নয়াদিল্লি, 26 অগস্ট: টেস্ট ক্রিকেটে পাকিস্তানকে প্রথমবারের জন্য হারানোর নজির গড়েছে বাংলাদেশ ৷ শনিবার শাকিব-মুশফিকুরদের বিরুদ্ধে হারের ময়নাতদন্ত চলছে পাকিস্তান ক্রিকেটে ৷ সেই হারের ময়নাতদন্তে নেমে শান মাসুদের অধিনায়কত্ব এবং পাক পেসারদেরকেই কাঠগড়ায় তুললেন পিসিবি'র প্রাক্তন চেয়ারম্য়ান রামিজ রাজা ৷ শুধু তাই নয়, পাক পেসারদের অধঃপতনের কারণ হিসেবে ভারতকে 'দুষলেন' তিনি ৷
রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টের শেষদিন যেখানে ম্যাজিক দেখিয়েছেন বাংলাদেশের দুই স্পিনার মেহিদি হাসান মিরাজ এবং শাকিব আল হাসান, সেখানে কোনও স্পেশালিস্ট স্পিনার ছাড়াই ম্যাচে নেমেছিল পাকিস্তান ৷ এই প্রসঙ্গে রামিজ রাজা তাঁর ইউটিউব চ্যানেলে বলেন, "প্রথমত দল নির্বাচনে গলদ ছিল ৷ কোনও স্পিনার ছাড়াই তোমরা দল নামিয়েছিলে ৷ দ্বিতীয়ত আমাদের বিশ্বস্ত ফাস্ট বোলাররা কার্যত শেষ ৷"
ঠিক কী কারণে শাহিন আফ্রিদিদের ফর্ম পড়তির দিকে তাও ব্যাখ্যা করেন বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান ৷ রামিজ বলেন, "পতনের শুরু অর্থাৎ, আত্মবিশ্বাস কমতে শুরু করেছিল গত এশিয়া কাপে সিমিং কন্ডিশন সত্ত্বেও ভারতীয় ব্যাটাররা আমাদের পেসারদের বেদম পিটিয়েছিল ৷ ওরা ক্রিকেটবিশ্বকে দেখিয়ে দিয়েছিল এই বোলিং লাইন-আপকে প্রত্যাঘাত করা সম্ভব কেবল আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৷"
Ramiz Raja " the fast bowling reputation has finished.the debacle started during the asia cup.the confidence crisis in this bowling lineup,especially in fast bowling,started from the match against india.our fast bowlers were thrashed in seaming conditions"pic.twitter.com/4MKAH7EDq1
— Sujeet Suman (@sujeetsuman1991) August 26, 2024
এখানেই শেষ নয় ৷ পাক পেসারদের গতিও দিনকে দিন কমেছে বলে মত 57টি টেস্ট খেলা প্রাক্তন পাক ক্রিকেটারের ৷ রামিজের কথায়, "অধিনায়ক হিসেবে শান মাসুদ হেরেই চলেছেন ৷ আমার মনে হয় অস্ট্রেলিয়ার বিষয়টা আরও কঠিন হবে ৷ এই পাক দলের পক্ষে সেখানে সিরিজ জয় একপ্রকার অসম্ভব ৷ বাংলাদেশের মত দলের কাছে ঘরের মাটিতে তোমরা হারছ কারণ, পরিস্থিতি ঠিকমত যাচাই করা হয়নি ৷ না তো ব্যাটাররা নিজেদের মেলে ধরেছে, না বোলাররা আক্রমণাত্মক হতে পেরেছে ৷"