ETV Bharat / sports

ডার্বি জিতে আইএসএলের শীর্ষে মোহনবাগান, দশে ইস্টবেঙ্গল - Mohun Bagan vs East Bengal

ISL Kolkata Derby 2024: বিপর্যয়ের পূর্বাভাস ছিল। তা নিদারুন বাস্তব হয়ে আছড়ে পড়ল রবিবাসরীয় সন্ধ্যায় যুবভারতী ক্রীড়াঙ্গনে।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 10, 2024, 9:14 PM IST

Updated : Mar 10, 2024, 11:06 PM IST

কলকাতা, 10 মার্চ: তেকাঠির নিচে দূরন্ত বিশাল কাইথ ৷ ম্যাচের 12 মিনিটেই পেনাল্টি পেয়েছিল ইস্টবেঙ্গল ৷ ক্লেইটন সিলভার জোরালো স্পটকিক বাঁ-দিকে ঝাঁপিয়ে সেভ করে দেন বিশাল কাইথ ৷ তারপর থেকে শুধুই মোহনবাগান ৷ জেসন কামিংস, লিস্টন কোলাসো, দিমিত্রি পেত্রাতোসের গোলে ম্যাচের প্রথমার্ধে তিন গোলের লিড নিয়েছিল মোহনবাগান ৷ এক গোল শোধ করলেও আর ম্যাচে ফিরতে পারল না ইস্টবেঙ্গল ৷

  • খেলা শেষ ৷ আইএসএলের ফিরতি ডার্বিতে 3-1 গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে দিল মোহনবাগান ৷
  • মোহনবাগান বক্সে ইস্টবেঙ্গলের একের পর এক আক্রমণ আছড়ে পড়ছে ৷
  • ম্যাচের 63 মিনিটের মাথায় দলের পতন রোধ করলেন বিশাল ৷ ক্লেইটনের হেড থেকে নিশ্চিত গোল বাঁচালেন বাগান গোলরক্ষক ৷
  • দলের হয়ে গোলমুখ খুললেন সাউল ক্রেসপো ৷
  • গোলমুখী শট জেসন কামিংসের ৷ ডানদিকে ঝাঁপিয়ে বাঁচালেন গিল ৷
  • শুরু হল দ্বিতীয়ার্ধের খেলা ৷
  • স্পটকিক থেকে জোরালো শটে গোল পেত্রাতোসের ৷ প্রথমার্ধেই তিন গোলে এগিয়ে গেল মোহনবাগান ৷
  • প্রথমার্ধের শেষে পেনাল্টি পেল বাগান ৷ কোলাসোকে ব্লক করতে গিয়ে ফেলে দেন নন্দকুমার ৷
  • 37 মিনিটে ফের গোল বাগানের ৷ এবার গোল পেলেন লিস্টন কোলাসো ৷ পেত্রাতোসের জোরালো শট পোস্টে লেগে প্রতিহত হয় ৷ দিমি ফিরতি বলে শট নিলে তা গোলে ঠেলে দেন অরক্ষিত অবস্থায় থাকা কোলাসো ৷
  • 27 মিনিটে ইস্টবেঙ্গলের জালে বল জড়ালেন জেসন কামিংস ৷ ডি-বক্সের ভেতরেই ছিলেন অজি স্ট্রাইকার ৷ পেত্রাতোসের জোরালো শট বাঁচিয়ে দেন ইস্টবেঙ্গলের গোলরক্ষক প্রভসুখমন গিল ৷ ফিরতি বল গোলে ঠেলতে ভুল করেননি কামিংস ৷
  • ম্যাচের 12 মিনিটে পেনাল্টি মিস ক্লেইটনের ৷ ইস্টবেঙ্গল অধিনায়কের জোরালো শট বাঁ-দিকে ঝাঁপিয়ে সেভ করে দেন মোহনবাগান গোলরক্ষক বিশাল কাইথ ৷

আরও পড়ুন:

  1. দিগভ্রষ্ট হতে নারাজ হাবাস, জয়ের ধারাবাহিকতায় শীর্ষস্থানই পাখির চোখ বাগান শিবিরের
  2. 'মোহনবাগানই ফেভারিট, অসতর্ক হলে আমাদের শেষ করে দেবে', ডার্বির আগে অকপট কুয়াদ্রাত
  3. বিতর্কের ঘূর্ণাবর্তে রবির বড় ম্যাচ, টিফোয় নিষেধাজ্ঞা লাল-হলুদের

