ETV Bharat / sports

চ্য়াম্পিয়ন্স ট্রফিতে ইংরেজ বিদায়, শেষ চারে কাদের সামনে রোহিতরা? - ICC CHAMPIONS TROPHY 2025

ইংল্যান্ডের বিদায়ের পর কী অবস্থা গ্রুপ-বি'র ৷ শেষ চারে কার মুখোমুখি হতে চলেছে ভারতীয় দল? আসুন দেখে নিই ৷

INDIAN CRICKET TEAM
অনুশীলনে ভারতীয় দল (AP)
author img

By ETV Bharat Sports Team

Published : Feb 27, 2025, 10:36 AM IST

হায়দরাবাদ, 27 ফেব্রুয়ারি: বাংলাদেশকে হারানোর সঙ্গে সঙ্গে নিউজিল্য়ান্ড যেমন চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল নিশ্চিত করেছে, একইসঙ্গে শেষ চার নিশ্চিত হয়েছে ভারতেরও ৷ যদিও সেমিফাইনালে টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ কে হবে, সেটা নিশ্চিত নয় এখনও ৷ কারণ সেমিফাইনালের জন্য গ্রুপ-বি'তে কাজ করছে বিভিন্ন সমীকরণ ৷ মঙ্গলবার দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর বুধবার টুর্নামেন্ট ফেভারিট ইংল্য়ান্ডকে হারিয়ে দিয়েছে আফগানিস্তান ৷ জোড়া হারের ধাক্কায় জস বাটলারের দল ছিটকে গেলেও জোরালোভাবে সেমিফাইনালের দৌড়ে সামিল হয়েছে আফগানরা ৷

এখন প্রশ্ন হচ্ছে শেষ চারে রোহিতদের কোন দলের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ তা জানতে অন্য গ্রুপের সমীকরণের দিকে চোখ তো থাকবেই ৷ পাশাপাশি নিজেদের গ্রুপে ভারতীয় দল কোন স্থানে শেষ করছে, তার উপরেও নির্ভর করছে সেমির প্রতিপক্ষ ৷ সেক্ষেত্রে 2 মার্চ ভারত বনাম নিউজিল্যান্ড ম্য়াচের ফলাফলে গ্রুপের চূড়ান্ত অবস্থান নির্ধারিত হবে ৷ প্রথম দু'ম্য়াচ থেকে তিন পয়েন্ট নিয়ে গ্রুপ-বি'র প্রথম দু'টি স্থানে যথাক্রমে রয়েছে দক্ষিণ আফ্রিকা (+2.140) ও অস্ট্রেলিয়া (+0.475) ৷ সমসংখ্যক ম্যাচ খেলে তিন পয়েন্ট নিয়ে তিনে রয়েছে আফগানিস্তান (-0.990) ৷ প্রথম দু'টি ম্য়াচ হেরে সেমির দৌড় থেকে ছিটকে গিয়েছে ইংল্য়ান্ড ৷

সবমিলিয়ে শেষ চারের প্রতিপক্ষ এখনই স্থির করা সম্ভব না-হলেও কোন পথে রোহিতব্রিগেডের কোন দলের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে, তার একটা আঁচ করা যেতে পারে ৷ একনজরে দেখে নেওয়া যাক-

  1. ভারত, নিউজিল্যান্ড গ্রুপ-এ থেকে ইতিমধ্যেই শেষ চার নিশ্চিত করেছে ৷ তবে গ্রুপ শীর্ষে শেষ কে করবে? তা নির্ধারিত হবে এই দু'য়ের ম্য়াচের ফলাফলের উপরেই ৷ গ্রুপ-এ'র প্রথম স্থানাধিকারী দল সেমিতে মুখোমুখি হবে গ্রুপ-বি'র দ্বিতীয় স্থানাধিকারী দলের ৷ আর গ্রুপ-এ'র দ্বিতীয় স্থানাধিকারী দল মুখোমুখি হবে গ্রুপ-বি'র প্রথম স্থানাধিকারী দলের ৷
  2. যদি অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা দু'দল নিজেদের শেষ ম্য়াচ জেতে এবং ভারত অন্যদিকে নিউজিল্যান্ডকে হারিয়ে দেয়, তাহলে শেষ চারে ভারত বনাম অস্ট্রেলিয়া মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকছে ৷ আর ভারত গ্রুপের শেষ ম্য়াচে কিউয়িদের বিরুদ্ধে হেরে গেলে সেক্ষেত্রে প্রোটিয়াদের বিরুদ্ধে সেমিফাইনাল খেলবেন রোহিতরা ৷
  3. অস্ট্রেলিয়াকে যদি আফগানিস্তান হারিয়ে দেয় আর অন্যদিকে ইংল্যান্ডের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা জেতে, সেক্ষেত্রে গ্রুপ শীর্ষে শেষ করলে সেমিতে আফগানদের মুখোমুখি হবে ভারত ৷ আর রোহিতরা নিউজিল্যান্ডের কাছে হারলে তাঁদের খেলতে হবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৷
  4. এবার আসা যাক শেষ ম্য়াচ যদি অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা দুই দলই হারে ৷ সেক্ষেত্রে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের হার সেমিতে আফগানদের মুখোমুখি করবে তাঁদের ৷ এক্ষেত্রে ভারত যদি আবার শেষ ম্যাচ জেতে তখন শেষ চারে অস্ট্রেলিয়া/দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হতে হবে 'মেন ইন ব্লু'কে ৷ সেক্ষেত্রে ভারতের প্রতিপক্ষ ঠিক হবে নেট রানরেটের উপর ভিত্তি করে ৷

