ETV Bharat / sports

মাদ্রিদে রিয়ালের দর্পচূর্ণ, বার্নাব্যুয়ে চার গোলে জয় বার্সার

লা-লিগায় বার্সেলোনার টানা 43 ম্য়াচ অপরাজিত থাকার নজির ছুঁতে ব্যর্থ হল রিয়াল মাদ্রিদ ৷ এল ক্লাসিকোয় ঘরের মাঠে বড় হার এমবাপেদের ৷

ROBERT LEWANDOWSKI CELEBRATES
গোলের উচ্ছ্বাস লেওয়ানদস্কি ও ইয়ামালের (AP Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : 2 hours ago

Updated : 2 hours ago

মাদ্রিদ, 27 অক্টোবর: রবিবারের আগে পর্যন্ত লা-লিগায় টানা 42 ম্যাচ অপরাজিত ছিল রিয়াল মাদ্রিদ ৷ ঘরের মাঠে এল ক্লাসিকোর মঞ্চেই সুযোগ ছিল বার্সেলোনার সর্বকালের (43 ম্য়াচ অপরাজিত) রেকর্ড ছুঁয়ে ফেলার ৷ কিন্তু তা অধরাই রয়ে গেল ৷ চলতি লা-লিগা মরশুমের প্রথম এল ক্লাসিকোয় রিয়ালকে তাদের ঘরের মাঠে 4-0 গোলে চূর্ণ করল বার্সেলোনা ৷ 1974 সালের পর স্যান্তিয়াগো বার্নাব্যুয়ে দ্বিতীয়বার এত বড় ব্যবধানে জয় পেল কাতালান ক্লাবটি ৷ তবে 2022 সালে আলফ্রেডো দি স্তেফানো স্টেডিয়ামে একই ব্য়বধানে রিয়ালকে হারানোর নজির রয়েছে বার্সার ৷

'লস ব্ল্যাঙ্কোসে'র বিরুদ্ধে এদিন জোড়া গোল রবার্ট লেওয়ানদস্কির ৷ একটি করে গোল লামিন ইয়ামাল ও রাফিনহার ৷ রবিবার (ভারতীয় সময় সাড়ে 12টা) ক্ল্য়াশ অফ টাইটান্সে বার্সার সবক'টি গোলই ম্যাচের দ্বিতীয়ার্ধে ৷ 30 মিনিটে যদিও এদিন কিলিয়ান এমবাপের গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল ৷ কিন্তু অফসাইডের কারণে বাতিল করা হয় ফরাসি স্ট্রাইকারের গোল ৷ প্রথমার্ধে দুই জায়ান্ট ক্লাবের লড়াইয়ে এর বাইরে উল্লেখযোগ্য কিছু নেই ৷ তবে দ্বিতীয়ার্ধ শুরু হতেই জ্বলে ওঠে বার্সেলোনা ৷

ম্য়াচের 54 মিনিটে প্রথম গোল কাতালান ক্লাবের ৷ মার্ক ক্যাসাডোর ডিফেন্স চেরা থ্রু ধরে রিয়াল গোলরক্ষক অ্যান্ড্রি লুনিনকে পরাস্ত করেন লেওয়াবদস্কি ৷ দু'মিনিট বাদে ফের স্কোরশিটে নাম তোলেন পোলিশ স্ট্রাইকার ৷ এবার আলেজান্দ্রো বাল্ডের বাঁ-পায়ের ঠিকানা লেখা ক্রস থেকে হেডে 2-0 করেন বার্সার নাম্বার নাইন ৷ সমতা ফেরাতে পারত 'লস ব্ল্যাঙ্কোস' ৷ কিন্তু একাধিকবার অফসাইডের ফাঁদে পড়ে কিংবা হেলায় নষ্ট করে সুযোগ হারান এমবাপে, ভিনিসিয়াস জুনিয়ররা ৷

JUDE BELLINGHAM
হেরে বিধ্বস্ত জুড বেলিংহ্যাম (AP Photo)

এরইমধ্যে 77 মিনিটে গোল করে রিয়ালের ম্যাচে ফিরে আসার রাস্তি পুরোপুরি বন্ধ করে দেন বার্সার 'ওন্ডার কিড' লামিন ইয়ামাল ৷ যদিও গোলের নেপথ্যে রাফিনহা ৷ ব্রাজিলিয়ানের সাজানো বল ধরে এস ক্লাসিকোয় প্রথম গোলের স্বাদ পান স্প্য়ানিয়ার্ড ৷ সেইসঙ্গে কনিষ্ঠ হিসেবে রিয়াল-বার্সা দ্বৈরথে গোলের নজির গড়লেন 17 বছরের ইয়ামাল ৷ এদিন হ্য়াটট্রিক পেয়ে যেতে পারতেন লেওয়ানদস্কিও ৷ কিন্তু ইয়ামালের গোলের আগেই জোড়া সহজ সুযোগ নষ্ট করেন পোল্য়ান্ড স্ট্রাইকার ৷ সে যাইহোক, 84 মিনিটে রিয়ালের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন রাফিনহা নিজেই ৷

ইনিগো মার্টিনেজের লম্বা বল ধরে আগুয়ান রিয়াল গোলরক্ষককে বোকা বানিয়ে স্কোরলাইন 4-0 করেন ব্রাজিলিয়ান ৷ তারকাখচিত রিয়ালের ফরোয়ার্ড লাইনের সামনে এদিন আলাদা করে বার্সা ডিফেন্ডার ইনিগোর কথা উল্লেখ না-করলেই নয় ৷ এই হার 2023 সালের সেপ্টেম্বরের পর লা-লিগায় রিয়ালের প্রথম হার ৷ অন্য়দিকে জয়ের ফলে 11 ম্যাচে 30 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে অবস্থান মজবুত করল হান্সি ফ্লিকের বার্সা ৷ সমসংখ্যক ম্যাচে 24 পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে রিয়াল ৷

মাদ্রিদ, 27 অক্টোবর: রবিবারের আগে পর্যন্ত লা-লিগায় টানা 42 ম্যাচ অপরাজিত ছিল রিয়াল মাদ্রিদ ৷ ঘরের মাঠে এল ক্লাসিকোর মঞ্চেই সুযোগ ছিল বার্সেলোনার সর্বকালের (43 ম্য়াচ অপরাজিত) রেকর্ড ছুঁয়ে ফেলার ৷ কিন্তু তা অধরাই রয়ে গেল ৷ চলতি লা-লিগা মরশুমের প্রথম এল ক্লাসিকোয় রিয়ালকে তাদের ঘরের মাঠে 4-0 গোলে চূর্ণ করল বার্সেলোনা ৷ 1974 সালের পর স্যান্তিয়াগো বার্নাব্যুয়ে দ্বিতীয়বার এত বড় ব্যবধানে জয় পেল কাতালান ক্লাবটি ৷ তবে 2022 সালে আলফ্রেডো দি স্তেফানো স্টেডিয়ামে একই ব্য়বধানে রিয়ালকে হারানোর নজির রয়েছে বার্সার ৷

'লস ব্ল্যাঙ্কোসে'র বিরুদ্ধে এদিন জোড়া গোল রবার্ট লেওয়ানদস্কির ৷ একটি করে গোল লামিন ইয়ামাল ও রাফিনহার ৷ রবিবার (ভারতীয় সময় সাড়ে 12টা) ক্ল্য়াশ অফ টাইটান্সে বার্সার সবক'টি গোলই ম্যাচের দ্বিতীয়ার্ধে ৷ 30 মিনিটে যদিও এদিন কিলিয়ান এমবাপের গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল ৷ কিন্তু অফসাইডের কারণে বাতিল করা হয় ফরাসি স্ট্রাইকারের গোল ৷ প্রথমার্ধে দুই জায়ান্ট ক্লাবের লড়াইয়ে এর বাইরে উল্লেখযোগ্য কিছু নেই ৷ তবে দ্বিতীয়ার্ধ শুরু হতেই জ্বলে ওঠে বার্সেলোনা ৷

ম্য়াচের 54 মিনিটে প্রথম গোল কাতালান ক্লাবের ৷ মার্ক ক্যাসাডোর ডিফেন্স চেরা থ্রু ধরে রিয়াল গোলরক্ষক অ্যান্ড্রি লুনিনকে পরাস্ত করেন লেওয়াবদস্কি ৷ দু'মিনিট বাদে ফের স্কোরশিটে নাম তোলেন পোলিশ স্ট্রাইকার ৷ এবার আলেজান্দ্রো বাল্ডের বাঁ-পায়ের ঠিকানা লেখা ক্রস থেকে হেডে 2-0 করেন বার্সার নাম্বার নাইন ৷ সমতা ফেরাতে পারত 'লস ব্ল্যাঙ্কোস' ৷ কিন্তু একাধিকবার অফসাইডের ফাঁদে পড়ে কিংবা হেলায় নষ্ট করে সুযোগ হারান এমবাপে, ভিনিসিয়াস জুনিয়ররা ৷

JUDE BELLINGHAM
হেরে বিধ্বস্ত জুড বেলিংহ্যাম (AP Photo)

এরইমধ্যে 77 মিনিটে গোল করে রিয়ালের ম্যাচে ফিরে আসার রাস্তি পুরোপুরি বন্ধ করে দেন বার্সার 'ওন্ডার কিড' লামিন ইয়ামাল ৷ যদিও গোলের নেপথ্যে রাফিনহা ৷ ব্রাজিলিয়ানের সাজানো বল ধরে এস ক্লাসিকোয় প্রথম গোলের স্বাদ পান স্প্য়ানিয়ার্ড ৷ সেইসঙ্গে কনিষ্ঠ হিসেবে রিয়াল-বার্সা দ্বৈরথে গোলের নজির গড়লেন 17 বছরের ইয়ামাল ৷ এদিন হ্য়াটট্রিক পেয়ে যেতে পারতেন লেওয়ানদস্কিও ৷ কিন্তু ইয়ামালের গোলের আগেই জোড়া সহজ সুযোগ নষ্ট করেন পোল্য়ান্ড স্ট্রাইকার ৷ সে যাইহোক, 84 মিনিটে রিয়ালের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন রাফিনহা নিজেই ৷

ইনিগো মার্টিনেজের লম্বা বল ধরে আগুয়ান রিয়াল গোলরক্ষককে বোকা বানিয়ে স্কোরলাইন 4-0 করেন ব্রাজিলিয়ান ৷ তারকাখচিত রিয়ালের ফরোয়ার্ড লাইনের সামনে এদিন আলাদা করে বার্সা ডিফেন্ডার ইনিগোর কথা উল্লেখ না-করলেই নয় ৷ এই হার 2023 সালের সেপ্টেম্বরের পর লা-লিগায় রিয়ালের প্রথম হার ৷ অন্য়দিকে জয়ের ফলে 11 ম্যাচে 30 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে অবস্থান মজবুত করল হান্সি ফ্লিকের বার্সা ৷ সমসংখ্যক ম্যাচে 24 পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে রিয়াল ৷

Last Updated : 2 hours ago
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.