কলকাতা, 20 মার্চ: কলকাতা নাইট রাইডার্সের ফ্যানরা ইতিমধ্যেই শহরজুড়ে প্রিয় দলকে নিয়ে উন্মাদনা শুরু করেছেন। টিম হোটেলের সামনে হত্যে দিয়ে উপস্থিত থাকছেন। প্র্যাকটিসের সময়ে ইডেনে এসে প্রিয় দলের ক্রিকেটারদের নিয়ে সারাক্ষণ চিৎকার করছেন। আগামী 23 মার্চ, শনিবার আইপিএলে প্রথম ম্যাচ খেলবে নাইটরা। ইডেনে তাদের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। সেই ম্যাচে উপস্থিত থাকতে পারেন টিম মালিক শাহরুখ খান। ফলে ম্যাচ ঘিরে চাহিদা তুঙ্গে উঠবে ধরে নেওয়া যায়। দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে বাড়তি পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করল কলকাতা মেট্রো।
পূর্ব রেলের সিপিআরও কৌশিক মিত্র জানিয়েছেন, ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর। আইপিএল শুরু হতে যাচ্ছে। 23 মার্চ ইডেন খেলা আছে। ইডেন উদ্যান থেকে খেলা দেখে ফেরার জন্য মেট্রোও থাকছে। মেট্রো রেল সিদ্ধান্ত নিয়েছে সেদিন তারা দু'টি বাড়তি ট্রেন চালাবে। একটি এসপ্ল্যানেড থেকে দক্ষিণেশ্বর যাবে। ওই মেট্রোটি রাত 12টা 15 মিনিটে এসপ্ল্যানেড থেকে ছাড়বে। সমস্ত প্ল্যাটফর্মে দাঁড়ানোর পর তা দক্ষিণেশ্বর পৌঁছবে 12টা 48-এ ৷ ওই একই সময় অপর একটি ট্রেন এসপ্ল্যানেড থেকে কবি সুভাষের দিকে ছাড়বে।
শুধুমাত্র এসপ্ল্যানেড মেট্রো স্টেশনেরই টিকিট কাউন্টার খোলা রাখা হবে। সেখান থেকে টোকেন বা স্মার্ট কার্ড কিনতে পারবেন সাধারণ যাত্রীরা। অর্থাৎ মধ্যবর্তী পথ থেকে টিকিট কেটে মেট্রো পরিষেবা পাওয়া যাবে না। ক্রিকেটপ্রেমীদের উদ্দেশ্যে মেট্রো কর্তার বার্তা, আপনারা নিশ্চিন্তে খেলা দেখুন, মেট্রো আপনাদের নিয়ে যাওয়ার ব্যবস্থা রাখছে। এখনও পর্যন্ত আইপিএল-এর পূর্ণাঙ্গ সূচি প্রকাশিত হয়নি। শুধু প্রথম পর্বের ম্যাচের সূচি দেওয়া হয়েছে। তাতে 23 তারিখ একটি মাত্র ম্যাচ রয়েছে ইডেনে। আরও দু'টো ম্যাচ নাইটরা বাইরে খেলবে। অর্থাৎ অ্যাওয়ে ম্যাচ।
তবে আশা করা হচ্ছে পূর্ণাঙ্গসূচি কয়েকদিনের মধ্যেই প্রকাশিত হয়ে যাবে। তবে প্রথম পর্বে শুধুমাত্র এই একটি ম্যাচই রয়েছে ইডেনে। পরবর্তী পর্বে এই ম্যাচের সংখ্যা বাড়বে। তখনও এই পরিষেবা মেট্রো রেল দেবে কি না, সে ব্যাপারে এখনই কিছু জানা যায়নি। আইপিএল বা আন্তর্জাতিক ম্যাচ ইডেনে থাকলে বাড়তি মেট্রো পরিষেবা দেওয়া হয়। এমনকী চক্ররেল পরিষেবা থাকে।
দেশজুড়ে এখন লোকসভা নির্বাচনের হাওয়া। তাই আইপিএল দেশে হবে কি না তা নিয়ে জল্পনা ছিল। কিন্তু বিসিসিআই সচিব জয় শাহ নির্বাচন দিন ঘোষণা হওয়ার দিনেই তিনি জানিয়ে দিয়েছিলেন, লোকসভা নির্বাচন থাকলেও আইপিএল হবে ভারতে। এর আগে 2019 সালে একটা অংশ ভারতে হলেও বাকিটা হয়েছিল বিদেশে। তবে এবার তেমনটা হচ্ছে না। তাই নির্বাচনের ঢাকে কাঠি পড়লেও আইপিএল হবে তার নিজস্ব ছন্দে। পাশাপাশি মেট্রো পরিষেবা মধ্যরাত পর্যন্ত পাওয়া ঘোষনা ক্রিকেটপ্রেমীদের জন্য স্বস্তির।
আরও পড়ুন: