ETV Bharat / sports

'বাজবল' খেলতে টিম মিটিংয়ে বিশ্বাসী নয় ইংল্যান্ড, জানালেন রুট - ভারত বনাম ইংল্যান্ড

Joe Root on Bazball Cricket: ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজ এই মুহূর্তে 1-1 ৷ দ্বিতীয় টেস্ট জিতে ভারত সিরিজে সমতা ফিরিয়েছে ৷ কিন্তু, আলোচনার কেন্দ্রবিন্দুতে সফরকারী ইংল্যান্ড দল ও তাদের 'বাজবল' ৷ যা নিয়ে প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক জো রুট জানালেন, তাঁরা টিম মিটিং করেন না ৷ মাঠে নেমে নিজেদের খেলাটা উপভোগ করেন ৷

Image Courtesy: Joe Root X
Image Courtesy: Joe Root X
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 7, 2024, 4:48 PM IST

বিশাখাপত্তনম, 7 ফেব্রুয়ারি: দলের খেলোয়াড়দের নিয়ে গুরুগম্ভীর বৈঠক নয় ৷ বরং, নিজেদের মধ্যে হাসিঠাট্টা ও একে অপরের সঙ্গ উপভোগ করেন ইংল্যান্ড দলের ক্রিকেটাররা ৷ বেন স্টোকস এবং ব্র্যান্ডন ম্যাককুলামের নেতৃত্বে এটা বর্তমানে থ্রি-লায়ন্স টেস্ট দলের পরিবেশ ৷ যেখানে প্রতিপক্ষকে নিয়ে কোনও জটিল ও দীর্ঘ আলোচনা হয় না ৷ কেবলমাত্র মাঠে গিয়ে নিজেদের আগ্রাসী ক্রিকেট উপভোগ করার পরামর্শ দেওয়া হয় ৷ এমনটাই জানালেন ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট ৷

সিরিজ সম্প্রচারকারী ওটিটি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে প্রাক্তন ইংরেজ অধিনায়ক বলেন, "আমরা এখন আর কোনও টিম মিটিং করি না ৷ এখানে একটা বিষয় খুবই দারুণ, আমরা একসঙ্গে হয়ে যে আলোচনাগুলি করি, তা পুরোপুরি খেলার বাইরে ৷ আমরা নিজেদের মধ্যে সময়টাকে উপভোগ করি ও খুব মজা করি ৷" রুট জানান, গত দু’বছরে খুব কমই ইংল্যান্ড দল টিম মিটিংয়ে বসেছে ৷ তিনি বলেন, "আমি মনে করি এই পরিবেশ অনেক বেশি খাঁটি ও আসল, যা আমাদের নৈশভোজের টেবিলেও বজায় থাকে ৷ সেটা সকালে কফির কাপে চুমুক দেওয়ার সময়ও হতে পারে ৷ এখান থেকেই একজন খেলোয়াড় নিজের সেরা শিক্ষা লাভ করেন ৷"

উল্লেখ্য, হায়দরাবাদ টেস্টে প্রথম ইনিংসে ইংল্যান্ড 195 রানে পিছিয়ে থেকেও 28 রানে ম্যাচ জিতেছিল ৷ ঠিক উলটোদিকে বিশাখাপত্তনমে অনেক ভালো ব্যাটিং উইকেটে প্রথম ইনিংসে 143 রানে পিছিয়ে থেকেও 106 রানে ম্যাচ হেরেছেন বেন স্টোকসরা ৷ কিন্তু, সেটা নিয়ে চিন্তিত নন জো রুট ৷ তিনি বলেন, "খেলার ফলাফল যাই হোক না-কেন, আমরা সেভাবেই মাঠে নেমে খেলব; যেভাবে আমরা খেলে এসেছি এতদিন ৷ এই অ্যাপ্রোচটা একটা সময়ের পরে আমাদের সাফল্য দিতে শুরু করেছে ৷ এটা আমাদের সকলের মধ্যে থেকে সেরা পারফরম্যান্স বের করে আনছে ৷ আমরা এর আগেও এমন পরিস্থিতিতে পড়েছি ৷"

আর এক্ষেত্রে উদারহণ হিসেবে, ইংল্যান্ডের ঘরের মাঠে পাঁচ ম্যাচের সিরিজের অসমাপ্ত ম্যাচটিকে তুলে ধরেন জো রুট ৷ যেখানে 2022 সালের সেই ম্যাচে বিশাল বড় ব্যবধানে পিছিয়ে পড়েও, আক্রমণাত্মক ক্রিকেট খেলে ইংল্যান্ড ম্যাচটি জিতেছিল ৷ উল্লেখ্য, এজবাস্টনে সেই টেস্টে ইংল্যান্ডের সামনে চতুর্থ ইনিংসে 378 রানের টার্গেট ছিল ৷ যা শেষদিনে মাত্র 3 উইকেট হারিয়ে তুলে দিয়েছিল 'থ্রি-লায়ন্স' ৷ এমনকী সিরিজ 2-2 ড্র করেছিল তারা ৷

আরও পড়ুন:

