ETV Bharat / sports

সামনে কেবল মুরলি, চিপকে ম্য়াচ জিতিয়ে ওয়ার্নকে ছুঁলেন অশ্বিন - RAVICHANDRAN ASHWIN

author img

By ETV Bharat Sports Team

Published : 2 hours ago

ASHWIN EQUALS WARNE: চিপকে ম্য়াচ জয়ের নায়ক ঘরের ছেলে রবি অশ্বিন ৷ প্রথম ইনিংস ব্যাট হাতে শতরান, পরে দ্বিতীয় ইনিংসে 6 উইকেট ৷ ভারতীয় অলরাউন্ডার গড়লেন একাধিক নজির ৷ একনজরে সেই নজির ৷

ASHWIN EQUALS WARNE
ওয়ার্নকে ছুঁলেন অশ্বিন (AP Photo)

চেন্নাই, 22 সেপ্টেম্বর: বাংলাদেশ বোলারদের দাপটে প্রথম ইনিংসে টপ-অর্ডার চূড়ান্ত ব্যর্থ হওয়ার পর ভারতকে হালি পানি এনে দিয়েছিল তাঁর ব্য়াট ৷ রবীন্দ্র জাদেজাকে সঙ্গে নিয়ে শতরান পূর্ণ করার পাশাপাশি গড়ে দিয়েছিলেন জয়ের ভিত ৷ রবিবার টেস্টের চতুর্থদিন চেনা চিপকে বল হাতেও রণমূর্তি ধারণ করলেন রবিচন্দ্রন অশ্বিন ৷ 6 উইকেট নিয়ে বাংলাদেশকে শেষ করার কাজটাও করলেন ঘরের ছেলে ৷ সেইসঙ্গে ছুঁয়ে ফেললেন প্রয়াত কিংবদন্তি শেন ওয়ার্নের কীর্তি ৷

37 বার এক ইনিংস পাঁচ উইকেট: চিপকে এদিন পাঁচ উইকে নিয়ে শেন ওয়ার্নকে স্পর্শ করলেন ভারতের ফিঙ্গার স্পিনার ৷ কিংবদন্তি লেগ স্পিনারকে ছুঁয়ে টেস্ট ক্রিকেটে এক ইনিংসে 37 বার পাঁচ উইকেট নিলেন অশ্বিন ৷ ওয়ার্নকে স্পর্শ করার পথে নিউজিল্য়ান্ড কিংবদন্তি রিচার্ড হ্য়াডলিকে এদিন টপকে গেলেন দক্ষিণী অলরাউন্ডার ৷ সামনে কেবল মুথাইয়া মুরলিথরন ৷ টেস্টে এক ইনিংসে 67 বার 5 উইকেট নেওয়ার নজির রয়েছে শ্রীলঙ্কান কিংবদন্তির ঝুলিতে ৷

সপ্তমবার চতুর্থ ইনিংসে পাঁচ উইকেট: আরও এক নজিরে এদিন শেন ওয়ার্ন এবং মুথাইয়া মুরলিথরনকে স্পর্শ করলেন অশ্বিন ৷ এদিন চতুর্থ ইনিংসে সপ্তমবার পাঁচ উইকেট নিয়ে দুই কিংবদন্তির নজির স্পর্শ করলেন তিনি ৷ সামনে কেবল প্রাক্তন সিংহলী স্পিনার রঙ্গনা হেরাথ (12 বার) ৷

প্রবীণ ভারতীয় ক্রিকেটার হিসেবে পাঁচ উইকেট: চিপকে এদিন 69 বছরের নজির ভাঙলেন রবি অশ্বিন ৷ প্রবীণ ভারতীয় বোলার হিসেবে এক ইনিংসে পাঁচ উইকেট নিলেন তিনি ৷ 38 বছর পাঁচ দিনে এই নজির গড়ে ভিনু মানকড়ের 1955 সালের নজির ভাঙলেন তিনি ৷ 37 বছর 306 দিনে এতদিন এই রেকর্ড ছিল মানকড়ের দখলে ৷

