ETV Bharat / sports

প্রিয় ইডেনে নিজের রেকর্ড ভাঙতে দেখলেন সৌরভ - IPL 2024 - IPL 2024

Sourav Ganguly: ইডেনে নিজের রেকর্ড ভাঙতে দেখলেন মহারাজ ৷ ইডেনে আইপিএলের এক মরশুমে এতদিন সর্বাধিক 331 রান ছিল সৌরভ গঙ্গোপাধ্যালের দখলে। আর মঙ্গলবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ফিল সল্ট করেছেন 344 রান (6টি ম্যাচে)৷ ম্যাচ শেষে সৌরভকে জড়িয়ে ধরলেন শাহরুখ খান। ছেলে আব্রামকে দেশের সেরা অধিনায়কের সঙ্গে পরিচয় করিয়ে দেন কিং খান ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 30, 2024, 3:00 PM IST

কলকাতা, 30 এপ্রিল: মহারাজের পাড়ায় বাদশার দাদাগিরি! সোমবারের রাতটা দ্রুত ভুলতে চাইবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ডাগ-আউটে বসে দেখলেন দিল্লি ক্যাপিট্যালসের পুরো দল একের পর এক ভুল করে চলেছে। টস থেকে আরম্ভ করে ব্যাটারদের অর্ডার ঠিক করা এবং বোলারদের ব্যবহার করার ক্ষেত্রে অধিনায়ক ঋষভ পন্তের ভুল দিল্লিকে ব্যর্থতার অন্ধকারে তলিয়ে দিল। সৌরভ দেখলেন কিন্তু কিছু করতে পারলেন না। তার ওপর ইডেনে নিজের রেকর্ড হাতছাড়া হওয়ার ছবিও দেখতে হল। ইডেনে আইপিএলে এতদিন এক মরশুমে সর্বাধিক রান ছিল সৌরভের 331। সাত ম্যাচে এই রেকর্ড করেছিলেন মহারাজ। সোমবার তা ভেঙে দিলেন ফিল সল্ট।

ইডেনে ছ'টা ম্যাচে দলের জন্য নেমে ফিল সল্ট করেছেন 344 রান। অথচ চার ম্যাচ জিতে দিল্লি ক্যাপিট্যালস কলকাতায় পা দিয়েছিল। কলকাতা নাইট রাইডার্সকে হারাতে পারলে তা তাদের প্লে-অফের দিকে এগিয়ে যেতে সাহায্যই করত না সৌরভও ইডেনে দাদাগিরি বজায় রাখতে পারতেন ৷ তাঁকে সমর্থনের জন্য আয়োজনে ত্রুটি ছিল না। সৌরভ ভক্তরা প্রিয় দাদার মুখোশ পড়ে উৎসাহিত করে যাচ্ছিল। কিন্তু দল ব্যর্থ হলে তাহলে সমর্থন বিফলে যায়।

ম্যাচ শেষে অবশ্য কেকেআর এবং ডিসি শিবিরে সৌহার্দ্যর ছবি। সৌরভের কাছে পরামর্শ নিলেন ভেঙ্কটেশ আইয়ার। ডানহাতি ব্যাটার হিসেবে জীবন শুরু করে শুধুমাত্র সৌরভ গঙ্গোপাধ্যায়ের মত ব্যাট করবেন বলে বাঁ-হাতে ব্যাটিং শুরু করেছিলেন আইয়ার। তাই বিশাখাপত্তনম হোক বা ইডেন, ভেঙ্কটেশ আইয়ার সুযোগ পেলেই সৌরভের কাছে পরামর্শের জন্য ছুটে আসেন। সোমবার রাতে যখন দু'জন কথা বলছিলেন তখন আচমকাই পিছন থেকে সৌরভকে জড়িয়ে ধরেন শাহরুখ খান।

দল জয় পাওয়ার পরে ইডেন প্রদক্ষিণে ছেলে আব্রামকে নিয়ে বেরিয়ে ছিলেন। তখনই মহারাজ-বাদশার মুখোমুখি হওয়া। সূত্রের খবর, মহারাজকে বাদশা বলেন, "ভাগ্যের কাছে মার খেয়েছে দিল্লি।" তবে দল শক্তিশালী তাই সামনে এগোতে অসুবিধা হবে না। একইভাবে সৌরভ বলেছেন বাদশাকে, নাইটদের প্লে-অফে যাওয়া সময়ের অপেক্ষা। দেশের সেরা অধিনায়ক বলে শাহরুখ তাঁর পুত্রের সঙ্গে সৌরভের পরিচয় করিয়ে দেন। মঙ্গলবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে উড়ে গেল কেকেআর।

ম্যাচ জয়ের পর সাজঘরে আন্দ্রে রাসেলের জন্মদিন পালন হয়। অভিনন্দন জানান শাহরুখ খান। কেক কাটা হয়। একইসঙ্গে রাসেলকে কেক মাখিয়ে উৎসব করেন সতীর্থরা। কেক মাখানোর কাজে শাহরুখ পুত্রও অংশ নিয়েছিলেন। রাসেলের প্রতিক্রিয়া এটাই জন্মদিনের সেরা উপহার।

আরও পড়ুন:

  1. আরও হোক চার-ছক্কার ফুলঝুরি, জন্মদিনে ফিরে দেখা 'হিটম্যানের' রেকর্ডবুক
  2. ব্যাট হাতে সল্টের 'দাদাগিরি'তে ইডেনে গো-হারা সৌরভের দিল্লি
  3. গোয়াকে মাটি ধরিয়ে আইএসএল ফাইনালে বাগানের সামনে মুম্বই

কলকাতা, 30 এপ্রিল: মহারাজের পাড়ায় বাদশার দাদাগিরি! সোমবারের রাতটা দ্রুত ভুলতে চাইবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ডাগ-আউটে বসে দেখলেন দিল্লি ক্যাপিট্যালসের পুরো দল একের পর এক ভুল করে চলেছে। টস থেকে আরম্ভ করে ব্যাটারদের অর্ডার ঠিক করা এবং বোলারদের ব্যবহার করার ক্ষেত্রে অধিনায়ক ঋষভ পন্তের ভুল দিল্লিকে ব্যর্থতার অন্ধকারে তলিয়ে দিল। সৌরভ দেখলেন কিন্তু কিছু করতে পারলেন না। তার ওপর ইডেনে নিজের রেকর্ড হাতছাড়া হওয়ার ছবিও দেখতে হল। ইডেনে আইপিএলে এতদিন এক মরশুমে সর্বাধিক রান ছিল সৌরভের 331। সাত ম্যাচে এই রেকর্ড করেছিলেন মহারাজ। সোমবার তা ভেঙে দিলেন ফিল সল্ট।

ইডেনে ছ'টা ম্যাচে দলের জন্য নেমে ফিল সল্ট করেছেন 344 রান। অথচ চার ম্যাচ জিতে দিল্লি ক্যাপিট্যালস কলকাতায় পা দিয়েছিল। কলকাতা নাইট রাইডার্সকে হারাতে পারলে তা তাদের প্লে-অফের দিকে এগিয়ে যেতে সাহায্যই করত না সৌরভও ইডেনে দাদাগিরি বজায় রাখতে পারতেন ৷ তাঁকে সমর্থনের জন্য আয়োজনে ত্রুটি ছিল না। সৌরভ ভক্তরা প্রিয় দাদার মুখোশ পড়ে উৎসাহিত করে যাচ্ছিল। কিন্তু দল ব্যর্থ হলে তাহলে সমর্থন বিফলে যায়।

ম্যাচ শেষে অবশ্য কেকেআর এবং ডিসি শিবিরে সৌহার্দ্যর ছবি। সৌরভের কাছে পরামর্শ নিলেন ভেঙ্কটেশ আইয়ার। ডানহাতি ব্যাটার হিসেবে জীবন শুরু করে শুধুমাত্র সৌরভ গঙ্গোপাধ্যায়ের মত ব্যাট করবেন বলে বাঁ-হাতে ব্যাটিং শুরু করেছিলেন আইয়ার। তাই বিশাখাপত্তনম হোক বা ইডেন, ভেঙ্কটেশ আইয়ার সুযোগ পেলেই সৌরভের কাছে পরামর্শের জন্য ছুটে আসেন। সোমবার রাতে যখন দু'জন কথা বলছিলেন তখন আচমকাই পিছন থেকে সৌরভকে জড়িয়ে ধরেন শাহরুখ খান।

দল জয় পাওয়ার পরে ইডেন প্রদক্ষিণে ছেলে আব্রামকে নিয়ে বেরিয়ে ছিলেন। তখনই মহারাজ-বাদশার মুখোমুখি হওয়া। সূত্রের খবর, মহারাজকে বাদশা বলেন, "ভাগ্যের কাছে মার খেয়েছে দিল্লি।" তবে দল শক্তিশালী তাই সামনে এগোতে অসুবিধা হবে না। একইভাবে সৌরভ বলেছেন বাদশাকে, নাইটদের প্লে-অফে যাওয়া সময়ের অপেক্ষা। দেশের সেরা অধিনায়ক বলে শাহরুখ তাঁর পুত্রের সঙ্গে সৌরভের পরিচয় করিয়ে দেন। মঙ্গলবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে উড়ে গেল কেকেআর।

ম্যাচ জয়ের পর সাজঘরে আন্দ্রে রাসেলের জন্মদিন পালন হয়। অভিনন্দন জানান শাহরুখ খান। কেক কাটা হয়। একইসঙ্গে রাসেলকে কেক মাখিয়ে উৎসব করেন সতীর্থরা। কেক মাখানোর কাজে শাহরুখ পুত্রও অংশ নিয়েছিলেন। রাসেলের প্রতিক্রিয়া এটাই জন্মদিনের সেরা উপহার।

আরও পড়ুন:

  1. আরও হোক চার-ছক্কার ফুলঝুরি, জন্মদিনে ফিরে দেখা 'হিটম্যানের' রেকর্ডবুক
  2. ব্যাট হাতে সল্টের 'দাদাগিরি'তে ইডেনে গো-হারা সৌরভের দিল্লি
  3. গোয়াকে মাটি ধরিয়ে আইএসএল ফাইনালে বাগানের সামনে মুম্বই
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.