ETV Bharat / sports

রোহিতের হাত থেকে নেতৃত্বের ব্যাটন নিয়ে প্রথম ম্যাচে হার হার্দিকের - IPL 2024 - IPL 2024

MI vs GT IPL 2024: 11 বছর পর আইপিএলে নেতা বদল করেছে মুম্বই ইন্ডিয়ান্স ৷ আইপিএলের সফলতম অধিনায়কের হাত থেকে নেতৃত্বের নিয়ে হার্দিক পান্ডিয়া দিয়েছে নীতা অম্বানীর দল ৷ কিন্তু প্রথম ম্যাচেই হার দিয়ে 2024 আইপিএল শুরু করল মুম্বই ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 25, 2024, 12:00 PM IST

আমেদাবাদ, 25 মার্চ: গুজরাত থেকে মুম্বইয়ে ফিরে নেতৃত্বের ব্যাটন হাতে পেয়েছেন হার্দি পান্ডিয়া ৷ ক্যাপ্টেন্সি ছেড়ে দিতে হয়েছে আইপিএলে সফলতম অধিনায়ক রোহিত শর্মাকে ৷ কিন্তু 'হিটম্যান' ইনিংসেও প্রথম ম্যাচ হারতে হল মুম্বইকে ৷ প্রথম ম্যাচেই তাঁর পুরনো দলের কাছে হেরে বিষয়টিকে গুরুত্ব দিলেন না মুম্বই অধিনায়ক হার্দিক ৷

চোটের জন্য গত বছর ঘরের মাঠে বিশ্বকাপ খেলেননি ৷ কিন্তু আইপিএলের ঠিক আগে নিজেকে ফিট ঘোষণা করে মুম্বইয়ের জার্জি মাঠে নেমে পড়েন হার্দিক ৷ রবিবার আমেদাবাদে তাদের প্রথম ম্য়াচেই গুজরাত টাইটান্সের কাছে হার হজম করতে হয় মুম্বই ইন্ডিয়ান্স ৷ প্রথম ম্যাচেই হার প্রসঙ্গে হার্দিক বলেন, "এটা কোনও বিষয় নয় ৷ এখনও 13টা ম্যাচ বাকি রয়েছে ৷"

গুজরাতের 169 রানের লক্ষ্যে ব্যাট করেত নেমে নির্ধারিত 20 ওভারে 9 উইকেটে 162 রানে থেমে যায় মুম্বই ৷ রুদ্ধ্বশ্বাস লড়াইয়ে 6 রানে জয় তুলে নেয় শুভমন গিলের গুজরাত ৷ হার্দির গুজরাত ছাড়ার পর শুভমনের হাতে নেতৃত্বের ব্যাটন তুলে দেয় টাইটান্স কর্তৃপক্ষ ৷ হার্দিক মুম্বইয়ে ফিরে নেতৃত্ব হাতে পেলেও সমর্থকদের মন জয় করতে পারেননি ৷ রবিবার রাতে গুজরাতের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হার্দিক পা রাখতেই রো-হি-ট, রো-হি-ট...চিকিৎকারে মুখরিত হয় গ্যালারি ৷ শুধু তাই নয়, টসের পর সঞ্চালকের সঙ্গে কথা বলার সময়ও ব্যাঙ্গাত্মক আওয়াজ শুনতে হয় হার্দিককে ৷ ম্যাচ হেরে হার্দিক বলেন, "রান তাড়া করতে গিয়ে শেষ 5 ওভারে আমরা মাত্র 42 রান করেছি ৷ কিন্তু যা জেতার জন্য যথেষ্ট ছিল না ৷ আমরা ছন্দ হারিয়ে ফেলেছিলাম ৷"

এ সবের পাশাপাশি মাঠে হার্দিকের পারফরম্যান্স ছিল অত্যন্ত সাদামাঠা ৷ বল হাতে 3 ওভারে 30 রান দেওয়ার পর চতুর্থ ওভাল বোলিং করার সাহস দেখাননি মুম্বই অধিনায়ক ৷ ব্যাট হাতে হার্দিকের অবদান মাত্র 11 ৷ দলকে জিতিয়ে মাঠ ছাড়তে ব্যর্থ ব্লুজ ক্যাপ্টেন ৷ তবে নেতৃত্ব হারিয়ে ব্যাট হাতে সফল রোহিত ৷ 29 বলে 7টি বাউন্ডারি ও একটি ছক্কা-সহ 43 রান করেন হিটম্যান ৷ এছাড়াও 46 রানের ইনিংস খেলেন ব্রেভিস ৷ এর আগে প্রথমে ব্যাটিং করে 6 উইকেটে 168 রান তুলে ছিল গুজরাত টাইটান্স ৷ সর্বোচ্চ 45 রান করেন সাই সুন্দর ৷ মুম্বইয়ের হয়ে 4 ওভারে মাত্র 14 রান দিয়ে 3 উইকেট নেন জসপ্রীত বুমরা ৷

