ম্যাঞ্চেস্টার, 23 অগস্ট: ওল্ড ট্র্যাফোর্ডের বাইশ গজ বরাবরই স্পিনারদের পক্ষে কথা বলেছে ৷ 1993 অ্যাসেজ টেস্টে দুরন্ত ঘূর্ণিতে মাইক গ্যাটিংকে তুলেছিলেন শেন ওয়ার্ন ৷ ওই পিচেই এবার প্রয়াত ওয়ার্নির স্মৃতি ফেরালেন প্রভাত জয়সূর্য ৷ তিন দশক বাদে স্বপ্নের বলে বোকা বনলেন সেই ইংল্যান্ডেরই ব্যাটার, হ্যারি ব্রুক ৷
ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলছে শ্রীলঙ্কা ৷ ওল্ড ট্র্যাফোর্ডে প্রথম ইনিংসে 236 রানে গুটিয়ে গিয়েছে শ্রীলঙ্কা ৷ অধিনায়ক ধনঞ্জয় ডি’সিলভা ও মিলান রথনায়েক বাদে সবাই ব্যর্থ ৷ জবাবে ভালো শুরু করতে পারেনি ইংল্যান্ডও ৷ 259 রানে 6 উইকেট হারিয়ে ধুঁকছে ‘থ্রি লায়ন্স’ ৷ টপ অর্ডারের ব্যর্থতার পর খেলাটা ধরেছিলেন হ্যারি ব্রুক ৷ দুরন্ত বলে অর্ধ-শতরান করা ব্রুককে ফিরিয়ে দেন প্রভাত জয়সূর্য ৷
Take a bow Prabath Jayasuriya 🤩
— Mr. Ali shaikh (@MrAlishaikh7) August 22, 2024
What a delivery to remove Harry Brook for 56 👏 #ENGvsSL #TestCricket pic.twitter.com/1VlYJsZ1Kw
বাঁ-হাতি অফস্পিনার জয়সূর্যের বল লেগস্টাপে পড়ে প্রায় আধহাত টার্ন নেয় ৷ ব্রুককে দাঁড় করিয়ে অফস্টাম্প ভেঙে দেয় ৷ হতবাক ব্রুক বল বুঝতেই পারেননি ৷ তারপরেই সোশাল মিডিয়ায় ভাইরাল জয়সূর্যের ‘স্বপ্নের বল’ ৷ নেটিজেনরা টেনে এনেছেন 31 বছর আগে ওয়ার্নির হাত থেকে বেরনো ‘বল অফ দ্য সেঞ্চুরি’কে ৷
বল অফ দ্য সেঞ্চুরি:
1993 অ্যাসেজ সিরিজের প্রথম টেস্টে মাইক গ্যাটিংকে ফিরিয়েছিলেন শেন ওয়ার্ন ৷ প্রায় একহাত ঘুরেছিল ওয়ার্নের লেগ ব্রেক ৷ লেগস্টাম্পের বাইরে পড়া বল যে এতটা ঘুরবে, ভাববে পারেননি গ্যাটিংও ৷ ইংরেজ ব্যাটারের অফস্টাম্প ছিটকে দেয় অজি কিংবদন্তির ওই বল ৷ ওই ম্যাচে দু’ইনিংস মিলিয়ে 8 উইকেট নিয়েছিলেন সদ্য ‘ব্যাগি গ্রিন’ পরা ওয়ার্ন ৷ 179 রানে ম্যাচ জিতেছিল অজিরা ৷