চতুর্থবার ম্যাচে শতরান ও পাঁচ উইকেট: এই নিয়ে চতুর্থবার একটি ম্যাচে শতরান এবং সঙ্গে পাঁচ বা তার অধিক উইকেট নেওয়ার নজির গড়লেন রবি অশ্বিন ৷ সর্বাধিক পাঁচবার এই নজির রয়েছে ইয়ান বথামের দখলে ৷ এছাড়া বিরল এই নজির তিনবারের জন্যও গড়তে পারেননি কোনও ক্রিকেটার ৷

চেন্নাই, 22 সেপ্টেম্বর: বাংলাদেশ বোলারদের দাপটে প্রথম ইনিংসে টপ-অর্ডার চূড়ান্ত ব্যর্থ হওয়ার পর ভারতকে হালি পানি এনে দিয়েছিল তাঁর ব্য়াট ৷ রবীন্দ্র জাদেজাকে সঙ্গে নিয়ে শতরান পূর্ণ করার পাশাপাশি গড়ে দিয়েছিলেন জয়ের ভিত ৷ রবিবার টেস্টের চতুর্থদিন চেনা চিপকে বল হাতেও রণমূর্তি ধারণ করলেন রবিচন্দ্রন অশ্বিন ৷ 6 উইকেট নিয়ে বাংলাদেশকে শেষ করার কাজটাও করলেন ঘরের ছেলে ৷ সেইসঙ্গে ছুঁয়ে ফেললেন প্রয়াত কিংবদন্তি শেন ওয়ার্নের কীর্তি ৷

37 বার এক ইনিংস পাঁচ উইকেট: চিপকে এদিন পাঁচ উইকে নিয়ে শেন ওয়ার্নকে স্পর্শ করলেন ভারতের ফিঙ্গার স্পিনার ৷ কিংবদন্তি লেগ স্পিনারকে ছুঁয়ে টেস্ট ক্রিকেটে এক ইনিংসে 37 বার পাঁচ উইকেট নিলেন অশ্বিন ৷ ওয়ার্নকে স্পর্শ করার পথে নিউজিল্য়ান্ড কিংবদন্তি রিচার্ড হ্য়াডলিকে এদিন টপকে গেলেন দক্ষিণী অলরাউন্ডার ৷ সামনে কেবল মুথাইয়া মুরলিথরন ৷ টেস্টে এক ইনিংসে 67 বার 5 উইকেট নেওয়ার নজির রয়েছে শ্রীলঙ্কান কিংবদন্তির ঝুলিতে ৷

সপ্তমবার চতুর্থ ইনিংসে পাঁচ উইকেট: আরও এক নজিরে এদিন শেন ওয়ার্ন এবং মুথাইয়া মুরলিথরনকে স্পর্শ করলেন অশ্বিন ৷ এদিন চতুর্থ ইনিংসে সপ্তমবার পাঁচ উইকেট নিয়ে দুই কিংবদন্তির নজির স্পর্শ করলেন তিনি ৷ সামনে কেবল প্রাক্তন সিংহলী স্পিনার রঙ্গনা হেরাথ (12 বার) ৷

প্রবীণ ভারতীয় ক্রিকেটার হিসেবে পাঁচ উইকেট: চিপকে এদিন 69 বছরের নজির ভাঙলেন রবি অশ্বিন ৷ প্রবীণ ভারতীয় বোলার হিসেবে এক ইনিংসে পাঁচ উইকেট নিলেন তিনি ৷ 38 বছর পাঁচ দিনে এই নজির গড়ে ভিনু মানকড়ের 1955 সালের নজির ভাঙলেন তিনি ৷ 37 বছর 306 দিনে এতদিন এই রেকর্ড ছিল মানকড়ের দখলে ৷

চতুর্থবার ম্যাচে শতরান ও পাঁচ উইকেট: এই নিয়ে চতুর্থবার একটি ম্যাচে শতরান এবং সঙ্গে পাঁচ বা তার অধিক উইকেট নেওয়ার নজির গড়লেন রবি অশ্বিন ৷ সর্বাধিক পাঁচবার এই নজির রয়েছে ইয়ান বথামের দখলে ৷ এছাড়া বিরল এই নজির তিনবারের জন্যও গড়তে পারেননি কোনও ক্রিকেটার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.