মিয়ামি, 31 মার্চ: প্রথম এটিপি মাস্টার্স 1000 টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হলেন রোহন বোপান্না ৷ মিয়ামি ওপেনে পুরুষদের ডাবলস খেতাব জিতলেন তিনি ৷ রোহন বোপান্না এবং তাঁর অস্ট্রেলিয়ান জুরিদার ম্যাথু এবডেন মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে ক্রোয়েশিয়ান ও মার্কিন জুটি ইভান ডডিচ এবং অস্টিন ক্রাজিসেককে 6-7(3), 6-3, 10-6 তিন সেটে হারিয়েছেন ৷ সেই সঙ্গে ফের একবার টেনিসে বিশ্বের এক নম্বর পুরুষ ডাবলস জুটি হলেন বোপান্না-এবডেন ৷
44 বছরের বোপান্না এদিন নিজের রেকর্ডকেই ছাপিয়ে গেলেন ৷ গতবছর ইন্ডিয়ান ওয়েলস খেতাব জিতে পুরুষদের ডাবলসে এক নম্বর ব়্যাংকিং অর্জন করেছিলেন ৷ আজ কেরিয়ারের 26 নম্বর ডাবলস খেতাব জিতে ফের হারানো এক নম্বর স্থান পুনর্দখল করলেন ভারতীয় টেনিস তারকা ৷ ম্যাচ শেষে রোহন বলেন, "একটা অসাধারণ অভিজ্ঞতা ৷ এই ধরনের বড় ইভেন্টগুলিকে যতটা পারা যায় ভালো করে যেতে হবে ৷ আর এই কারণেই আমরা খেলি ৷"
2024 সালের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনে ম্যাথু এবডেনের সঙ্গে জুটি বেঁধে কেরিয়ারের প্রথম ডাবলস গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন রোহন বোপান্না ৷ এর আগে 2017 সালে ফ্রেঞ্চ ওপেনে মিক্সড ডাবলস খেতাব জেতেন তিনি ৷ এবার কেরিয়ার প্রথম এটিপি মাস্টার্স 1000 ইভেন্টে চ্যাম্পিয়ন হলেন তিনি ৷ এর আগে 14 বার এটিপি মাস্টার্স 1000 ইভেন্টের ফাইনাল খেলেছিলেন রোহন ৷ এনিয়ে তিনি বলেন, "আমি মাস্টার্স 1000 এবং গ্র্যান্ড স্ল্যামগুলিতে ভালো করতে চেয়েছিলাম ৷ আর সেই চেষ্টা সফল হচ্ছে ৷ যা সকলের জন্য ভালো ৷ যাঁরা এই সাফল্যের পিছনে কাজ করে চলেছেন ৷"
এটা বোপান্নার 63তম এটিপি ট্যুর লেভেল ফাইনাল ছিল ৷ যার মধ্যে 26টি ফাইনালে খেতাব জিতেছেন তিনি ৷ উল্লেখ্য, লিয়েন্ডার পেজের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে বিশ্বের 9টি এটিপি মাস্টার্স ইভেন্টের ফাইনালে উঠেছেন বোপান্না ৷ এদিন ফাইনালে প্রথম সেটে ক্রোট-মার্কিন জুটির সামনে 6-7 (3) গেমে হারতে হয় বোপান্না-এবডেনকে ৷ কিন্তু, দ্বিতীয় দারুণভাবে কামব্যাক করেন তাঁরা ৷ 6-3 গেমে দ্বিতীয় সেট জেতেন তাঁরা ৷ এরপর তৃতীয় সেটে দু’তরফেই সমানে সমানে লড়াই হয় ৷ তৃতীয় সেট শেষ হয় 10-6 এর ম্যারাথন গেমের পর ৷
আরও পড়ুন: