ETV Bharat / sports

'আপনার ছেলে এখন অনেক ক্ষমতাবান', জয়ের সাফল্যে স্বরাষ্ট্রমন্ত্রীকে খোঁচা মমতার - MAMATA CONGRATULATES AMIT SHAH

author img

By ETV Bharat Sports Team

Published : Aug 29, 2024, 4:55 PM IST

MAMATA BANERJEE TAKES DIG AT AMIT SHAH: পুত্র জয় শাহের সাফল্যে বাবা অমিত শাহকে অভিনন্দন জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে পরোক্ষে খোঁচা দিয়ে এক্সে মমতা লেখেন, "সত্যিই আপনার ছেলে এখন অনেক ক্ষমতাবান ৷ আমি আপনাকে এই কৃতিত্বের জন্য অভিবাদন জানাই ৷ কুর্নিশ ৷"

MAMATA BANERJEE TAKES DIG AT AMIT SHAH
স্বরাষ্ট্রমন্ত্রীকে খোঁচা মমতার (IANS Photo)

কলকাতা, 29 অগস্ট: নিউজিল্যান্ডের গ্রেগ বার্কলে পরবর্তী আইসিসি'র নয়া চেয়ারম্যান হচ্ছেন জয় শাহ ৷ কনিষ্ঠ হিসেবে মাত্র পঁয়ত্রিশে বিশ্ব ক্রিকেটের গভর্নিং বডি'র শীর্ষপদে বসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র ৷ অমিত-পুত্রের আইসিসি'র মসনদে আসীন হওয়া কতটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, কিংবা আদৌ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কি না; তা নিয়ে বিতর্কের অবকাশ রয়েছে নানা মহলে ৷ এমতাবস্থায় পুত্র জয় শাহের সাফল্যে বাবা অমিত শাহকে অভিনন্দন জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

পুত্র জয় শাহ আইসিসি চেয়ারম্যান হওয়ায় বাবা অমিত শাহকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিবাদন যে কটাক্ষের নামান্তর, সে আর বলার অপেক্ষা রাখে না ৷ যদিও এদিন তাঁর টুইটে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে সরাসরি আক্রমণ নয়, বরং মিষ্টি কথায় খোঁচা দিলেন বাংলার প্রশাসনিক প্রধান ৷ এদিন মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্য়ান্ডেলে লেখেন, "অভিনন্দন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ আপনার ছেলে রাজনীতিবিদ নয়, বরং আইসিসি'র চেয়ারম্যান হয়ে গেল ৷ এমন একটা পদ যা অধিকাংশ রাজনীতিবিদের পদের তুলনায় অনেকাংশে গুরুত্বপূর্ণ ৷ সত্যিই আপনার ছেলে এখন অনেক ক্ষমতাবান ৷ আমি আপনাকে এই কৃতিত্বের জন্য অভিবাদন জানাই ৷ কুর্নিশ ৷"

উল্লেখ্য, বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসি'র পরবর্তী চেয়ারম্যান হচ্ছেন অমিত শাহ-পুত্র জয় শাহ ৷ যিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের বিদায়ী সচিবও বটে ৷ বিসিসিআই'য়ের পদে থাকাকালীনই অমিত-পুত্রের 'ক্ষমতার আস্ফালন' দেখেছে ক্রিকেট বিশ্ব ৷ গুজরাতে তৈরি হয়েছে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম ৷ সবমিলিয়ে গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি অমিত শাহের পুত্র বোর্ডের সচিব পদ সামলেছেন দাপটের সঙ্গেই ৷ কিন্তু মাত্র 35 বছর বয়সে বিসিসিআই'য়ের সচিব থেকে জয় শাহের আইসিসি'র শীর্ষপদে আসীন হওয়াকে বাবা অমিত শাহের 'ক্ষমতার দক্ষিণা' বলেই মনে করছে বিরোধীরা ৷ এদিন এক্সে রাখঢাক করে হলেও সেই প্রতিক্রিয়াই ব্যক্ত করলেন মমতা ৷

কলকাতা, 29 অগস্ট: নিউজিল্যান্ডের গ্রেগ বার্কলে পরবর্তী আইসিসি'র নয়া চেয়ারম্যান হচ্ছেন জয় শাহ ৷ কনিষ্ঠ হিসেবে মাত্র পঁয়ত্রিশে বিশ্ব ক্রিকেটের গভর্নিং বডি'র শীর্ষপদে বসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র ৷ অমিত-পুত্রের আইসিসি'র মসনদে আসীন হওয়া কতটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, কিংবা আদৌ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কি না; তা নিয়ে বিতর্কের অবকাশ রয়েছে নানা মহলে ৷ এমতাবস্থায় পুত্র জয় শাহের সাফল্যে বাবা অমিত শাহকে অভিনন্দন জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

পুত্র জয় শাহ আইসিসি চেয়ারম্যান হওয়ায় বাবা অমিত শাহকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিবাদন যে কটাক্ষের নামান্তর, সে আর বলার অপেক্ষা রাখে না ৷ যদিও এদিন তাঁর টুইটে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে সরাসরি আক্রমণ নয়, বরং মিষ্টি কথায় খোঁচা দিলেন বাংলার প্রশাসনিক প্রধান ৷ এদিন মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্য়ান্ডেলে লেখেন, "অভিনন্দন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ আপনার ছেলে রাজনীতিবিদ নয়, বরং আইসিসি'র চেয়ারম্যান হয়ে গেল ৷ এমন একটা পদ যা অধিকাংশ রাজনীতিবিদের পদের তুলনায় অনেকাংশে গুরুত্বপূর্ণ ৷ সত্যিই আপনার ছেলে এখন অনেক ক্ষমতাবান ৷ আমি আপনাকে এই কৃতিত্বের জন্য অভিবাদন জানাই ৷ কুর্নিশ ৷"

উল্লেখ্য, বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসি'র পরবর্তী চেয়ারম্যান হচ্ছেন অমিত শাহ-পুত্র জয় শাহ ৷ যিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের বিদায়ী সচিবও বটে ৷ বিসিসিআই'য়ের পদে থাকাকালীনই অমিত-পুত্রের 'ক্ষমতার আস্ফালন' দেখেছে ক্রিকেট বিশ্ব ৷ গুজরাতে তৈরি হয়েছে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম ৷ সবমিলিয়ে গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি অমিত শাহের পুত্র বোর্ডের সচিব পদ সামলেছেন দাপটের সঙ্গেই ৷ কিন্তু মাত্র 35 বছর বয়সে বিসিসিআই'য়ের সচিব থেকে জয় শাহের আইসিসি'র শীর্ষপদে আসীন হওয়াকে বাবা অমিত শাহের 'ক্ষমতার দক্ষিণা' বলেই মনে করছে বিরোধীরা ৷ এদিন এক্সে রাখঢাক করে হলেও সেই প্রতিক্রিয়াই ব্যক্ত করলেন মমতা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.