  1. অশ্বিনকে সরিয়ে প্রথম ভারতীয় পেসার হিসেবে টেস্ট ব়্যাংকিংয়ের শীর্ষে বুমরা
  2. একটা পার্টনারশিপ ম্যাচে ফিরিয়ে আনবে, আত্মবিশ্বাসী ছিলেন দেশকে ফাইনালে তোলা অধিনায়ক
  3. ভাইজ্যাগে নজির গড়ে রাজকোটে মাইলস্টোনের অপেক্ষায় অশ্বিন

বিশাখাপত্তনম, 7 ফেব্রুয়ারি: দলের খেলোয়াড়দের নিয়ে গুরুগম্ভীর বৈঠক নয় ৷ বরং, নিজেদের মধ্যে হাসিঠাট্টা ও একে অপরের সঙ্গ উপভোগ করেন ইংল্যান্ড দলের ক্রিকেটাররা ৷ বেন স্টোকস এবং ব্র্যান্ডন ম্যাককুলামের নেতৃত্বে এটা বর্তমানে থ্রি-লায়ন্স টেস্ট দলের পরিবেশ ৷ যেখানে প্রতিপক্ষকে নিয়ে কোনও জটিল ও দীর্ঘ আলোচনা হয় না ৷ কেবলমাত্র মাঠে গিয়ে নিজেদের আগ্রাসী ক্রিকেট উপভোগ করার পরামর্শ দেওয়া হয় ৷ এমনটাই জানালেন ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট ৷

সিরিজ সম্প্রচারকারী ওটিটি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে প্রাক্তন ইংরেজ অধিনায়ক বলেন, "আমরা এখন আর কোনও টিম মিটিং করি না ৷ এখানে একটা বিষয় খুবই দারুণ, আমরা একসঙ্গে হয়ে যে আলোচনাগুলি করি, তা পুরোপুরি খেলার বাইরে ৷ আমরা নিজেদের মধ্যে সময়টাকে উপভোগ করি ও খুব মজা করি ৷" রুট জানান, গত দু’বছরে খুব কমই ইংল্যান্ড দল টিম মিটিংয়ে বসেছে ৷ তিনি বলেন, "আমি মনে করি এই পরিবেশ অনেক বেশি খাঁটি ও আসল, যা আমাদের নৈশভোজের টেবিলেও বজায় থাকে ৷ সেটা সকালে কফির কাপে চুমুক দেওয়ার সময়ও হতে পারে ৷ এখান থেকেই একজন খেলোয়াড় নিজের সেরা শিক্ষা লাভ করেন ৷"

উল্লেখ্য, হায়দরাবাদ টেস্টে প্রথম ইনিংসে ইংল্যান্ড 195 রানে পিছিয়ে থেকেও 28 রানে ম্যাচ জিতেছিল ৷ ঠিক উলটোদিকে বিশাখাপত্তনমে অনেক ভালো ব্যাটিং উইকেটে প্রথম ইনিংসে 143 রানে পিছিয়ে থেকেও 106 রানে ম্যাচ হেরেছেন বেন স্টোকসরা ৷ কিন্তু, সেটা নিয়ে চিন্তিত নন জো রুট ৷ তিনি বলেন, "খেলার ফলাফল যাই হোক না-কেন, আমরা সেভাবেই মাঠে নেমে খেলব; যেভাবে আমরা খেলে এসেছি এতদিন ৷ এই অ্যাপ্রোচটা একটা সময়ের পরে আমাদের সাফল্য দিতে শুরু করেছে ৷ এটা আমাদের সকলের মধ্যে থেকে সেরা পারফরম্যান্স বের করে আনছে ৷ আমরা এর আগেও এমন পরিস্থিতিতে পড়েছি ৷"

আর এক্ষেত্রে উদারহণ হিসেবে, ইংল্যান্ডের ঘরের মাঠে পাঁচ ম্যাচের সিরিজের অসমাপ্ত ম্যাচটিকে তুলে ধরেন জো রুট ৷ যেখানে 2022 সালের সেই ম্যাচে বিশাল বড় ব্যবধানে পিছিয়ে পড়েও, আক্রমণাত্মক ক্রিকেট খেলে ইংল্যান্ড ম্যাচটি জিতেছিল ৷ উল্লেখ্য, এজবাস্টনে সেই টেস্টে ইংল্যান্ডের সামনে চতুর্থ ইনিংসে 378 রানের টার্গেট ছিল ৷ যা শেষদিনে মাত্র 3 উইকেট হারিয়ে তুলে দিয়েছিল 'থ্রি-লায়ন্স' ৷ এমনকী সিরিজ 2-2 ড্র করেছিল তারা ৷

আরও পড়ুন:

  1. অশ্বিনকে সরিয়ে প্রথম ভারতীয় পেসার হিসেবে টেস্ট ব়্যাংকিংয়ের শীর্ষে বুমরা
  2. একটা পার্টনারশিপ ম্যাচে ফিরিয়ে আনবে, আত্মবিশ্বাসী ছিলেন দেশকে ফাইনালে তোলা অধিনায়ক
  3. ভাইজ্যাগে নজির গড়ে রাজকোটে মাইলস্টোনের অপেক্ষায় অশ্বিন
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.