্চুরি করে উজ্জ্বল জয়সওয়াল
  2. 75 বছরে লজ্জার ইতিহাস! ভাইজ্যাক টেস্টের দলে রোহিতদের মোট রান এক ইংরেজ ব্যাটারের থেকে কম
  3. কনকাশন সাবের অপব্যবহার, টসে বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগ মনোজের
Last Updated : Feb 2, 2024, 5:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.