মাদ্রিদ, 10 অক্টোবর: মালাগায় আগামী 19-24 নভেম্বর অনুষ্ঠিত হতে চলা ডেভিস কাপই শেষ ৷ এরপর আর নয় ৷ চোট-আঘাতকে সঙ্গী করে শেষ কয়েকটা বছর কাটানোর পর বৃহস্পতিবার পেশাদার টেনিসকে বিদায় জানালেন রাফায়েল নাদাল ৷ এদিন সোশাল মিডিয়ায় এক ভিডিয়োবার্তায় লাল সুড়কির কোর্টের অবিসংবাদী নায়ক জানালেন, শেষ দু'টো বছর খুব কঠিন গিয়েছে তাঁর জন্য ৷ তাই তাঁর মনে হয় এটাই সঠিক সময় টেনিস কোর্টকে বিদায় জানানোর ৷ অবসর ঘোষণার সঙ্গে সঙ্গে নাদাল রেখে গেলেন লাল সুড়কির কোর্টে তাঁর একচ্ছত্র আধিপত্য ৷
টেনিসের ইতিহাস দ্বিতীয় সর্বাধিক গ্র্য়ান্ড স্ল্য়ামজয়ী রাফায়েল নাদাল শেষবার গ্র্যান্ড স্ল্য়ামে অংশগ্রহণ করেছিলেন চলতি বছর ফরাসি ওপেনে ৷ কিন্তু প্রথমবারের জন্য রোলা গারোঁর প্রথম রাউন্ড থেকে ছিটকে যেতে হয় তাঁকে ৷ এরপরই জল্পনা দানা বেঁধেছিল তাহলে কী পছন্দের গ্র্য়ান্ড স্ল্য়ামে শেষ ম্য়াচটা খেলে ফেললেন টেনিস মায়েস্ত্রো? সেই জল্পনা যে অমূলক ছিল না, এদিন অবসর ঘোষণায় বোঝালেন স্প্য়ানিয়ার্ড ৷
14 বার ফরাসি ওপেনে খেতাব জেতা রাফায়েল নাদালের রোলা গারোঁয় জয় এবং হারের অনুপাত 112-4 ৷ এই পরিসংখ্য়ান থেকেই স্পষ্ট যে, ফরাসি ওপেন এবং রাফায়েল নাদাল টেনিস অনুরাগীদের কাছে সমার্থক হয়ে গিয়েছে গত দু'দশকে ৷ এদিন অবসর ঘোষণায় 2008 বেজিং অলিম্পিক্সে সোনাজয়ী বলেন, "এটা আমার জন্য কঠিন একটা সিদ্ধান্ত ৷ যা নিতে আমার অনেকটা সময় লেগে গিয়েছে ৷ কিন্তু জীবনে সবকিছুরই একটা শুরু এবং শেষ রয়েছে ৷" তিনি আরও বলেন, "আমার মনে হয়ে দীর্ঘ কেরিয়ারে ইতি টানার এটাই সঠিক সময় ৷ যে কেরিয়ারে এত সাফল্যের কথা আমি কল্পনাও করিনি ৷"
Mil gracias a todos
— Rafa Nadal (@RafaelNadal) October 10, 2024
Many thanks to all
Merci beaucoup à tous
Grazie mille à tutti
谢谢大家
شكرا لكم جميعا
תודה לכולכם
Obrigado a todos
Vielen Dank euch allen
Tack alla
Хвала свима
Gràcies a tots pic.twitter.com/7yPRs7QrOi
14টি ফরাসি ওপেন ছাড়া নাদালের ঝুলিতে রয়েছি জোড়া উইম্বলডন, জোড়া অস্ট্রেলিয়ান ওপেন এবং চারটি যুক্তরাষ্ট্র ওপেন খেতাব ৷ যার শেষদু'টি এসেছিল 2022 সালে ৷ পাশাপাশি 92টি ট্যুর-লেভেল খেতাব জয়ী কিংবদন্তি টানা 209 সপ্তাহ ছিলেন এটিপি ব়্যাংকিংয়ের শীর্ষে ৷ কেরিয়ারে নাদালের প্রবলতর প্রতিপক্ষ ছিলেন রজার ফেডেরার ৷ যিনি বছরদু'য়েক আগে এমন সময়ই বিদায় জানিয়েছিলেন পেশাদার টেনিসকে ৷ শনিবার কেরিয়ারে যবনিকা টানলেন বন্ধু নাদালও ৷