ETV Bharat / sports

ঋষভের প্রত্যাবর্তনে খুশি, স্ত্রী-সৌরভের জন্যই ফের বাংলায় ঋদ্ধিমান - Wriddhiman Saha - WRIDDHIMAN SAHA

Wriddhiman Saha: মনোমালিন্য ভুলে বাংলা ক্রিকেটে ফের প্রত্যাবর্তন করেছেন ঋদ্ধিমান সাহা ৷ আর এর পুরো কৃতিত্বটা তিনি দিলেন স্ত্রী রোমি এবং সৌরভ গঙ্গোপাধ্যায়কে ৷ জানালেন, এই দু’জনের জন্য বাংলায় ফিরলেন তিনি ৷

ETV BHARAT
বাংলায় প্রত্যাবর্তনের জন্য স্ত্রী এবং সৌরভ গঙ্গোপাধ্যায়কে কৃতিত্ব ঋদ্ধিমান সাহার ৷ (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 12, 2024, 5:19 PM IST

কলকাতা, 12 জুন: চলতি টি-20 বিশ্বকাপ দেখছেন না ঋদ্ধিমান সাহা ৷ তবে, ভারতীয় দল যে জয়ের মধ্যে রয়েছে তা জানেন ৷ আশা করছেন বাকি ম্যাচগুলিতেও সাফল্যের ধারা বজায় রাখতে পারবে ভারত ৷ বিশ্বকাপের ম্যাচ না-দেখলেও ঋষভ পন্তের প্রত্যাবর্তনে খুশি ঋদ্ধি ৷ তাঁর মতে, সেরা প্রত্যাবর্তন ঋষভের ৷ আইপিএলে ভালো খেলতে দেখেছেন ৷ ভারতীয় দলের দু’টি ম্যাচেও ভালো খেলেছেন বলে শুনেছেন ৷ আশা করছেন এভাবেই ভালো খেলার অভ্যাস ধরে রাখবেন ভারতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার ৷

বাংলায় প্রত্যাবর্তনের জন্য স্ত্রী এবং সৌরভ গঙ্গোপাধ্যায়কে কৃতিত্ব ঋদ্ধিমান সাহার ৷ (ইটিভি ভারত)

ঋষভের পাশাপাশি, বল হাতে জসপ্রীত বুমরার পারফরম্যান্সেরও প্রশংসা ঋদ্ধিমানের গলায় ৷ তবে ওপেনিংয়ে বিরাট কোহলির ব্যর্থতা নিয়ে সমালোচনার পথে না-হেঁটে পাশে দাঁড়াতে চান ৷ একইভাবে রিঙ্কু সিংকে দলে না-নেওয়া নিয়ে নিরুত্তর পাপালি ৷ বিষয়টি নির্বাচকদের উপরেই ছাড়তে চান তিনি ৷ বেঙ্গল প্রো টি-20 লিগ দিয়ে বাংলার ক্রিকেটে প্রত্যাবর্তন করছেন ঋদ্ধিমান সাহা ৷ তবে, নেতৃত্ব নিয়ে এখনই ভাবতে রাজি নন ৷ তাঁর এই প্রত্যাবর্তনে কারণ হিসেবে স্ত্রী রোমি এবং সৌরভ গঙ্গোপাধ্যায়কে কৃতিত্ব দিচ্ছেন ঋদ্ধি ৷ জানালেন, মূলত এই দু’জনের জন্যই বাংলায় ফিরলেন ঋদ্ধিমান ৷

সিঙ্গাপুরে পরিবার সঙ্গে ছুটি কাটিয়ে দিনদু'য়েক আগেই কলকাতায় ফিরেছেন ৷ আর ফেরার পরই যোগ দিয়েছিলেন মেদিনীপুর উইজার্ডস দলের অনুশীলনে ৷ বুধবার স্ম্যাশার্স মালদার বিরুদ্ধে মেদিনীপুরের হয়ে ইডেন গার্ডেন্সে খেলতে নামছেন ঋদ্ধিমান সাহা ৷ দু'বছর পর বাংলায় প্রত্যাবর্তনের পর প্রথমবার ৷ ঋদ্ধিমান বনাম কোনও এক কর্তার গণ্ডগোলে বাংলার ক্রিকেট ধাক্কা খেয়েছিল বলে অভিযোগ ৷ দু’বছর পরে ফিরে পাপালি অবশ্য তাঁর অতীত মনে রাখতে চান না ৷ বরং তিনি ত্রিপুরার হয়ে খেলা শেষ দুই মরশুমের কথা ভুলে বাংলার হয়ে নিজেকে উজাড় করে দিতে চান ৷

তার আগে মঙ্গলবার থেকে শুরু হওয়া বেঙ্গল প্রো টি-20 লিগের দিকে এখন পাখির চোখ পাপালির ৷ বিকেলে মেদিনীপুর উইজার্ডস দলের মার্কি ক্রিকেটার হিসেবে কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে ঋদ্ধি ফাঁস করেছেন তাঁর বাংলায় প্রত্যাবর্তনের রহস্য ৷ পাপালির কথায়, "বাংলা থেকেই ক্রিকেট খেলা শুরু করেছিলাম ৷ মাঝের দুই বছর ছিলাম না এখানে ৷ স্ত্রী রোমি এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্যই বাংলায় ফিরলাম ৷ জানি না বাংলা দলের হয়ে খেলার সুযোগ পাব কিনা ৷ তার আগে এখন বেঙ্গল প্রো টি20 লিগ নিয়েই ভাবছি ৷" পাশে বসে মেদিনীপুর দলের মেন্টর লক্ষ্মীরতন শুক্লাও ঋদ্ধিমান সাহাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ৷ বলেছেন, "ঋদ্ধিমানকে নিয়ে নতুন করে কিছুই বলার নেই ৷ ও আমাদের দলের স্পেশাল ক্রিকেটার ৷ আশা করব মেদিনীপুর দলকে নয়া দিশা দেবে ঋদ্ধি ৷"