আরও পড়ুন:

হায়দরাবাদ, 27 ফেব্রুয়ারি: বাংলাদেশকে হারানোর সঙ্গে সঙ্গে নিউজিল্য়ান্ড যেমন চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল নিশ্চিত করেছে, একইসঙ্গে শেষ চার নিশ্চিত হয়েছে ভারতেরও ৷ যদিও সেমিফাইনালে টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ কে হবে, সেটা নিশ্চিত নয় এখনও ৷ কারণ সেমিফাইনালের জন্য গ্রুপ-বি'তে কাজ করছে বিভিন্ন সমীকরণ ৷ মঙ্গলবার দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর বুধবার টুর্নামেন্ট ফেভারিট ইংল্য়ান্ডকে হারিয়ে দিয়েছে আফগানিস্তান ৷ জোড়া হারের ধাক্কায় জস বাটলারের দল ছিটকে গেলেও জোরালোভাবে সেমিফাইনালের দৌড়ে সামিল হয়েছে আফগানরা ৷

এখন প্রশ্ন হচ্ছে শেষ চারে রোহিতদের কোন দলের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ তা জানতে অন্য গ্রুপের সমীকরণের দিকে চোখ তো থাকবেই ৷ পাশাপাশি নিজেদের গ্রুপে ভারতীয় দল কোন স্থানে শেষ করছে, তার উপরেও নির্ভর করছে সেমির প্রতিপক্ষ ৷ সেক্ষেত্রে 2 মার্চ ভারত বনাম নিউজিল্যান্ড ম্য়াচের ফলাফলে গ্রুপের চূড়ান্ত অবস্থান নির্ধারিত হবে ৷ প্রথম দু'ম্য়াচ থেকে তিন পয়েন্ট নিয়ে গ্রুপ-বি'র প্রথম দু'টি স্থানে যথাক্রমে রয়েছে দক্ষিণ আফ্রিকা (+2.140) ও অস্ট্রেলিয়া (+0.475) ৷ সমসংখ্যক ম্যাচ খেলে তিন পয়েন্ট নিয়ে তিনে রয়েছে আফগানিস্তান (-0.990) ৷ প্রথম দু'টি ম্য়াচ হেরে সেমির দৌড় থেকে ছিটকে গিয়েছে ইংল্য়ান্ড ৷

সবমিলিয়ে শেষ চারের প্রতিপক্ষ এখনই স্থির করা সম্ভব না-হলেও কোন পথে রোহিতব্রিগেডের কোন দলের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে, তার একটা আঁচ করা যেতে পারে ৷ একনজরে দেখে নেওয়া যাক-

  1. ভারত, নিউজিল্যান্ড গ্রুপ-এ থেকে ইতিমধ্যেই শেষ চার নিশ্চিত করেছে ৷ তবে গ্রুপ শীর্ষে শেষ কে করবে? তা নির্ধারিত হবে এই দু'য়ের ম্য়াচের ফলাফলের উপরেই ৷ গ্রুপ-এ'র প্রথম স্থানাধিকারী দল সেমিতে মুখোমুখি হবে গ্রুপ-বি'র দ্বিতীয় স্থানাধিকারী দলের ৷ আর গ্রুপ-এ'র দ্বিতীয় স্থানাধিকারী দল মুখোমুখি হবে গ্রুপ-বি'র প্রথম স্থানাধিকারী দলের ৷
  2. যদি অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা দু'দল নিজেদের শেষ ম্য়াচ জেতে এবং ভারত অন্যদিকে নিউজিল্যান্ডকে হারিয়ে দেয়, তাহলে শেষ চারে ভারত বনাম অস্ট্রেলিয়া মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকছে ৷ আর ভারত গ্রুপের শেষ ম্য়াচে কিউয়িদের বিরুদ্ধে হেরে গেলে সেক্ষেত্রে প্রোটিয়াদের বিরুদ্ধে সেমিফাইনাল খেলবেন রোহিতরা ৷
  3. অস্ট্রেলিয়াকে যদি আফগানিস্তান হারিয়ে দেয় আর অন্যদিকে ইংল্যান্ডের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা জেতে, সেক্ষেত্রে গ্রুপ শীর্ষে শেষ করলে সেমিতে আফগানদের মুখোমুখি হবে ভারত ৷ আর রোহিতরা নিউজিল্যান্ডের কাছে হারলে তাঁদের খেলতে হবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৷
  4. এবার আসা যাক শেষ ম্য়াচ যদি অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা দুই দলই হারে ৷ সেক্ষেত্রে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের হার সেমিতে আফগানদের মুখোমুখি করবে তাঁদের ৷ এক্ষেত্রে ভারত যদি আবার শেষ ম্যাচ জেতে তখন শেষ চারে অস্ট্রেলিয়া/দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হতে হবে 'মেন ইন ব্লু'কে ৷ সেক্ষেত্রে ভারতের প্রতিপক্ষ ঠিক হবে নেট রানরেটের উপর ভিত্তি করে ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.