কলকাতা, 10 মার্চ: তেকাঠির নিচে দূরন্ত বিশাল কাইথ ৷ ম্যাচের 12 মিনিটেই পেনাল্টি পেয়েছিল ইস্টবেঙ্গল ৷ ক্লেইটন সিলভার জোরালো স্পটকিক বাঁ-দিকে ঝাঁপিয়ে সেভ করে দেন বিশাল কাইথ ৷ তারপর থেকে শুধুই মোহনবাগান ৷ জেসন কামিংস, লিস্টন কোলাসো, দিমিত্রি পেত্রাতোসের গোলে ম্যাচের প্রথমার্ধে তিন গোলের লিড নিয়েছিল মোহনবাগান ৷ এক গোল শোধ করলেও আর ম্যাচে ফিরতে পারল না ইস্টবেঙ্গল ৷

  • খেলা শেষ ৷ আইএসএলের ফিরতি ডার্বিতে 3-1 গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে দিল মোহনবাগান ৷
  • মোহনবাগান বক্সে ইস্টবেঙ্গলের একের পর এক আক্রমণ আছড়ে পড়ছে ৷
  • ম্যাচের 63 মিনিটের মাথায় দলের পতন রোধ করলেন বিশাল ৷ ক্লেইটনের হেড থেকে নিশ্চিত গোল বাঁচালেন বাগান গোলরক্ষক ৷
  • দলের হয়ে গোলমুখ খুললেন সাউল ক্রেসপো ৷
  • গোলমুখী শট জেসন কামিংসের ৷ ডানদিকে ঝাঁপিয়ে বাঁচালেন গিল ৷
  • শুরু হল দ্বিতীয়ার্ধের খেলা ৷
  • স্পটকিক থেকে জোরালো শটে গোল পেত্রাতোসের ৷ প্রথমার্ধেই তিন গোলে এগিয়ে গেল মোহনবাগান ৷
  • প্রথমার্ধের শেষে পেনাল্টি পেল বাগান ৷ কোলাসোকে ব্লক করতে গিয়ে ফেলে দেন নন্দকুমার ৷
  • 37 মিনিটে ফের গোল বাগানের ৷ এবার গোল পেলেন লিস্টন কোলাসো ৷ পেত্রাতোসের জোরালো শট পোস্টে লেগে প্রতিহত হয় ৷ দিমি ফিরতি বলে শট নিলে তা গোলে ঠেলে দেন অরক্ষিত অবস্থায় থাকা কোলাসো ৷
  • 27 মিনিটে ইস্টবেঙ্গলের জালে বল জড়ালেন জেসন কামিংস ৷ ডি-বক্সের ভেতরেই ছিলেন অজি স্ট্রাইকার ৷ পেত্রাতোসের জোরালো শট বাঁচিয়ে দেন ইস্টবেঙ্গলের গোলরক্ষক প্রভসুখমন গিল ৷ ফিরতি বল গোলে ঠেলতে ভুল করেননি কামিংস ৷
  • ম্যাচের 12 মিনিটে পেনাল্টি মিস ক্লেইটনের ৷ ইস্টবেঙ্গল অধিনায়কের জোরালো শট বাঁ-দিকে ঝাঁপিয়ে সেভ করে দেন মোহনবাগান গোলরক্ষক বিশাল কাইথ ৷

আরও পড়ুন:

  1. দিগভ্রষ্ট হতে নারাজ হাবাস, জয়ের ধারাবাহিকতায় শীর্ষস্থানই পাখির চোখ বাগান শিবিরের
  2. 'মোহনবাগানই ফেভারিট, অসতর্ক হলে আমাদের শেষ করে দেবে', ডার্বির আগে অকপট কুয়াদ্রাত
  3. বিতর্কের ঘূর্ণাবর্তে রবির বড় ম্যাচ, টিফোয় নিষেধাজ্ঞা লাল-হলুদের
Last Updated : Mar 10, 2024, 11:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.