কলকাতা, 12 জুন: চলতি টি-20 বিশ্বকাপ দেখছেন না ঋদ্ধিমান সাহা ৷ তবে, ভারতীয় দল যে জয়ের মধ্যে রয়েছে তা জানেন ৷ আশা করছেন বাকি ম্যাচগুলিতেও সাফল্যের ধারা বজায় রাখতে পারবে ভারত ৷ বিশ্বকাপের ম্যাচ না-দেখলেও ঋষভ পন্তের প্রত্যাবর্তনে খুশি ঋদ্ধি ৷ তাঁর মতে, সেরা প্রত্যাবর্তন ঋষভের ৷ আইপিএলে ভালো খেলতে দেখেছেন ৷ ভারতীয় দলের দু’টি ম্যাচেও ভালো খেলেছেন বলে শুনেছেন ৷ আশা করছেন এভাবেই ভালো খেলার অভ্যাস ধরে রাখবেন ভারতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার ৷

বাংলায় প্রত্যাবর্তনের জন্য স্ত্রী এবং সৌরভ গঙ্গোপাধ্যায়কে কৃতিত্ব ঋদ্ধিমান সাহার ৷ (ইটিভি ভারত)

ঋষভের পাশাপাশি, বল হাতে জসপ্রীত বুমরার পারফরম্যান্সেরও প্রশংসা ঋদ্ধিমানের গলায় ৷ তবে ওপেনিংয়ে বিরাট কোহলির ব্যর্থতা নিয়ে সমালোচনার পথে না-হেঁটে পাশে দাঁড়াতে চান ৷ একইভাবে রিঙ্কু সিংকে দলে না-নেওয়া নিয়ে নিরুত্তর পাপালি ৷ বিষয়টি নির্বাচকদের উপরেই ছাড়তে চান তিনি ৷ বেঙ্গল প্রো টি-20 লিগ দিয়ে বাংলার ক্রিকেটে প্রত্যাবর্তন করছেন ঋদ্ধিমান সাহা ৷ তবে, নেতৃত্ব নিয়ে এখনই ভাবতে রাজি নন ৷ তাঁর এই প্রত্যাবর্তনে কারণ হিসেবে স্ত্রী রোমি এবং সৌরভ গঙ্গোপাধ্যায়কে কৃতিত্ব দিচ্ছেন ঋদ্ধি ৷ জানালেন, মূলত এই দু’জনের জন্যই বাংলায় ফিরলেন ঋদ্ধিমান ৷

সিঙ্গাপুরে পরিবার সঙ্গে ছুটি কাটিয়ে দিনদু'য়েক আগেই কলকাতায় ফিরেছেন ৷ আর ফেরার পরই যোগ দিয়েছিলেন মেদিনীপুর উইজার্ডস দলের অনুশীলনে ৷ বুধবার স্ম্যাশার্স মালদার বিরুদ্ধে মেদিনীপুরের হয়ে ইডেন গার্ডেন্সে খেলতে নামছেন ঋদ্ধিমান সাহা ৷ দু'বছর পর বাংলায় প্রত্যাবর্তনের পর প্রথমবার ৷ ঋদ্ধিমান বনাম কোনও এক কর্তার গণ্ডগোলে বাংলার ক্রিকেট ধাক্কা খেয়েছিল বলে অভিযোগ ৷ দু’বছর পরে ফিরে পাপালি অবশ্য তাঁর অতীত মনে রাখতে চান না ৷ বরং তিনি ত্রিপুরার হয়ে খেলা শেষ দুই মরশুমের কথা ভুলে বাংলার হয়ে নিজেকে উজাড় করে দিতে চান ৷

তার আগে মঙ্গলবার থেকে শুরু হওয়া বেঙ্গল প্রো টি-20 লিগের দিকে এখন পাখির চোখ পাপালির ৷ বিকেলে মেদিনীপুর উইজার্ডস দলের মার্কি ক্রিকেটার হিসেবে কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে ঋদ্ধি ফাঁস করেছেন তাঁর বাংলায় প্রত্যাবর্তনের রহস্য ৷ পাপালির কথায়, "বাংলা থেকেই ক্রিকেট খেলা শুরু করেছিলাম ৷ মাঝের দুই বছর ছিলাম না এখানে ৷ স্ত্রী রোমি এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্যই বাংলায় ফিরলাম ৷ জানি না বাংলা দলের হয়ে খেলার সুযোগ পাব কিনা ৷ তার আগে এখন বেঙ্গল প্রো টি20 লিগ নিয়েই ভাবছি ৷" পাশে বসে মেদিনীপুর দলের মেন্টর লক্ষ্মীরতন শুক্লাও ঋদ্ধিমান সাহাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ৷ বলেছেন, "ঋদ্ধিমানকে নিয়ে নতুন করে কিছুই বলার নেই ৷ ও আমাদের দলের স্পেশাল ক্রিকেটার ৷ আশা করব মেদিনীপুর দলকে নয়া দিশা দেবে ঋদ্ধি ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.