ETV Bharat / sports

দলের সঙ্গে গেলেন না আনোয়ার, গোয়ায় বধ করে তিনে উঠে আসাই লক্ষ্যে সবুজ-মেরুনের - মোহনবাগান

ISL 2023-24: বুধবার মান্ডবীর তীরে মোহনবাগান মুখোমুখি এফসি গোয়ার। বুধসন্ধ্যায় যদি মোহনবাগান জেতে তাহলে সুপার জায়ান্ট এবং কেরালা ব্লাস্টার্সকে এক বিন্দুতে নিয়ে আসবে। দু'দলেরই সমান পয়েন্ট হলে গোলপার্থক্যে কেরালাকে পিছনে ফেলবে সবুজ-মেরুন শিবির।

গোয়ায় জয়ের লক্ষ্যে সবুজ-মেরুন শিবির
ISL 2023-24
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 14, 2024, 2:19 PM IST

কলকাতা, 14 ফেব্রুয়ারি: পয়েন্ট নষ্টের খরা কাটিয়ে জয়ের সরণিতে মোহনবাগান সুপার জায়ান্ট। হায়দরাবাদের বিরুদ্ধে ছন্দময় ফুটবল খেলে বাগানে ফুল ফুটিয়েছেন মনবীর সিং, দিমিত্রি পেত্রাতোসরা। প্রচুর সুযোগ তৈরি করেছিল সেই ম্যাচে। সুযোগ নষ্ট হয়েছে প্রচুর। যদিও তা নিয়ে চিন্তিত নন বাগান কোচ আন্তেনিও লোপেজ হাবাস। কারণ দিনের শেষে তিন পয়েন্টই আসল। সেটা যে কোনওভাবে আসলেই তিনি খুশি। তবে সাফল্যের জন্য ভাগ্য নয়, কঠোর পরিশ্রমেই ভরসা রাখতে চান আন্তোনিও লোপেজ হাবাস। গোলে ফিরেছেন জেসন কামিংস। তবে যত গোল করেছেন তার থেকেও বেশি মিস করেছেন অজি বিশ্বকাপার।

তবুও তার উপর দলের অন্যান্য ফুটবলারদের মতোই আস্থা রাখছেন হাবাস। বুধবার মাণ্ডবীর তীরে মোহনবাগান মুখোমুখি এফসি গোয়ার। মঙ্গলবার সকালে অনুশীলন করে সবুজ-মেরুন ব্রিগেড গোয়া রওনা হয়েছে। 28 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে গোয়া। হারলেও দ্বিতীয় স্থানে থাকবে তারা। তবে মোহনবাগান যদি গোয়াকে হারাতে পারে, তবে কেরালা ব্ল্যাস্টার্সকে টপকে তৃতীয় স্থানে উঠে আসবে সবুজ-মেরুন শিবির। পাশাপাশি প্রথম পর্বে হারের মধুর বদলাও নেওয়া সম্ভব হবে।

বুধের সন্ধ্যার জয় মোহনবাগান সুপার জায়ান্ট এবং কেরালা ব্লাস্টার্সকে এক বিন্দুতে নিয়ে আসবে। দু'দলেরই সমান পয়েন্ট হলে গোলপার্থক্যে কেরালাকে পিছনে ফেলবে সবুজ-মেরুন শিবির। সাংবাদিক সম্মেলনে এসে হাবাস বলেন, "আমার লক্ষ্য প্রতিটি ম্যাচে জেতা। তা হলেই আমরা প্রথম স্থানে খেলতে পারব। দ্বিতীয় বা তৃতীয় স্থান নিয়ে আমার কোনও ভাবনা নেই। প্রতিটা ম্যাচেই আমরা খেলতে নামব তিন পয়েন্টের কথা ভেবে। তার জন্য সবাইকে সাহায্য করতে হবে। দলগত সংহতিই আসল। নির্দিষ্ট কৌশলও থাকতে হবে।"

চোট পাওয়া আনোয়ার আলিও প্রায় ফিট হওয়ার পথে। যদিও দলের সঙ্গে গোয়া যাননি তিনি ৷ ভারতীয় ডিফেন্ডারের ফিট হওয়া প্রসঙ্গে হাবাস জানিয়েছেন, আনোয়ার 80-85 শতাংশ ফিট। সাংবাদিক সম্মেলনে কোচ হাবাসের সঙ্গে ছিলেন ফুটবলার অভিষেক সূর্যবংশী। অভিষেক বলছেন, "জুনিয়র থেকে সিনিয়র দলে ওঠার কাজটা সহজ নয়। আমার পজিশনে যারা খেলে তাদের থেকে শেখার চেষ্টা করছি। নিজেকে ওদের মতো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি।" সবমিলিয়ে বুধসন্ধ্যায় মাণ্ডবীর তীরে জয়ের খোঁজে সবুজ-মেরুন।

আরও পড়ুন:

