চেন্নাই, 19 সেপ্টেম্বর: চেন্নাই টেস্টে তরুণ বাংলাদেশ পেসার হাসান মাহমুদের গতিতে পরাস্ত হয়েছে ভারতীয় দলের টপ ব্যাটিং অর্ডার ৷ বৃহস্পতিবার প্রথম টেস্টের প্রথম সেশনে রোহিত শর্মা, বিরাট কোহলির পাশাপাশি শুভমন গিলকে প্য়াভিলিয়নে ফেরান মাহমুদ ৷ আট বল খেলে 0 রানে প্যাভিলিয়নে ফেরেন পঞ্জাব ব্যাটার ৷ আর সেইসঙ্গে বিরাট কোহলির এক অযাচিত নজিরের সঙ্গে জুড়ে গেল গিলের নাম ৷
ষষ্ঠ ভারতীয় টেস্ট ব্য়াটার হিসেবে একই বছরে ঘরের মাটিতে অন্তত তিনবার শূন্য রানে আউট হওয়ার নজির গড়লেন তিনি ৷ একই ক্য়ালেন্ডার বর্ষে পাঁচবার শূন্য রানে আউট হয়ে তালিকার শীর্ষে রয়েছেন মহিন্দর অমরনাথ (1983), এরপর রয়েছেন মনসুর আলি খান পতৌদি (1969), দিলীপ বেঙ্গসরকর (1979), বিনোদ কাম্বলি (1994) ৷ বিরাট কোহলির ঝুলিতে এই অযাচিত রেকর্ড এসেছিল তিন বছর আগে ৷
Like if you think Shubman Gill does not deserve a place in the Indian team except for ODIs pic.twitter.com/Die6bYTszy
— ` (@kurkureter) September 19, 2024
চলতি বছরে এর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে জোড়া টেস্টে শূন্য রানে সাজঘরে ফিরেছিলেন গিল ৷ হায়দরাবাদ টেস্টের দ্বিতীয় ইনিংস ও রাজকোট টেস্টের প্রথম ইনিংসে শূন্যে ফিরেছিলেন এই টপ-অর্ডার ব্যাটার ৷ এদিকে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে শূন্য রানে আউট হওয়ার পর থেকে ব্য়াপক সমালোচনার মুখে শুভমন গিল ৷ সোশাল মিডিয়ায় তাঁকে 'ভারতের বাবর আজম' বলতেও কার্পণ্য করছেন না নেটিজেনরা ৷ কেউ কেউ বলছেন টেস্ট দলে সুযোগ পাওয়ারই যোগ্য় না পঞ্জাব ব্যাটার ৷
Shubman Gill proves me right everyday that he is Babar Azam of Indian Cricket who is playing in team just because of heavy PR investment and not because of his performance !! pic.twitter.com/jdrLE0wjG7
— Rajiv (@Rajiv1841) September 19, 2024
বাংলাদেশের বিরুদ্ধে এদিন 34 রানে 3 উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় ভারত ৷ চতুর্থ উইকেটে হাল ধরেন যশস্বী জয়সওয়াল ও ঋষভ পন্ত ৷ অর্ধশতরান করেন যশস্বী ৷ ছয় উইকেট হারানোর পর সপ্তম উইকেটে শতরানের পার্টনারশিপ গড়ে দলকে লড়াইয়ে ফেরান রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা ৷