ETV Bharat / sports

দাদু-ঠাকুমার দেশে সেঞ্চুরি হাঁকিয়ে নজিরে রাচিন, প্রায় তিনশো রানে এগিয়ে কিউয়িরা

ভারতীয় বংশোদ্ভূত ব্য়াটার রাচিন রবীন্দ্রর শতরানে বেঙ্গালুরু টেস্টে ভারতকে ব্য়াকফুটে ঠেলে দিল কিউয়িরা ৷ 12 বছর পর ভারতে সেঞ্চুরি করলেন কোনও কিউয়ি ব্যাটার ৷

author img

By ETV Bharat Sports Team

Published : 2 hours ago

Updated : 2 hours ago

RACHIN RAVINDRA HITS CENTURY
শতরান করলেন রাচিন রবীন্দ্র (AP Photo)

বেঙ্গালুরু, 18 অক্টোবর: নিউজিল্যান্ড জাতীয় দলের হয়ে খেললেও বেঙ্গালুরু শহরের সঙ্গে রাচিন রবীন্দ্রর আত্মিক যোগ ৷ তাঁর বাবা কর্মসূত্রে দেশ ছাড়লেও দাদু-ঠাকুমা এখনও রয়েছেন গার্ডেন সিটিতেই ৷ আর দাদু-ঠাকুমার দেশে শুক্রবার ভারতের বিরুদ্ধে শতরান হাঁকিয়ে নজির গড়লেন রাচিন রবীন্দ্র ৷ এক যুগ পর কোনও কিউয়ি ব্যাটারের থেকে সেঞ্চুরি এল ভারতের মাটিতে ৷ 'লোকাল বয়'-এর শতরানে ভর করে বেঙ্গালুরু টেস্টের প্রথম ইনিংসে প্রায় 300 রানে লিড নিল নিউজিল্যান্ড ৷

তিন উইকেটে 180 রান নিয়ে শুরু করা কিউয়িরা তৃতীয়দিন মধ্যাহ্নভোজের বিরতিতে সাত উইকেট হারিয়ে তুলল 345 রান ৷ অর্থাৎ, টম ল্য়াথাম অ্যান্ড কোং এগিয়ে 299 রানে ৷ 233 রানে 7 উইকেট হারানো নিউজিল্যান্ডের হয়ে অষ্টম উইকেটে অবিভক্ত 112 রানের জুটি গড়েন রাচিন রবীন্দ্র এবং প্রাক্তন অধিনায়ক টিম সাউদি ৷ বিরতির ঠিক আগে লাল বলের ক্রিকেটে দ্বিতীয় শতরানটি পূর্ণ করেন রাচিন রবীন্দ্র ৷ 104 রানে অপরাজিত তিনি ৷ 124 বলে শতরান পূর্ণ করা বাঁ-হাতি ব্য়াটার মারেন 11টি চার, 2টি ছয় ৷

চিন্নাস্বামীতেও এটি দ্বিতীয় শতরান ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটারের ৷ 2023 বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে এই মাঠেই সেঞ্চুরি করেছিলেন ঝাঁকরা চুলের ব্যাটার ৷ যদিও গতদিনের অপরাজিত আরেক ব্য়াটার ডারিল মিচেলকে (18) এদিন বাড়তে দেননি মহম্মদ সিরাজ ৷ ভারতীয় বোলারদের দাপটে রান পাননি টম ব্লান্ডেল (5), গ্লেন ফিলিপসরা (14) ৷ তৃতীয়দিন প্রথম সেশনের শেষে 49 রানে অপরাজিত সাউদি ৷ গতকাল ইয়ংকে ফেরানোর পর এদিন ফিলিপস ও ম্যাট হেনরিকে ফেরান রবীন্দ্র জাদেজা ৷ একটি করে উইকেট নেন মহম্মদ সিরাজ ও জসপ্রীত বুমরা ৷