  1. মুম্বইয়ের কাছেও হার, নামতে নামতে দশে বিবর্ণ লাল-হলুদ
  2. মুম্বই সিটি'র বিরুদ্ধে বদলের ইঙ্গিত, প্রতিটি ম্যাচকে ফাইনাল ধরে এগোতে চান কুয়াদ্রাত
  3. 'বাজে শট খেলার পরিণতি!' বিশ্বকাপ ফাইনাল হেরে হতাশ ভারত অধিনায়ক

কলকাতা, 14 ফেব্রুয়ারি: পয়েন্ট নষ্টের খরা কাটিয়ে জয়ের সরণিতে মোহনবাগান সুপার জায়ান্ট। হায়দরাবাদের বিরুদ্ধে ছন্দময় ফুটবল খেলে বাগানে ফুল ফুটিয়েছেন মনবীর সিং, দিমিত্রি পেত্রাতোসরা। প্রচুর সুযোগ তৈরি করেছিল সেই ম্যাচে। সুযোগ নষ্ট হয়েছে প্রচুর। যদিও তা নিয়ে চিন্তিত নন বাগান কোচ আন্তেনিও লোপেজ হাবাস। কারণ দিনের শেষে তিন পয়েন্টই আসল। সেটা যে কোনওভাবে আসলেই তিনি খুশি। তবে সাফল্যের জন্য ভাগ্য নয়, কঠোর পরিশ্রমেই ভরসা রাখতে চান আন্তোনিও লোপেজ হাবাস। গোলে ফিরেছেন জেসন কামিংস। তবে যত গোল করেছেন তার থেকেও বেশি মিস করেছেন অজি বিশ্বকাপার।

তবুও তার উপর দলের অন্যান্য ফুটবলারদের মতোই আস্থা রাখছেন হাবাস। বুধবার মাণ্ডবীর তীরে মোহনবাগান মুখোমুখি এফসি গোয়ার। মঙ্গলবার সকালে অনুশীলন করে সবুজ-মেরুন ব্রিগেড গোয়া রওনা হয়েছে। 28 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে গোয়া। হারলেও দ্বিতীয় স্থানে থাকবে তারা। তবে মোহনবাগান যদি গোয়াকে হারাতে পারে, তবে কেরালা ব্ল্যাস্টার্সকে টপকে তৃতীয় স্থানে উঠে আসবে সবুজ-মেরুন শিবির। পাশাপাশি প্রথম পর্বে হারের মধুর বদলাও নেওয়া সম্ভব হবে।

বুধের সন্ধ্যার জয় মোহনবাগান সুপার জায়ান্ট এবং কেরালা ব্লাস্টার্সকে এক বিন্দুতে নিয়ে আসবে। দু'দলেরই সমান পয়েন্ট হলে গোলপার্থক্যে কেরালাকে পিছনে ফেলবে সবুজ-মেরুন শিবির। সাংবাদিক সম্মেলনে এসে হাবাস বলেন, "আমার লক্ষ্য প্রতিটি ম্যাচে জেতা। তা হলেই আমরা প্রথম স্থানে খেলতে পারব। দ্বিতীয় বা তৃতীয় স্থান নিয়ে আমার কোনও ভাবনা নেই। প্রতিটা ম্যাচেই আমরা খেলতে নামব তিন পয়েন্টের কথা ভেবে। তার জন্য সবাইকে সাহায্য করতে হবে। দলগত সংহতিই আসল। নির্দিষ্ট কৌশলও থাকতে হবে।"

চোট পাওয়া আনোয়ার আলিও প্রায় ফিট হওয়ার পথে। যদিও দলের সঙ্গে গোয়া যাননি তিনি ৷ ভারতীয় ডিফেন্ডারের ফিট হওয়া প্রসঙ্গে হাবাস জানিয়েছেন, আনোয়ার 80-85 শতাংশ ফিট। সাংবাদিক সম্মেলনে কোচ হাবাসের সঙ্গে ছিলেন ফুটবলার অভিষেক সূর্যবংশী। অভিষেক বলছেন, "জুনিয়র থেকে সিনিয়র দলে ওঠার কাজটা সহজ নয়। আমার পজিশনে যারা খেলে তাদের থেকে শেখার চেষ্টা করছি। নিজেকে ওদের মতো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি।" সবমিলিয়ে বুধসন্ধ্যায় মাণ্ডবীর তীরে জয়ের খোঁজে সবুজ-মেরুন।

আরও পড়ুন:

  1. মুম্বইয়ের কাছেও হার, নামতে নামতে দশে বিবর্ণ লাল-হলুদ
  2. মুম্বই সিটি'র বিরুদ্ধে বদলের ইঙ্গিত, প্রতিটি ম্যাচকে ফাইনাল ধরে এগোতে চান কুয়াদ্রাত
  3. 'বাজে শট খেলার পরিণতি!' বিশ্বকাপ ফাইনাল হেরে হতাশ ভারত অধিনায়ক
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.