প্যারিস, 8 অগস্ট: ভিনেশ ফোগতের হাত ধরে পদক জয়ের স্বপ্ন দেখেছিল ভারত ৷ সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছে ৷ লক্ষ্মীবারে কি প্যারিসে ভারতের জন্য 'সোনার দিন' হবে ? টোকিয়োতে জ্যাভলিনে সোনাজয়ী প্যারিসেও কি ভারতকে প্রথম সোনার পদক দিতে পারবেন ? অপেক্ষায় ভারতবাসী ৷ আজ হকি দল নামছে ব্রোঞ্জ পদকের আশায় ৷ জিততে পারলে ভারতের ব্রোঞ্জ পদকের সংখ্যাটা বেড়ে তিন থেকে চার হবে ৷ এছাড়াও কখন, কোন খেলায় ভারতীয় অ্যাথলিটরা লড়াই করবেন, দেখে নিন সম্পূর্ণ ক্রীড়াসূচি।
- বৃহস্পতিবার প্যারিস অলিম্পিক্সের 13তম দিনে (8 অগস্ট) ভারতের সূচি-
Day 1⃣3⃣ schedule of #ParisOlympics2024 is OUT!
— SAI Media (@Media_SAI) August 7, 2024
Take a look at the entire list of events scheduled for tomorrow & #Cheer4Bharat with us🇮🇳🥳
Let us know which event you are most excited for!! Comment below👇@afiindia @IndianGolfUnion @TheHockeyIndia @WeAreTeamIndia pic.twitter.com/z2LJrrFNCW
গলফ-
গলফে উইমেন্স ইন্ডিভিজুয়াল স্ট্রোক প্লে-র দ্বিতীয় রাউন্ডে নামছেন অদিতি অশোক ও দীক্ষা ডাগর ৷ সময়- বেলা 12.30 ৷
অ্যাথলেটিক্স-
অ্যাথলেটিক্সে মেয়েদের 100 মিটার হার্ডলসের রেপেচেজ রাউন্ডে নামছেন জ্যোতি ইয়াররাজি ৷ সময় দুপুর 02.05 ৷
কুস্তি-
মেয়েদের ফ্রি-স্টাইল কুস্তির 57 কেজি বিভাগের প্রি-কোয়ার্টার অর্থাৎ রাউন্ড অফ 16-এ নামছেন অংশু মালিক। কোয়ার্টার ফাইনাল হবে এরপরেই (যদি অংশু যোগ্যতা অর্জন করতে পারেন)। সময় দুপুর 03.00 ও পরের ম্যাচ বিকেল 04.20 ৷ এরপর মেয়েদের ফ্রি-স্টাইল কুস্তির 57 কেজি বিভাগের সেমিফাইনাল রয়েছে (যদি অংশু মালিক যোগ্যতা অর্জন করতে পারেন) ৷ সময় রাত 09.45 নাগাদ ৷
ছেলেদের ফ্রি-স্টাইল কুস্তির 57 কেজি বিভাগের প্রি-কোয়ার্টারে নামছেন আমান শেরাওয়াত। কোয়ার্টার ফাইনাল হবে এরপরই ৷ যদি কুস্তিগীর যোগ্যতা অর্জন করতে পারেন ৷ সময় দুপুর 03.00 ও পরের ম্যাচ বিকেল 04.20 ৷ এরপর ছেলেদের ফ্রি-স্টাইল কুস্তির 57 কেজি বিভাগের সেমিফাইনাল রয়েছে (যদি আমান শেরাওয়াত যোগ্যতা অর্জন করতে পারেন)। সময় রাত রাত 09.45 নাগাদ ৷
হকি-
ছেলদের হকির ব্রোঞ্জ মেডেল ম্যাচে স্পেনের বিরুদ্ধে লড়াইয়ে নামছে ভারত। সময় বিকেল 05.30 ৷
দুরন্ত লড়েও প্যারিস অলিম্পিক্সে পদকের রং বদলানোর সুযোগ হাতছাড়া হয়েছে 'মেন ইন ব্লু'র । জার্মানির কাছে 2-3 গোলে ভারত হেরে যায় ৷ আজ স্পেনের বিরুদ্ধে ব্রোঞ্জ পদকের জন্য লড়বেন শ্রীজেশরা ।
অ্যাথলেটিক্স-
অ্যাথলেটিক্সে পুরুষদের জ্যাভেলিন থ্রোয়ের ফাইনালে নামছেন নীরজ চোপড়া। সময় রাত 11.55 ৷
টোকিও অলিম্পিক্সে জ্যাভলিন থ্রোতে সোনা জিতে দেশবাসীর প্রতাশা নীরজ হাজার গুণ বাড়িয়ে দিয়েছেন। যে কারণে, ভারতবাসীরা মনে প্রাণে বিশ্বাস করতে শুরু করে দিয়েছেন, প্যারিস অলিম্পিক থেকে সোনা জিতে দেশে ফিরবেন পানিপতের ছেলে ৷