প্রথমদিন বৃষ্টির কারণে খেলা পণ্ড হওয়ার পর বৃহস্পতিবার প্রথম ইনিংসে 46 রানে অলআউট হয়ে যায় টিম ইন্ডিয়া ৷ যা দেশের মাটিতে সর্বনিম্ন স্কোর ভারতীয় দলের ৷ এদিকে বৃহস্পতিবার অস্ত্রোপচারের হাঁটুতে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন ঋষভ পন্ত ৷ তৃতীয়দিনও মাঠে নামতে পারেননি স্টাম্পার-ব্যাটার ৷ পরিবর্তে উইকেটরক্ষা করছেন ধ্রুব জুরেল ৷

বেঙ্গালুরু, 18 অক্টোবর: নিউজিল্যান্ড জাতীয় দলের হয়ে খেললেও বেঙ্গালুরু শহরের সঙ্গে রাচিন রবীন্দ্রর আত্মিক যোগ ৷ তাঁর বাবা কর্মসূত্রে দেশ ছাড়লেও দাদু-ঠাকুমা এখনও রয়েছেন গার্ডেন সিটিতেই ৷ আর দাদু-ঠাকুমার দেশে শুক্রবার ভারতের বিরুদ্ধে শতরান হাঁকিয়ে নজির গড়লেন রাচিন রবীন্দ্র ৷ এক যুগ পর কোনও কিউয়ি ব্যাটারের থেকে সেঞ্চুরি এল ভারতের মাটিতে ৷ 'লোকাল বয়'-এর শতরানে ভর করে বেঙ্গালুরু টেস্টের প্রথম ইনিংসে প্রায় 300 রানে লিড নিল নিউজিল্যান্ড ৷

তিন উইকেটে 180 রান নিয়ে শুরু করা কিউয়িরা তৃতীয়দিন মধ্যাহ্নভোজের বিরতিতে সাত উইকেট হারিয়ে তুলল 345 রান ৷ অর্থাৎ, টম ল্য়াথাম অ্যান্ড কোং এগিয়ে 299 রানে ৷ 233 রানে 7 উইকেট হারানো নিউজিল্যান্ডের হয়ে অষ্টম উইকেটে অবিভক্ত 112 রানের জুটি গড়েন রাচিন রবীন্দ্র এবং প্রাক্তন অধিনায়ক টিম সাউদি ৷ বিরতির ঠিক আগে লাল বলের ক্রিকেটে দ্বিতীয় শতরানটি পূর্ণ করেন রাচিন রবীন্দ্র ৷ 104 রানে অপরাজিত তিনি ৷ 124 বলে শতরান পূর্ণ করা বাঁ-হাতি ব্য়াটার মারেন 11টি চার, 2টি ছয় ৷

চিন্নাস্বামীতেও এটি দ্বিতীয় শতরান ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটারের ৷ 2023 বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে এই মাঠেই সেঞ্চুরি করেছিলেন ঝাঁকরা চুলের ব্যাটার ৷ যদিও গতদিনের অপরাজিত আরেক ব্য়াটার ডারিল মিচেলকে (18) এদিন বাড়তে দেননি মহম্মদ সিরাজ ৷ ভারতীয় বোলারদের দাপটে রান পাননি টম ব্লান্ডেল (5), গ্লেন ফিলিপসরা (14) ৷ তৃতীয়দিন প্রথম সেশনের শেষে 49 রানে অপরাজিত সাউদি ৷ গতকাল ইয়ংকে ফেরানোর পর এদিন ফিলিপস ও ম্যাট হেনরিকে ফেরান রবীন্দ্র জাদেজা ৷ একটি করে উইকেট নেন মহম্মদ সিরাজ ও জসপ্রীত বুমরা ৷

প্রথমদিন বৃষ্টির কারণে খেলা পণ্ড হওয়ার পর বৃহস্পতিবার প্রথম ইনিংসে 46 রানে অলআউট হয়ে যায় টিম ইন্ডিয়া ৷ যা দেশের মাটিতে সর্বনিম্ন স্কোর ভারতীয় দলের ৷ এদিকে বৃহস্পতিবার অস্ত্রোপচারের হাঁটুতে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন ঋষভ পন্ত ৷ তৃতীয়দিনও মাঠে নামতে পারেননি স্টাম্পার-ব্যাটার ৷ পরিবর্তে উইকেটরক্ষা করছেন ধ্রুব জুরেল ৷

Last Updated : 2 hours ago
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.