আরও পড়ুন:

আমেদাবাদ, 25 মার্চ: গুজরাত থেকে মুম্বইয়ে ফিরে নেতৃত্বের ব্যাটন হাতে পেয়েছেন হার্দি পান্ডিয়া ৷ ক্যাপ্টেন্সি ছেড়ে দিতে হয়েছে আইপিএলে সফলতম অধিনায়ক রোহিত শর্মাকে ৷ কিন্তু 'হিটম্যান' ইনিংসেও প্রথম ম্যাচ হারতে হল মুম্বইকে ৷ প্রথম ম্যাচেই তাঁর পুরনো দলের কাছে হেরে বিষয়টিকে গুরুত্ব দিলেন না মুম্বই অধিনায়ক হার্দিক ৷

চোটের জন্য গত বছর ঘরের মাঠে বিশ্বকাপ খেলেননি ৷ কিন্তু আইপিএলের ঠিক আগে নিজেকে ফিট ঘোষণা করে মুম্বইয়ের জার্জি মাঠে নেমে পড়েন হার্দিক ৷ রবিবার আমেদাবাদে তাদের প্রথম ম্য়াচেই গুজরাত টাইটান্সের কাছে হার হজম করতে হয় মুম্বই ইন্ডিয়ান্স ৷ প্রথম ম্যাচেই হার প্রসঙ্গে হার্দিক বলেন, "এটা কোনও বিষয় নয় ৷ এখনও 13টা ম্যাচ বাকি রয়েছে ৷"

গুজরাতের 169 রানের লক্ষ্যে ব্যাট করেত নেমে নির্ধারিত 20 ওভারে 9 উইকেটে 162 রানে থেমে যায় মুম্বই ৷ রুদ্ধ্বশ্বাস লড়াইয়ে 6 রানে জয় তুলে নেয় শুভমন গিলের গুজরাত ৷ হার্দির গুজরাত ছাড়ার পর শুভমনের হাতে নেতৃত্বের ব্যাটন তুলে দেয় টাইটান্স কর্তৃপক্ষ ৷ হার্দিক মুম্বইয়ে ফিরে নেতৃত্ব হাতে পেলেও সমর্থকদের মন জয় করতে পারেননি ৷ রবিবার রাতে গুজরাতের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হার্দিক পা রাখতেই রো-হি-ট, রো-হি-ট...চিকিৎকারে মুখরিত হয় গ্যালারি ৷ শুধু তাই নয়, টসের পর সঞ্চালকের সঙ্গে কথা বলার সময়ও ব্যাঙ্গাত্মক আওয়াজ শুনতে হয় হার্দিককে ৷ ম্যাচ হেরে হার্দিক বলেন, "রান তাড়া করতে গিয়ে শেষ 5 ওভারে আমরা মাত্র 42 রান করেছি ৷ কিন্তু যা জেতার জন্য যথেষ্ট ছিল না ৷ আমরা ছন্দ হারিয়ে ফেলেছিলাম ৷"

এ সবের পাশাপাশি মাঠে হার্দিকের পারফরম্যান্স ছিল অত্যন্ত সাদামাঠা ৷ বল হাতে 3 ওভারে 30 রান দেওয়ার পর চতুর্থ ওভাল বোলিং করার সাহস দেখাননি মুম্বই অধিনায়ক ৷ ব্যাট হাতে হার্দিকের অবদান মাত্র 11 ৷ দলকে জিতিয়ে মাঠ ছাড়তে ব্যর্থ ব্লুজ ক্যাপ্টেন ৷ তবে নেতৃত্ব হারিয়ে ব্যাট হাতে সফল রোহিত ৷ 29 বলে 7টি বাউন্ডারি ও একটি ছক্কা-সহ 43 রান করেন হিটম্যান ৷ এছাড়াও 46 রানের ইনিংস খেলেন ব্রেভিস ৷ এর আগে প্রথমে ব্যাটিং করে 6 উইকেটে 168 রান তুলে ছিল গুজরাত টাইটান্স ৷ সর্বোচ্চ 45 রান করেন সাই সুন্দর ৷ মুম্বইয়ের হয়ে 4 ওভারে মাত্র 14 রান দিয়ে 3 উইকেট নেন জসপ্রীত বুমরা ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.